যত্নে থাকুক সূর্যোদয়,
আমাদের রাজপথ, দুপুরের ভেজা রোদ,
শ্রাবণের মেঘ, বসন্তের দিন,
যত্নে থাকুক।
যত্নে থাকুক আমাদের প্রেম ভালোবাসা,
যাবতীয় কথা, ঝিলিমিলি আশা
গৃহস্থের সুখ, গৃহিণীর মায়া
ভোরের কুসুম, দুরন্ত রেলের গাড়ি, শীতে ভেজা
দোহারপাড়া, গোয়ালঘর, পথের মানুষ।
নদী ও নদের চেনাজানা।
যত্নে থাকুক, মেঘেদের ঘরবাড়ি, পুতুলের সংসার
বালকের ঘুড়ি, বালিকার খাতার পাতায়,
আমাদের কথন পঠন।
যত্নে থাকুক ওষ্ঠে অধরে আমার মাতৃভাষা।
যত্নে থাকুক ওরা, যারা ঘুমিয়ে আছে কবরের স্নেহে
মায়ের আদরে, ঝরাপাতাদের সাথে,
তাদের জানায় প্রণতি ধ্রুবতারা।
আকাশের ভেজা চোখ
বাংলার ছয় ঋতু। সমুদ্রের ঢেউ। টুঙ্গিপাড়া
যত্নে থাকুক
আমার 888sport apps, গোলাপ কুসুম
ভোরের শিশির, শিউলি ফোটার দিন।
মায়ের আঁচল, পিতার জায়নামাজ। মৌমাছিদের নাচানাচি
শ্রমিকের ভেজাশার্ট, আমার শখের মার্বেল। পুরাতন সাইকেল,
মাঝি আর পালতোলা নাও, ধুলোবালি, মেঠোপথ,
শঙ্খের ধ্বনি, সকলেই থাকুক।
আমার গৃহে আমার পিতা যত্নে থাকুক হাজার বছর।
বাংলার ঘরে ঘরে।
শেখ মুজিবুর রহমান।

Leave a Reply
You must be logged in to post a comment.