রবিউল হুসাইনের 888sport app download apk ওড়ে জীবনের শত পতাকা


থাটা বলেছিলেন বোর্হেসই, একটা বিশেষ সময়ে একজন ব্যক্তিমানুষ যে-অভিজ্ঞতার ভেতর দিয়ে তাঁর সময়টা অতিক্রম করেন, সে-অভিজ্ঞতাই তাঁর লেখায় প্রতিফলিত হয়। শুধু বোর্হেস নন, 888sport live chat888sport live footballে নিবেদিত প্রত্যেক মানুষের কথা এটি। বোর্হেস এ-বিষয়টিকে আয়নার রূপকে তুলে ধরেছেন, ‘888sport live chat হচ্ছে সেই আয়না যা আমাদের মুখটাকে দেখতে সাহায্য করে।’ এই মুখ, বলা বাহুল্য, আমাদের মনোজগতের প্রতিবিম্ব, অর্থাৎ সৃষ্টিশীল রচনা। পুনরুক্তি হলেও রবিউল হুসাইনের 888sport app download apk-প্রসঙ্গে এ-কথাগুলো উল্লেখ করছি এই কারণে যে, রবিউল হুসাইনের সামগ্রিক 888sport live chatযাপনেরই অংশ হয়ে উঠেছিল তাঁর 888sport app download apk। এটা ঘটতে শুরু করেছিল তাঁর লেখক-জীবনের শুরু থেকেই। তিনি শুধু একজন কবি নন, ছিলেন আমাদের
সমকালীন জাতিগত সাংস্কৃতিক আন্দোলন ও চর্চার পুরোধা ব্যক্তিত্ব। কতটা তিনি এসবের সঙ্গে সংযুক্ত ছিলেন, কতটা এ-বিষয়গুলো তাঁর সৃষ্টিশীলতাকে প্রভাবিত করেছিল, অপ্রয়োজনীয় 888sport live শীর্ষক তাঁর 888sport live-সংকলনটির লেখাগুলো পড়লেই তা বোঝা যায়।

দুই
রবিউল হুসাইনের সৃজনীসত্তার অনেক সূত্র অপ্রয়োজনীয় 888sport live বইটির একত্রিশটি 888sport liveে নানাভাবে উৎকীর্ণ হয়ে আছে। বিশেষ করে 888sport app download apk নিয়ে যেসব 888sport live তিনি লিখেছেন, সেসব 888sport liveে তাঁর 888sport app download apk-সম্পর্কিত ভাবনার কথা পাওয়া যায়। সেইসঙ্গে অন্য 888sport liveগুলোতে তিনি কীভাবে আমাদের সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে যুক্ত ছিলেন, তারও বিবরণ আছে; আর ওই বিবরণের মধ্যেই তাঁর 888sport live chat-সংস্কৃতি সম্পর্কিত ভাবনার সূত্রগুলো রয়ে গেছে।
888sport app download apkয় একধরনের ‘অঙ্গীকার’ থাকে আর তা হলো ‘ভালো 888sport app download apk লেখা।’ ‘সাম্প্রতিক কবি ও 888sport app download apk’র কিছু কথা শীর্ষক 888sport liveটি এভাবে শুরু করে রবিউল হুসাইন লিখেছেন, ‘888sport app download apkর কথার মধ্যে থাকবে ভবিষ্যতের বীজ, যেগুলো পরবর্তীকালে এক-একটি শূন্য বা ফসলে রূপ নেবে এবং সেখান থেকে আবার বীজ ও শস্যের জন্ম হবে। এভাবেই চলবে এর পরম্পরা।’ কবিকে, কৃষকের রূপকে উপস্থাপন করে লিখেছেন, ‘সমগ্র মনুষ্য পরিবারের’ সচেতন প্রতিনিধি হিসেবে কবির অঙ্গীকার হচ্ছে ‘মানুষের অধিকার’কে 888sport live chatে রূপান্তরিত করা। 