এই রক্ত ও রোদন ভরা
বিষাদ বসন্তে –
সন্ধ্যার কিছুটা আগে
ছেঁড়া চিরকুট হাতে হেঁটে যাই
গোধূলির লালাভ আলোয়
এক রক্তজবার বনে!
চেরাকাঠে বীণা বেজে উঠতেই
বুঝি ফের এসে গেছে বিলাপ বসন্ত –
আবারো শোনা যাবে সেই
রক্তফেন গ্রামোফোন
ভুল সুরে গাঁথা পাপের পয়ার
হারানো প্রেমের সারগাম!
তবুও এ বসন্তে
তোমার পায়ের ছাপ ধরে হেঁটে যাই –
হাওয়ায় হাওয়ায় উড়ে যাওয়া ছেঁড়া চিরকুট
মুঠোয় তুলে নিতেই টের পাই
আমার সমস্ত প্রেম হারিয়ে গেছে গোধূলির সান্ধ্যগানে –
কোনো এক রক্তজবার বনে!

Leave a Reply
You must be logged in to post a comment.