মুলতুবি রাখা জাদুবিদ্যা

888sport app download apk latest version: জি এইচ হাবীব

সান্টিয়াগো শহরে ছিলেন এক ডিন১, বড়ই খায়েশ তাঁর জাদুবিদ্যা শেখার। তলেদোর দন ইলান এ-বিদ্যায় সবার চেয়ে বড় জানতে পেরে তিনি চললেন সেই শহরে তাঁর তালাশে। যেদিন সকালে সেখানে পৌঁছোলেন সেদিনই গিয়ে হাজির হলেন তিনি দন ইলানের নিবাসে, গিয়ে দেখেন ভদ্রলোক তাঁর বাড়ির পেছনের এক ঘরে বসে বই পড়ছেন। দন ইলান তাঁকে সাদরে স্বাগত জানিয়ে বললেন তাঁদের খাওয়া-দাওয়ার পাট চুকে যাওয়ার আগ পর্যন্ত ডিন যেন তাঁর আগমনের হেতু তাঁকে না জানান। অতিথিকে অন্দরমহলের পথ দেখাতে দেখাতে দন ইলান বললেন ডিনের আগমনে তিনি বেজায় খুশি হয়েছেন। খাওয়া-দাওয়ার পর দন ইলানকে ডিন তাঁর এই সফরের কারণ খুলে বললে দন ইলান জানালেন তাঁর কুটুম যে একজন ডিন, বেশ নামডাকওয়ালা আর মেলা টাকা-কড়ির মালিক সে-কথা তিনি আগে থেকেই ওয়াকিবহাল, কিন্তু তাঁকে যদি তিনি তাঁর বিদ্যা শেখান তাহলে হয়ত এমন একদিন আসবে যেদিন তিনি তাঁর উপকারের প্রতিদান দিতে গররাজি হবেন – সমাজের রাঘব-বোয়ালরা যেমনটি প্রায়ই করে থাকেন। ডিন তখন কিরে কেটে বললেন দন ইলানের উপকারের কথা তিনি জিন্দিগিভর স¥রণ রাখবেন, তাঁর উপকারের প্রতিদান দিতে তিনি কোনোদিন পিছপা হবেন না। ওঁরা একটা কড়ারে আসার পরই কেবল দন ইলান খোলাসা করে বললেন গভীর নির্জনস্থানে ছাড়া জাদুবিদ্যা শেখা যায় না, তারপর ডিনকে হাত ধরে তিনি পাশের ঘরে নিয়ে গেলেন, দেখা গেল সেই ঘরের মেঝেতে রয়েছে বড় একটা লোহার আংটা। অবশ্য তার আগে তিনি রাঁধুনিকে বললেন সে যেন রাতের জন্য তিতির পাখি তৈরি রাখে, তবে তিনি হুকুম না দেয়া পর্যন্ত যেন সেগুলো রোস্ট না করে।

 দন ইলান আর তাঁর মেহমান আংটাটা উঠিয়ে একেবার ভাঙাচোরা, আঁকাবাঁকা একটা সিঁড়ি বেয়ে এত নিচে নেমে এলেন যে ডিনের কাছে মনে হলো তাগাস নদীর তলাটা নিশ্চয়ই এখন তাঁদের মাথার ওপর রয়েছে। সিঁড়িটা যেখানে শেষ হয়েছে সেখানেই রয়েছে একটা কুঠুরি, তাতে রয়েছে একটা পাঠাগার আর জাদুর যন্ত্রপাতিতে ঠাসা একটা আলমারি। দুজনে যখন এ-বই ও-বইয়ের পাতা ওল্টাচ্ছেন হঠাৎ সেখানে দুজন লোকের আগমন, তাদের হাতে ডিনের জন্যে তাঁর চাচা বিশপের লেখা একটা চিঠি, সে-চিঠিতে বিশপ তাঁকে জানিয়েছেন যে তিনি বিষম বিমারে পড়েছেন, ডিন যদি তাঁকে জীবিত দেখতে চান তাহলে যেন তিলেক দেরিও না করেন। খবর শুনে ডিন তো একবারে বেয়াকুল হয়ে পড়লেন, কারণ, যার-তার নয়, খোদ তাঁর চাচার অসুখ, আর তাছাড়া এখন তাঁর জাদুবিদ্যার তালিমে বাধা পড়বে। শেষ অব্দি অবশ্য তিনি থেকে যাওয়াই স্থির করে বিশপের কাছে মাফ চেয়ে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন।