888sport app download apk হচ্ছে সবকিছুর সারসংক্ষেপ : বোধ, দর্শন, বিবেচনা, জ্ঞান, ধারণা, হিংসা, প্রেম, ঘৃণা, যুদ্ধ, হত্যা, ধূর্ততা, শঠতা, ক্লেদাক্ততা, অনুভব, অবমাননা, প্রতিটি মানবিক পঞ্চইন্দ্রিয়জাত বোধের প্রকাশ। এ-888sport app download apk যিনি লিখবেন, সেই কবিকে হতে হবে ‘আধুনিক, উদার, দৃষ্টান্তমূলক, আদর্শ ও অগ্রসরমান।’ তিনি ক্ষুদ্র স্বার্থ ও সুযোগসন্ধানী মনমানসিকতা ত্যাগ করে ‘মানবিক ধর্মে দীক্ষিত’ হয়ে ‘মুক্তবোধচর্চার ফসল’ হিসেবে 888sport app download apk রচনা করবেন। কবির এই ভূমিকার কথা বলার পাশাপাশি কবি-প্রসঙ্গে আরেকটি রূপক ব্যবহার করেছেন তিনি, সেটা হলো চিকিৎসকের :
সাধারণভাবে 888sport app download apk একটি নিয়মিত ব্যক্তিগত উচ্চমার্গীয় রোজনামচা লেখার নিয়তি, একা একা নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা বা হৃদয় ও বোধসংক্রান্ত যাবতীয় চর্চায় আমূল নিমজ্জিত থেকে, নিজে চিকিৎসক সেজে নিজের হৃদয়ে রক্তক্ষরণ অসহায়ভাবে দেখা। সৃষ্টিশীলতা প্রকাশ পায় নিত্যনতুন বোধের প্রকাশে, শব্দের মাধ্যমে। এখানে কবি হন চিকিৎসক, আবিষ্কারক, সৃষ্টিশীল একজন স্রষ্টা, নিত্যনতুনপ্রয়াসী, চিরজাগরূক ও অনুভূতিসম্পন্ন।
রবিউল হুসাইনের মতে, এই হচ্ছেন কবি। এই সংবেদনার পাশাপাশি 888sport app download apkর কলাপ্রকরণ নিয়েও কবিকে সচেতন হতে হবে। অনায়াসলব্ধ 888sport live chatসুষমাহীন ক্লিশে শৈলীকে পরিহার করে ‘888sport live chatগুণসম্পন্ন’ 888sport app download apk লিখতে হবে কবিকে। এ-কথাটি অভূতপূর্ব নয়, অনেক কবিই 888sport app download apkর রচ888sport promo codeতির বিশিষ্টতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। কিন্তু রবিউল হুসাইন কীভাবে সেটা দেখেছেন, সে-দিকটিও তাঁর 888sport app download apkর চারিত্র্য উন্মোচনে সহায়ক হতে পারে। তিনি বেশ স্পষ্ট করেই বলেছেন, 888sport app download apk ‘নিয়মসর্বস্ব একটি শৈলী’। ‘তুমি-মার্কা’ 888sport app download apkর সৃষ্টি হোক; কিন্তু তা 888sport live chatগুণসম্পন্ন হতে হবে। তিনি লক্ষ করেছেন, 888sport app download apkচর্চা এদেশে এখন পর্যন্ত দৈনিক পত্রিকার মাধ্যমেই হয়ে আসছে। প্রতি সপ্তাহে বিপুলসংখ্যক 888sport app download apk, গল্প, 888sport live ছাপা হচ্ছে কিন্তু 888sport live footballের মান বাড়ছে না। এখন কবির ‘মাথায় ও বোধে হাজারটা অ্যান্টেনা জুড়ে দেওয়া’ আছে এবং ‘888sport app download apk গঠনমূলক, সৃষ্টিমূলক, অবশ্যই এর নিয়মনীতি নির্দিষ্ট’ আছে। এসবের মধ্য থেকে কবিকে ‘নতুন পথের সন্ধানে ব্রতী হতে হবে যুগের এবং সময়ের প্রয়োজনে। এই বিষয়ে কর্ষণ ও আহরণ খুবই প্রয়োজন। স্বভাব-কবির যুগ এখন নেই, স্বাভাবিক কবির যুগ এখন। এখনো যেহেতু 888sport app download apk সর্বগ্রাসী, সর্বত্রগামী সেইজন্য কবিকেও অভিজ্ঞতা ও জ্ঞানের জন্য এইরূপ পরিণত হওয়ার প্রয়াসে নিয়মিত হতে হবে।’
রবিউল হুসাইন এই যে কথাগুলো বললেন, তা ছিল তাঁর পরিণত জীবনের ভাবনা। কিন্তু কবিজীবনের শুরুতেই তিনি বুঝেছিলেন যে, গতানুগতিক পথে নয়, প্রচলিত নান্দনিক রীতি আর ভাবাদর্শকে পরিহার করে বা কম গুরুত্ব দিয়ে 888sport live footballচর্চায় নিবেদিত হতে হবে। এই লক্ষ্যেই গত শতকের শেষদিকে তিনি যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার ছাত্র, তখন না নামে একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করেন। সতীর্থ কবি-যশোপ্রার্থীদের সঙ্গে নিজে জোর দিয়েছিলেন ‘অভিজ্ঞতা ও জ্ঞানের’ ওপর। লিখতে শুরু করেছিলেন নতুন ধরনের 888sport app download apk। ফরাসি কবি অ্যাপলেনিয়রের দ্বারা প্রভাবিত ছিল সেসব লেখা। 888sport app download apkর সম্পূরক, যাকে তিনি বলেছেন ‘ছবির রেখা’ বা ‘ছবিতা’, তাই দিয়ে 888sport app download apk রচনা করেছিলেন। নিজেই জানাচ্ছেন :
এই রকম দুটো 888sport app download apk এঁকে লিখেছিলাম, মাতাল এবং সাপ। এছাড়া লম্বিত খাড়া এবং আনুভৌমিক লাইনের আঁটসাঁটবদ্ধতাধর্মী 888sport app download apkও ছিল। বক্তব্য, বিষয় ও ছবি মিলে এই প্রয়াস খুব দুরূহ আর ছাপাছাপিও বিশেষ মনোযোগ ও কষ্টের। এরকম কংক্রিটধর্মী 888sport app download apkর বোধহয় এখানে সেবারই সর্বপ্রথম সূচনা হয়। যদিচিহ্নহীন, ঠাসবুনুনি, লাইনন্দী, জগদ্দল শব্দমালা দিয়ে 888sport app download apk, অঙ্কের যোগ, গুণ, ব্রাকেট দিয়ে এবং সর্বোপরি প্রেমহীন যৌনতার বাড়াবাড়ি, যৌনহিংসা অথবা যৌনক্ষুধাসম্বলিত প্রগলভপূর্ণ যৌনপলায়নী মনোবৃত্তিমূলক সাবলীল উচ্চারণে পঙ্ক্তিমালা রচিত হয়েছিল।
এ-সময়েই প্রকরণের দিক থেকে নতুন ধরনের 888sport app download apk রচনার পাশাপাশি বিষয়-ভাবনারও প্রসারণ ঘটছিল নানা ধরনের পশ্চিমী ভাবার্পণের মাধ্যমে :
