মেহেদী ইকবাল
মুদ্রা, মুর্দাকেও বাঁচিয়ে রাখে। অবিকৃত
রাখে জানি প্রাণহীন নিথর দেহ।
সভ্যতাই বলি, আর বলি ঐতিহ্য
উৎসবে, উপদ্রবে অনিবার্য উপস্থিতি মুদ্রার।
যখন মুদ্রা এলো, সাথে করে নিয়ে এলো
নানা অনুষঙ্গ। সেই থেকে সংঘর্ষের হলো সূত্রপাত
গোত্রে গোত্রে, জাতিতে জাতিতে হানাহানি, রক্তপাত
পতন আর পচনের শুরু হলো সেই থেকে।
তেল বলি আর স্বর্ণ, শস্য, মুদ্রা ছাড়া
যায় কি নেওয়া প্রোটিনের স্বাদ?
মুদ্রার প্রয়োজনে মারণাস্ত্র, দেশে দেশে হেরোইন, আফিমের চাষ
নেটে নেটে পর্নো আর 888sport promo codeদের খাটো বস্ত্র…
সেও জানি সর্বনাশা মুদ্রার প্রয়োজনে আজ!

Leave a Reply
You must be logged in to post a comment.