তিন দিন কেটে যাওয়ার পর আরো কিছু লোক এল শোক-পোশাক পরে, তাদের কাছে ডিনের জন্যে আরো একটা চিঠি, সেই চিঠি পড়ে তিনি জানতে পারলেন বিশপ আর ইহধামে নেই, এখন সবার আশা ডিনই বিশপ হিসেবে নির্বাচিত হন। পত্রে তাঁকে বলা হলো তিনি যেখানে আছেন সেখানেই যেন থাকেন, নির্বাচনের সময় ঘটনাস্থলে তাঁর না থাকাটাই ভালো হবে।

দশ দিন কেটে গেল, এবার এল চমৎকার ধরাচুড়া পরা দুই স্কোয়্যার৩, ডিনের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে তারা তাঁর হাতে চুমো খেয়ে বিশপ হিসেবে তাঁকে অভিনন্দন জানাল। দন ইলান তো এসব দেখে মহাখুশি, তিনি নতুন বিশপের দিকে এগিয়ে গিয়ে বললেন এমন খুশির খবর তারা তাঁর বাড়ি বয়ে নিয়ে আসায় তিনি ঈশ্বরকে শুকরিয়া জানাচ্ছেন। এরপর তিনি খালি হওয়া ডিনের পদে তাঁর ছেলেকে বসাবার জন্যে অনুনয় করলেন বিশপকে। বিশপ জবাব দিলেন ডিনের পদটা তিনি আগেই তাঁর নিজের ভাইয়ের জন্যে ঠিক করে রেখেছেন, তবে দন ইলানের ছেলের জন্যে গির্জায় একটা চাকরির ব্যবস্থা তিনি নিশ্চয়ই করবেন, তারপর তিনি মিনতি করে বললেন তাঁর ইচ্ছে তাঁরা তিনজনেই একসঙ্গে সান্টিয়াগোর উদ্দেশে যাত্রা করেন।

সান্টিয়াগো শহরে পৌঁছুলে পর বড়ই তমিজের সঙ্গে বরণ করে নেয়া হলো তাঁদের। ছয় মাস চলে গেল, তখন একদিন পোপের বার্তাবাহকেরা বিশপের সঙ্গে দেখা করে তুলুজ শহরের প্রধান বিশপের পদে বসবার অনুরোধ জানাল তাঁকে, আর তাঁর হাতেই ছেড়ে দিল একজন উত্তরাধিকারী ঠিক করার ভার। দন ইলান এ-কথা শুনে বিশপকে তাঁর আগের ওয়াদা স¥রণ করিয়ে দিয়ে সদ্য খালি হওয়া পদটা তাঁর ছেলেকে দেবার কথা বললেন। প্রধান বিশপ তখন বললেন বিশপের পদটা তিনি আগেই তাঁর আপন চাচা, তাঁর বাবার ভাইয়ের জন্যে ঠিক করে রেখেছেন, তবে তিনি যেহেতু কথা দিয়েছেন দন ইলানের উপকার করবেন, তাই তাঁর ছেলেকে নিয়ে এখন তাঁদের তুলুজ যাওয়াটাই উচিত হবে। এ-কথায় রাজি হওয়া ছাড়া আর কী-ই বা করার থাকে দন ইলানের!

তিনজন অতএব রওনা হলেন তুলুজ বরাবর; সেখানে পরম সমাদরে, সম্মানের সঙ্গে আর মাস্ গেয়ে বরণ করে নেয়া হলো তাঁদের। সেখানে বছর দুই কেটে যাওয়ার পর একদিন পোপের বার্তাবাহকেরা প্রধান বিশপের কাছে এসে তাঁকে জানাল তাঁর পদোন্নতি হওয়ায় এখন থেকে তিনিই কার্ডিনাল৩। তাঁর হাতেই তারা ন্যস্ত করল একজন উত্তরাধিকারী ঠিক করার ভার। এ-খবর শুনে দন ইলান কার্ডিনালকে তাঁর পুরনো ওয়াদার কথা মনে করিয়ে দিয়ে খালি হওয়া পদটা তাঁর ছেলেকে দিতে মিনতি করলেন। কার্ডিনাল তাঁকে বললেন প্রধান বিশপের পদটা তিনি তাঁর মাতুল, মানে তাঁর মায়ের ভাইয়ের জন্য আগেই ঠিক করে রেখেছেন; জবর এক বুড়ো মানুষ তিনি। তবে দন ইলান আর তাঁর ছেলে যদি তাঁর সঙ্গে রোম যায় তাহলে একটা-না-একটা ভালো সুযোগ জুটে যাওয়া মোটেই অসম্ভব কিছু নয়। দন ইলান তো সে-কথা মানবেন না মোটেই, কিন্তু শেষ পর্যন্ত রাজি তাঁকে হতেই হলো।

