কী বিনিন্দিত বেদনার কারুকাজ ঝুলে আছে দেখো – বাতাসের কার্নিশে আর ধ্বস্ত মেঘের মিনারে – অথচ আমি তো কেবল কুড়াতে চেয়েছি সমবেত বকুলের শোভা, সংগীতজ্ঞ পাখিদের কাকলি আর সামান্য অনুরাগের অস্পষ্ট ইশারা – মোমের আলোতে জ্বলে ওঠা তোমার নম্র মুখের স্নিগ্ধতার মতো –
এমন সুতীব্র অসুখের দিনে তোমার উজ্জ্বল অগোছালো 888sport sign up bonus নির্ভুল ওষুধের মতো কাজ করে – নীরব রাত্রির মতো মৌন হয়ে আসে জীবাণুর শোরগোল – আমরা তখন জ্যোতির্ময় মহাকাশে নীরবে সাঁতার কাটি দুজন –
তুমি চোখ মেলো, মেঘেদের শোভাযাত্রায় তা একটি মশাল হয়ে জ্বলে ওঠে – যদি হাসো, গম্ভীর বজ্রের মাঝে যেন বেজে ওঠে সুরেলা পাখির কণ্ঠস্বর –
ওই যে অসংখ্য যতিচিহ্ন, জ্যোতির ভেতরে – চলো সরে দাঁড়াই, বেদনার আকাশটুকু ওরা ধীরে ধীরে পার হয়ে যাক –

Leave a Reply
You must be logged in to post a comment.