888sport appর 888sport live football আবহাওয়াতে তখন ক্ষুদে পত্রিকার ধুম। বিলেত আর আমেরিকার বীট, রাগী, কলকাতার হাংরি বা ক্ষুধার্ত গোষ্ঠীর লেখালেখি আর ওদিকে সার্ত্রের অস্তিত্ববাদী গল্প-888sport alternative link এবং এর সঙ্গে কামু-কাফকার অন্ধকারমগ্ন 888sport live chatসাক্ষাৎ আমাদের হয়েছে। ককতো-রায়-বেরীম্যানের live chat 888sport এবং লুই কানের স্থাপত্য সব চাক্ষুষ দেখেছি। রাজনীতিতে ভাষা আন্দোলন থেকে জাতীয়তাবাদী মানসিকতার রূপরেখা ও তার বাস্তবায়ন-প্রক্রিয়া চলছে দ্বিজাতিতত্ত্বের সৃষ্টি পাকিস্তানি ঔপনিবেশিকতায়। এক ধরনের মানস-ছুট্ সেই আবহাওয়ার আবেশ।
উল্লিখিত উদ্ধৃতির শেষের দিকে যে ‘পাকিস্তানি ঔপনিবেশিক’ প্রক্রিয়ার কথা বলেছেন রবিউল হুসাইন, পরবর্তীকালে স্বাধীনতা-উত্তর সময়পর্বে দেখা যাবে 888sport app download apk রচনা ছাড়াও কবিদের মানবিক শ্রেয়োবোধের প্রতি একধরনের ‘বিশ্বাস ও প্রত্যয়’ থাকা উচিত বলে উল্লেখ করেছেন। কাজও করেছেন এর সপক্ষে।
কবিহৃদয় সবসময় সুন্দরের মঙ্গলের এবং কল্যাণের জন্য আকুল। দুঃখ-বেদনা, জাগতিক ও মানসিক অনাকাক্সিক্ষত কোলাহল, সামাজিক ও দৈশিক অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তসমূহ, ব্যক্তিগত ও মনোগত উপেক্ষা, অপমান ও অবিচার Ñ সবকিছুর উজানে জেগে রয় স্বপ্ন ও আলোকের উজ্জ্বল বিকিরণ। মানুষের শ্রেয়োবোধের উত্থান ও পরিচর্যা সব 888sport live chatেরই মুখ্য উদ্দেশ্য।
জীবনানন্দ দাশের 888sport app download apkর আলোচনা প্রসঙ্গে এই কথাগুলো বলেছিলেন রবিউল হুসাইন। কথাগুলিকে বিস্তৃত করে আরো জানিয়েছেন, ‘কবির যাবতীয় বোধ আর চেতনা অন্ধকারের ভেতরে শাশ্বত আলোকবর্তিকার মতো উদ্ভাসিত Ñ সবই প্রভাত, সবই সূর্যোদয়।’ 888sport app download apk হচ্ছে এই মহত্তম অনুভবের শাব্দিক রূপ আর প্রগাঢ় উচ্চারণ। দ্বন্দ্ব ও সংঘাতময় পরিবেশ-প্রতিবেশে 888sport app download apk আশা ও স্বপ্নের কথা বলে যায়।
আমরা মানুষ মাত্রই বেদনার সন্তান। পৃথিবীর সভ্যতা, ইতিহাস সমাজ সব এগিয়ে যাচ্ছে; কিন্তু দিন দিন মানুষের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে কিংবা বলা যায় পিছিয়ে যাচ্ছে ক্রমাগতভাবে। এই বৈরী-বিপরীত পরিবেশেও মানুষ পরাজিত হয় না, তার স্বপ্নের ভেলা সংঘাতময় জলস্রোত পাড়ি দিয়ে তরতর করে আগুয়ান হয়, মানুষের জয়গান গায় আর স্বপ্নের কথা বলে।
মানবজীবনের এই বিপ্রতীপ অনুভবই 888sport app download apk। এই অনুভবই মানবধর্মের লক্ষ্য বলে মনে করেছেন রবিউল হুসাইন :
888sport app download apk যেন ধ্যানের গভীরতম অনুভব যা সন্ন্যাসব্রতের কথা মনে করিয়ে দেয়, আরও মনে করায় 888sport app download apk এক পবিত্র জীবনঘন ও প্রকৃতিঘন আত্মোপলব্ধির মন্দ্রিত মন্ত্রপূর্ণ উজ্জ্বলিত উচ্চারিত মানবধর্মের সারাৎসার।
