কতদিন এভাবে রক্ত-তখতের ওপর বসে রব – দাও ডালিম ও দ্রাক্ষার রস –
কর্পূরের সুগন্ধে কী ভাষা থাকে, গোলাপের পাপড়িতে থাকে কোন কোন অনুপলব্ধ অভিমান? রঙের মধ্যে কে সেরা, তা নিয়ে কি ঈর্ষাযুদ্ধ চলে রঙধনুর
শিরা-উপশিরায়? মরূদ্যান থেকে ফিরে ওসব নিয়ে ভাবব না হয় –
এই রক্তপ্রবাহ নিষ্ঠুর, প্রাণঘাতী – এবার বিনোদ বৃষ্টি চাই – ময়ূর খুলুক পেখম – মেঘেরা আসুক – নাচুক সহাস্য বালিকা – আমিও বাজাই বাঁশি ব্রজবাসী কানাইয়ের মতো –

Leave a Reply
You must be logged in to post a comment.