তিনজন অতএব রওনা হলেন রোমের পানে, সেখানেও পরম সমাদরে, মাস্ গেয়ে, মিছিল করে বরণ করে নেয়া হলো তাঁদের। চার বছর গেল, পোপ মারা গেলেন, আর তখন সব কার্ডিনাল মিলে আমাদের কার্ডিনালকেই পোপ হিসেবে ঠিক করলেন। এ-কথা শুনে দন ইলান এই পরম পূজনীয় মানুষটার পদযুগল চু¤¦ন করে তাঁকে তাঁর আগের দেয়া কথাটা স¥রণ করিয়ে দিয়ে কার্ডিনালের পদটা তাঁর ছেলের জন্যে চাইলেন। পোপ তখন দন ইলানকে বললেন তিনি তাঁর এই নাছোড় অনুরোধ-উপরোধে একবারে জেরবার হয়ে পড়েছেন, কাজেই তিনি যদি আরো ঝুলোঝুলি করেন তো দন ইলানকে তিনি গারদে ভরে রাখবেন, কারণ এ-কথা তো আর তাঁর অজানা নেই যে দন ইলান নেহাতই এক জাদুকর ছাড়া কিছু নন, তলেদোতে যিনি কিনা জাদুবিদ্যা শিখিয়ে বেড়ান।

বেচারা দন ইলান কোনোরকমে শুধু বলতে পারলেন তিনি স্পেনেই ফিরে যাবেন? পোপকে তিনি অনুরোধ করলেন দীর্ঘ সমুদ্রযাত্রায় তাঁকে যেন কিছু খেতে দেওয়া হয়। কিন্তু তাঁর এই মিনতিটাও রাখলেন না পোপ। দন ইলান তখন একেবারে ঠান্ডা গলায় বললেন (তাঁর মুখটা তখন আর আগের মতন নেই, কেমন অদ্ভুতরকম বদলে গেছে), ‘তাহলে আমি আজ রাতে যে-তিতিরের কথা বলেছিলাম তাই খাবো।’

সেই রাঁধুনি সামনে এসে দাঁড়াল, দন ইলান তাকে পাখিক’টা রোস্ট করতে বললেন। সঙ্গে সঙ্গে পোপ মশায় দেখতে পেলেন তিনি তলেদোর সেই মাটির নিচের কুঠুরিতে দাঁড়িয়ে আছেন, সান্টিয়াগোর সেই ডিন ছাড়া আর কিছুই নন তিনি, শরমিন্দা হয়ে এমনই তাজ্জব বনে গেছেন যে মুখে কোনো কথা ফুটছে না তাঁর। দন বললেন, এই পরীক্ষার পর আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে তাঁর মনে হয় না, ডিনকে তিনি তিতির পাখির রোস্টে ভাগ বসাতে দিতেও রাজি হলেন না, বরং বাইরে বেরোবার পথ দেখিয়ে দিয়ে যারপরনাই 888sport apk download apk latest versionভক্তির সঙ্গে তাঁকে বিদায় জানিয়ে এই কামনা করলেন যেন সহি সালামতে বাড়ি ফিরে যেতে পারেন তিনি।

  [স্প্যানিশ থেকে নরম্যান টমাস ডি জিওভানিকৃত ইংরেজি তরজমা থেকে।]

[চতুর্দশ শতকের স্প্যানিশ লেখক দন হুয়ান ম্যানুয়েল ছিলেন রাজা তৃতীয় ফারনান্দোর পৌত্র এবং দশম আলফনসোর ভ্রাতুষ্পুত্র। রাজনীতির বেলাতে তিনি ছিলেন ন্যায়নীতির বালাইহীন। নিজের স্বার্থসিদ্ধির জন্য গ্র্যানাডার মুসলিম রাজার সঙ্গে সন্ধি করেছিলেন তিনি; তাছাড়া উপর্যুপরি স্ত্রীর প্রতি পাশবিক আচরণের জন্য তিনি যথেষ্ট কুখ্যাতিও অর্জন করেন। তাঁর দুর্গ পেনাফিয়েলের অনতিদূরে ডমিনিকান সম্প্রদায়ের জন্য একটি মঠ নির্মাণ করেন হুয়ান ম্যানুয়েল এবং সন্ন্যাসীদের আদেশ দেন যেন তাঁরা তার আসল পাণ্ডুলিপি সংরক্ষণ করেন, যাতে প্রয়োজনে তাঁর কাজের মূল কপি দেখে নকল প্রতিলিপিগুলোকে সংশোধন করা যায়। যেসব স্প্যানিশ লেখকের প্রতিকৃতি পাওয়া গেছে তাঁদের মধ্যে তিনিই প্রথম। দ্য বুক অভ একজাম্পলস্ অভ্ কাউন্ট লাকানোর নামে পরিচিত তাঁর নীতিগল্পের সংগ্রহে এই ‘মুলতুবি রাখা জাদুবিদ্যা’ গল্পটি পাওয়া যাবে। গল্পটি আবিষ্কারের কৃতিত্ব হোর্হে লুইস বোর্হেসের।]

পাদটীকা : ১. উচ্চপদস্থ যাজক কিশেষ। ২. ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের জমিদারশ্রেণির প্রাচীন বংশোদ্ভব ভদ্রলোক। ৩. রোমান ক্যাথলিকদের অতি উচ্চপদস্থ যাজক। ৎ

আগমন, তাদের হাতে ডিনের জন্যে তাঁর চাচা বিশপের লেখা একটা চিঠি, সে-চিঠিতে বিশপ তাঁকে জানিয়েছেন যে তিনি বিষম বিমারে পড়েছেন, ডিন যদি তাঁকে জীবিত দেখতে চান তাহলে যেন তিলেক দেরিও না করেন। খবর শুনে ডিন তো একবারে বেয়াকুল হয়ে পড়লেন, কারণ, যার-তার নয়, খোদ তাঁর চাচার অসুখ, আর তাছাড়া এখন তাঁর জাদুবিদ্যার তালিমে বাধা পড়বে। শেষ অব্দি অবশ্য তিনি থেকে যাওয়াই স্থির করে বিশপের কাছে মাফ চেয়ে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন।

তিন দিন কেটে যাওয়ার পর আরো কিছু লোক এল শোক-পোশাক পরে, তাদের কাছে ডিনের জন্যে আরো একটা চিঠি, সেই চিঠি পড়ে তিনি জানতে পারলেন বিশপ আর ইহধামে নেই, এখন সবার আশা ডিনই বিশপ হিসেবে নির্বাচিত হন। পত্রে তাঁকে বলা হলো তিনি যেখানে আছেন সেখানেই যেন থাকেন, নির্বাচনের সময় ঘটনাস্থলে তাঁর না থাকাটাই ভালো হবে।

দশ দিন কেটে গেল, এবার এল চমৎকার ধরাচুড়া পরা দুই স্কোয়্যার৩, ডিনের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে তারা তাঁর হাতে চুমো খেয়ে বিশপ হিসেবে তাঁকে অভিনন্দন জানাল। দন ইলান তো এসব দেখে মহাখুশি, তিনি নতুন বিশপের দিকে এগিয়ে গিয়ে বললেন এমন খুশির খবর তারা তাঁর বাড়ি বয়ে নিয়ে আসায় তিনি ঈশ্বরকে শুকরিয়া জানাচ্ছেন। এরপর তিনি খালি হওয়া ডিনের পদে তাঁর ছেলেকে বসাবার জন্যে অনুনয় করলেন বিশপকে। বিশপ জবাব দিলেন ডিনের পদটা তিনি আগেই তাঁর নিজের ভাইয়ের জন্যে ঠিক করে রেখেছেন, তবে দন ইলানের ছেলের জন্যে গির্জায় একটা চাকরির ব্যবস্থা তিনি নিশ্চয়ই করবেন, তারপর তিনি মিনতি করে বললেন তাঁর ইচ্ছে তাঁরা তিনজনেই একসঙ্গে সান্টিয়াগোর উদ্দেশে যাত্রা করেন।

সান্টিয়াগো শহরে পৌঁছুলে পর বড়ই তমিজের সঙ্গে বরণ করে নেয়া হলো তাঁদের। ছয় মাস চলে গেল, তখন একদিন পোপের বার্তাবাহকেরা বিশপের সঙ্গে দেখা করে তুলুজ শহরের প্রধান বিশপের পদে বসবার অনুরোধ জানাল তাঁকে, আর তাঁর হাতেই ছেড়ে দিল একজন উত্তরাধিকারী ঠিক করার ভার। দন ইলান এ-কথা শুনে বিশপকে তাঁর আগের ওয়াদা স¥রণ করিয়ে দিয়ে সদ্য খালি হওয়া পদটা তাঁর ছেলেকে দেবার কথা বললেন। প্রধান বিশপ তখন বললেন বিশপের পদটা তিনি আগেই তাঁর আপন চাচা, তাঁর বাবার ভাইয়ের জন্যে ঠিক করে রেখেছেন, তবে তিনি যেহেতু কথা দিয়েছেন দন ইলানের উপকার করবেন, তাই তাঁর ছেলেকে নিয়ে এখন তাঁদের তুলুজ যাওয়াটাই উচিত হবে। এ-কথায় রাজি হওয়া ছাড়া আর কী-ই বা করার থাকে দন ইলানের!

তিনজন অতএব রওনা হলেন তুলুজ বরাবর; সেখানে পরম সমাদরে, সম্মানের সঙ্গে আর মাস্ গেয়ে বরণ করে নেয়া হলো তাঁদের। সেখানে বছর দুই কেটে যাওয়ার পর একদিন পোপের বার্তাবাহকেরা প্রধান বিশপের কাছে এসে তাঁকে জানাল তাঁর পদোন্নতি হওয়ায় এখন থেকে তিনিই কার্ডিনাল৩। তাঁর হাতেই তারা ন্যস্ত করল একজন উত্তরাধিকারী ঠিক করার ভার। এ-খবর শুনে দন ইলান কার্ডিনালকে তাঁর পুরনো ওয়াদার কথা মনে করিয়ে দিয়ে খালি হওয়া পদটা তাঁর ছেলেকে দিতে মিনতি করলেন। কার্ডিনাল তাঁকে বললেন প্রধান বিশপের পদটা তিনি তাঁর মাতুল, মানে তাঁর মায়ের ভাইয়ের জন্য আগেই ঠিক করে রেখেছেন; জবর এক বুড়ো মানুষ তিনি। তবে দন ইলান আর তাঁর ছেলে যদি তাঁর সঙ্গে রোম যায় তাহলে একটা-না-একটা ভালো সুযোগ জুটে যাওয়া মোটেই অসম্ভব কিছু নয়। দন ইলান তো সে-কথা মানবেন না মোটেই, কিন্তু শেষ পর্যন্ত রাজি তাঁকে হতেই হলো।

তিনজন অতএব রওনা হলেন রোমের পানে, সেখানেও পরম সমাদরে, মাস্ গেয়ে, মিছিল করে বরণ করে নেয়া হলো তাঁদের। চার বছর গেল, পোপ মারা গেলেন, আর তখন সব কার্ডিনাল মিলে আমাদের কার্ডিনালকেই পোপ হিসেবে ঠিক করলেন। এ-কথা শুনে দন ইলান এই পরম পূজনীয় মানুষটার পদযুগল চু¤¦ন করে তাঁকে তাঁর আগের দেয়া কথাটা স¥রণ করিয়ে দিয়ে কার্ডিনালের পদটা তাঁর ছেলের জন্যে চাইলেন। পোপ তখন দন ইলানকে বললেন তিনি তাঁর এই নাছোড় অনুরোধ-উপরোধে একবারে জেরবার হয়ে পড়েছেন, কাজেই তিনি যদি আরো ঝুলোঝুলি করেন তো দন ইলানকে তিনি গারদে ভরে রাখবেন, কারণ এ-কথা তো আর তাঁর অজানা নেই যে দন ইলান নেহাতই এক জাদুকর ছাড়া কিছু নন, তলেদোতে যিনি কিনা জাদুবিদ্যা শিখিয়ে বেড়ান।