উল্লিখিত আলোচনা থেকে সহজেই 888sport app download apk সম্পর্কে রবিউল হুসাইন কী ভাবতেন, সূত্রবদ্ধ করা যায় :
[১] 888sport app download apkয় কবির থাকতে হয় একধরনের অঙ্গীকার যা
ভবিষ্যপ্রসারী।
[২] কবি সমগ্র মনুষ্য-সমাজের সচেতন প্রতিনিধি।
[৩] 888sport app download apk মানবীয় বোধের প্রকাশ। মানবিক প্রতিটি বিষয়
888sport app download apk ধারণ করে থাকে।
[৪] কবি হবেন মানবধর্মে দীক্ষিত। মুক্তবোধসম্পন্ন মানুষ।
[৫] মানুষের যন্ত্রণা-আর্তি কবি হৃদয় দিয়ে উপলব্ধি করেন।
[৬] 888sport app download apkয় থাকে নিয়মবদ্ধ শৈলী।
[৭] 888sport app download apkকে হতে হয় 888sport live chatগুণসম্পন্ন সৃষ্টি।
[৮] 888sport app download apkয় অভিজ্ঞতা ও জ্ঞানের ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।
সমস্ত 888sport live chatই হয়ে উঠতে পারে এই জ্ঞান ও অভিজ্ঞতার
উৎস।
[৯] 888sport app download apk রচনা করতে হবে মানবিক শ্রেয়োবোধের ওপর
ভিত্তি করে।
[১০] 888sport app download apk হচ্ছে মহত্তম অনুভবের শাব্দিক প্রগাঢ় উচ্চারণ।
[১১] দ্বন্দ্ব-সংঘাতের কথা 888sport app download apkয় থাকবে, তবে কবি লিখবেন
আশা ও স্বপ্নের কথা।
[১২] 888sport app download apk আত্মোপলব্ধিজাত মানবধর্মের সারাৎসার।

তিন
আন্তোনিয়ো মাচাদো একবার বলেছিলেন, ‘কবিদের হাতে রয়েছে সূক্ষ্ম তন্তু, এই তন্তু দিয়েই আমাদের স্বপ্ন, শুধুই স্বপ্ন, বুনে যেতে হবে।’ এই বুনে যাওয়াটাই একধরনের বৃত্ত। রবিউল হুসাইনের মধ্যেও এই বৃত্তাবদ্ধ মানুষের বোধটাই প্রখর। বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত তাঁর আমগ্ন কাটাকুটি খেলা (২০১২) কাব্যগ্রন্থের শুরুর 888sport app download apkটির একটা অংশে আছে :
ঘুরছি আমি ঘুরছি আমি জীবন নিয়ে
আমিই আমার লাটিম হয়ে নিরবধি
ঘুরছি আমি বৃত্তের ভেতর ঘুরছি আমি
ঘুরছি আমি ঘুরবো আমি
মধ্যবৃত্তে মৃত্যুবধি ঘুরছি আমি অবিরত
ঘুরছি আমি ঘুরছি আমি
ঘুরছি আমি ক্রমাগত।
‘লাটিম’ নামের 888sport app download apkর এটাই হচ্ছে অন্তিম স্তবক। 888sport app download apkটিতে লাটিমের রূপকে ব্যক্তিমানুষের বৃত্তাবদ্ধ জীবনের কথা বলা হয়েছে। 888sport app download apkটার শুরু একধরনের পর্যবেক্ষণ থেকে। 888sport app download apkর কথক, হয়তো কবি নিজেই, জানাচ্ছেন, তার একটা পেয়ারা কাঠের লাটিম ছিল। মাটির ’পরে বৃত্ত এঁকে তার ভেতরে শব্দ করে লাটিমটা ঘুরত। লাটিমের স্থানে আমরা যদি মানুষকে প্রতিস্থাপন করি, তাহলে 888sport app download apkটার অর্থ আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তবে একেবারে স্থির নয় এ-জীবন। দ্বিতীয় স্তবকেই সে-কথা আছে : আগে ছিল ‘বৃহৎ জীবন ক্ষুদ্র বৃত্ত’ আর ‘এখন অনেক ক্ষুদ্র জীবন বৃহৎ বৃত্ত।’ শৈশবের বৃত্তাবদ্ধ উন্মুক্ত জীবনের ক্ষুদ্র বৃত্ত থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের বৃত্তটাও যে বড় হয়ে ওঠে, সে-কথাই বলা হয়েছে এই 888sport app download apkয়। আর এই বৃত্তটা হচ্ছে ‘মধ্যবিত্তে’র বৃত্ত। আমাদের মতো দেশগুলোর মানুষের এই হচ্ছে ভবিতব্য। বৃত্ত আছে আবার তা অতিক্রমও করা যায় না। সিরাজুল ইসলাম চৌধুরীর ভাষায় ‘অনতিক্রান্ত বৃত্ত’। 888sport app download apkটি আবার মাত্রাবৃত্ত ছন্দে লেখা বলে বৃত্তবোধটি এই 888sport app download apkয় শৈলী ও বোধে সমীকৃত হয়ে গেছে।
রবিউল হুসাইনের 888sport app download apkয় এই যে বৃত্তাবদ্ধ মানুষের কথা পাওয়া গেল, এই মানুষ মূলত বিপন্ন। বিপন্নতার ছবিটিই তাঁর 888sport app download apkর প্রধান উপজীব্য বিষয়। এই বিপন্নতার দিকটি স্পষ্ট হয়ে যায় যখন তিনি ফিরে যান অতীতে। অতীত থেকে যখন তিনি সমকালে সরে আসেন, তখন বর্তমানকে নিয়ে হয়ে পড়েন বিশ্লেষণপ্রবণ। আত্মজিজ্ঞাসা, আত্মউন্মোচন, আত্মদীর্ণ হতে দেখি তাঁকে। রবিউল হুসাইনের 888sport app download apkর কেন্দ্রে যেন কবির অধিষ্ঠান। প্রধান কথক কবি নিজেই। আধুনিক লিরিকের এটাই প্রধান বৈশিষ্ট্য। অধিকাংশ আধুনিক 888sport app download apkই আত্মজৈবনিক, সেইসঙ্গে স্বীকারোক্তিমূলক। ওই কাব্যগ্রন্থের দ্বিতীয় 888sport app download apkটিতেও পাচ্ছি আরো একটু প্রসারিত বিপন্নতার কথা : 888sport sign up bonus-বোধ-বিপন্নতার বিমিশ্র ভাবচ্ছবি।
এখানে রবিউল হুসাইনের 888sport app download apkর আরেকটি বৈশিষ্ট্যের কথা বলি। গল্প, তাঁর 888sport app download apkয় গল্প থাকে। 888sport app download apk বলে গল্পগুলো নিটোল নয়, অনুভূতিকে অনুসরণ করে গল্পগুলো 888sport app download apkয় আবছায়ার মতো ধোঁয়াশাপূর্ণ। বইটির দ্বিতীয় 888sport app download apk ‘ঘনিষ্ঠ বন্ধু ছিলো যারা’। নামেই আভাস পাওয়া যাচ্ছে গল্পের। 888sport app download apkটির শুরুতেই মানবিক বিপন্নতার কথা, ‘একদার আপন মানুষের একরৈখিক চোখগুলো/ আজ নিরুপায় দর্শক হয়ে দেখে/ বালিয়াড়ির ঢিবিতে শিশুচাঁদ সব/ ডুবে যায় …।’ এই যে আপন মানুষ, এরা হচ্ছেন কবির বন্ধু। ভীষণ বিপন্ন। একসময় যারা ছিল ছল্ছল্ ঝর্ণা, তারা এখন ‘মরা রোদের উত্তাপহীন শুকনো পাথর’। যে ছিল সর্বক্ষণ ঝুম্ঝুম্ নূপুর, সে এখন ডোবাজলের মরামাছি। যে ছিল খুব কাছের টইটম্বুর পুকুর, আজ সে অনুভূতির আবেগহীন বিধ্বস্ত দেয়াল। সে-সময় কেউ কেউ ছিল ‘শূন্য বুকের ধু ধু প্রান্তর’, কিন্তু এখন তারা কেবলি ‘ধূপছায়ার হাওয়াহীন নিশ্চল ছায়াহরিণ’। বিপ্রতীপ এই যে অবস্থান ও পরিস্থিতির বর্ণনা দিলেন কবি, তার কেন্দ্রে আবার তাঁরই অবস্থান : ‘আমি নাকি ডানা ভাঙা মরা পাখি পুরোনো/ ছেঁড়া শাড়ি কিংবা বিপন্ন ভাঙা বাড়ি।’ মানুষের সঙ্গে মানুষ ঘনিষ্ঠ হলেই বন্ধুত্ব হয় না। কেবল বন্ধুত্ব হলেই সেই সম্পর্ক 888sport live chatময় বন্ধুত্বে রূপান্তরিত হয়। এ উচ্চারণ অনেকটাই দার্শনিক। কিন্তু এর পরে যে-কথাটি বললেন কবি, তাতে দার্শনিক বোধটি স্পষ্ট হয়ে যায় : ‘এ জগৎসংসারে সব সম্পর্কই সামান্য ও সাময়িক’। বন্ধুত্বের বিষয়টি যেমন সুখের, তেমনি বিপন্নতার কথাও কবি বলেছেন বেশ সহজভাবেই। কবি-কথক লক্ষ করেছেন, যারা ছিল ঘনিষ্ঠ বন্ধু, তাদের অনেকেই আজ প্রবাসী, কেউ কেউ প্রবাসেই নিখোঁজ হয়ে গেছে। শুধু প্রবাসে চলে যাওয়ার কারণে নয়, দেশেই পাশাপাশি থাকা সত্ত্বেও বিচ্ছিন্নতা আমাদের গ্রাস করে :
পাশেই থাকে একই পাড়াতে বহুদিন
হয় না দ্যাখা, দ্যাখা হলেও হাত নেড়ে হ্যালো বলা
পর্যন্তই কারো কারো দেশে থেকেও প্রবাসী জীবন
কোনো শহরে কিংবা গ্রামে বহুদিন কোনো সংবাদ
জানি না শুধু দূর থেকে শুনি সুখেদুঃখে
ভালোই আছে ছেলেমেয়ে বউঘর নিয়ে তারা আজ।
রবিউল হুসাইনের 888sport app download apkয় যেহেতু গল্প থাকে, ফলে, অধিকাংশ 888sport app download apkই দীর্ঘ হয়। মানবিক সম্পর্কের রূপটিও আবার যেহেতু ব্যাপক, ফলে, মানবিক সম্পর্কের ব্যাপ্তিও লক্ষণীয়। তাঁর 888sport app download apkয় থাকে গল্পের ডিটেইলস। 888sport app download apkর সমাপ্তিও ঘটে পূর্ণাঙ্গ একটি গল্পের তৃপ্তিদায়ক পরিসমাপ্তির মতো। তবে পরিসমাপ্তিটা তৃপ্তিদায়ক হলেও বিপন্নতার ছবিটি কখনো মুছে যায় না, বরং মনোলোকে বিপন্নতার তীব্র অভিঘাত সৃষ্টি করে শেষ হয় :
এই মধ্যপথাবলম্বী মধ্যবিত্তের বিবর্ণ সময়ে মনে হয়
একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের
একটি জীবনের সঙ্গে আরেকটি জীবনের সম্পর্ক এখন
একটি সবুজ দুঃখী গ্রামের সঙ্গে একটি স্বচ্ছ
অসুস্থ নদীর একটি খঞ্জ বোবা ভিখিরির সঙ্গে
একটি জনশূন্য পোড়োবাড়ির একজন বিপন্ন
পথিকের সