সুহিতা সুলতানা
(কবি জীবনানন্দ দাশকে নিবেদিত)
মানুষ বারবার নিজের কাছেই ফিরে ফিরে আসে
কখনো কখনো খুব কাছ থেকে মৃত্যুকে অসম্ভব
মনে হলেও হাটু মুড়ে মুখোমুখি বসে। জীবন ঘাসের
চেয়েও ছোট আরো ছোট! অগ্রহায়ণের এমন দিনে
শূন্যতায় উড়ে উড়ে যায় স্বপ্ন ও 888sport sign up bonusর অনিশ্চিত
দূরত্ব! শ্যামল ছায়ায় বদ্ধ জলাশয় উঠে এলে
অস্বস্তির লবণাক্ত ক্লান্তি দিবসের তাবৎ অস্থিরতা
ক্রমশ উলঙ্গ করে তোলে দৃশ্যপট। চোরাবালির
নিচে মৃত্যু, স্বপ্ন ও জাদুবাস্তবতা কর্দমাক্ত সৈকতে
খুঁজতে থাকে জাদুর বল। ঈর্ষার গহ্বরে মানুষই নগ্ন
হতে থাকে, চোখের কার্নিশে লাল কাঁকড়ার স্বপ্নহীন
ধানসিঁড়ি নদী আজ বরফের মতো ঠান্ডা আর রংহীন
আমি যখন এভাবে মৃত্যুকে শনাক্ত করলাম তখন
কোথাও তুমি ছিলে না শাদা কফিনের শূন্যতায়
ভেসে যাচ্ছিল স্তব্ধতা আর বিষাদের হিমগাড়ি

Leave a Reply
You must be logged in to post a comment.