যার হদিস নেই

দূর অতীত যে অনতিক্রম্য, অগম্য,

তার কাছে যাবার কোনো উপায় নেই,

তবু, 888sport sign up bonusকণায় যে ভরে থাকে মন,

ভবিতব্যের হাতে সবকিছু ছেড়ে দেই!

কার মুখ আর দেখবো পেছন ফিরে –

এই রুক্ষ, শূন্য, বিবর্ণাতুর অবেলায়,

সবই ধোঁয়াশা এখন, কুজ্ঝটিকার মতো,

নতমুখে ফিরে যাই অতীত আঙিনায়!

কার মুখ জীবন্ত জেগে থাকে এই মনে

কার ছায়া নিশিদিন পিছু পিছু আসে -,

কার 888sport sign up bonus জাগিয়ে রাখে নির্ঘুম রাতে

কার স্বর সারাবেলা হাওয়ার কণায় ভাসে!

সময়ের সিঁড়িটা টানে অলীক ব্যথার মতো,

সে কি সত্যিই ছিল কোথাও, নিগূঢ় ক্ষত!