বেচারা দন ইলান কোনোরকমে শুধু বলতে পারলেন তিনি স্পেনেই ফিরে যাবেন? পোপকে তিনি অনুরোধ করলেন দীর্ঘ সমুদ্রযাত্রায় তাঁকে যেন কিছু খেতে দেওয়া হয়। কিন্তু তাঁর এই মিনতিটাও রাখলেন না পোপ। দন ইলান তখন একেবারে ঠান্ডা গলায় বললেন (তাঁর মুখটা তখন আর আগের মতন নেই, কেমন অদ্ভুতরকম বদলে গেছে), ‘তাহলে আমি আজ রাতে যে-তিতিরের কথা বলেছিলাম তাই খাবো।’

সেই রাঁধুনি সামনে এসে দাঁড়াল, দন ইলান তাকে পাখিক’টা রোস্ট করতে বললেন। সঙ্গে সঙ্গে পোপ মশায় দেখতে পেলেন তিনি তলেদোর সেই মাটির নিচের কুঠুরিতে দাঁড়িয়ে আছেন, সান্টিয়াগোর সেই ডিন ছাড়া আর কিছুই নন তিনি, শরমিন্দা হয়ে এমনই তাজ্জব বনে গেছেন যে মুখে কোনো কথা ফুটছে না তাঁর। দন বললেন, এই পরীক্ষার পর আর কোনো কিছুর প্রয়োজন আছে বলে তাঁর মনে হয় না, ডিনকে তিনি তিতির পাখির রোস্টে ভাগ বসাতে দিতেও রাজি হলেন না, বরং বাইরে বেরোবার পথ দেখিয়ে দিয়ে যারপরনাই 888sport apk download apk latest versionভক্তির সঙ্গে তাঁকে বিদায় জানিয়ে এই কামনা করলেন যেন সহি সালামতে বাড়ি ফিরে যেতে পারেন তিনি।

  [স্প্যানিশ থেকে নরম্যান টমাস ডি জিওভানিকৃত ইংরেজি তরজমা থেকে।]

[চতুর্দশ শতকের স্প্যানিশ লেখক দন হুয়ান ম্যানুয়েল ছিলেন রাজা তৃতীয় ফারনান্দোর পৌত্র এবং দশম আলফনসোর ভ্রাতুষ্পুত্র। রাজনীতির বেলাতে তিনি ছিলেন ন্যায়নীতির বালাইহীন। নিজের স্বার্থসিদ্ধির জন্য গ্র্যানাডার মুসলিম রাজার সঙ্গে সন্ধি করেছিলেন তিনি; তাছাড়া উপর্যুপরি স্ত্রীর প্রতি পাশবিক আচরণের জন্য তিনি যথেষ্ট কুখ্যাতিও অর্জন করেন। তাঁর দুর্গ পেনাফিয়েলের অনতিদূরে ডমিনিকান সম্প্রদায়ের জন্য একটি মঠ নির্মাণ করেন হুয়ান ম্যানুয়েল এবং সন্ন্যাসীদের আদেশ দেন যেন তাঁরা তার আসল পাণ্ডুলিপি সংরক্ষণ করেন, যাতে প্রয়োজনে তাঁর কাজের মূল কপি দেখে নকল প্রতিলিপিগুলোকে সংশোধন করা যায়। যেসব স্প্যানিশ লেখকের প্রতিকৃতি পাওয়া গেছে তাঁদের মধ্যে তিনিই প্রথম। দ্য বুক অভ একজাম্পলস্ অভ্ কাউন্ট লাকানোর নামে পরিচিত তাঁর নীতিগল্পের সংগ্রহে এই ‘মুলতুবি রাখা জাদুবিদ্যা’ গল্পটি পাওয়া যাবে। গল্পটি আবিষ্কারের কৃতিত্ব হোর্হে লুইস বোর্হেসের।]

পাদটীকা : ১. উচ্চপদস্থ যাজক বিশেষ। ২. ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের জমিদারশ্রেণির প্রাচীন বংশোদ্ভব ভদ্রলোক। ৩. রোমান ক্যাথলিকদের অতি উচ্চপদস্থ যাজক।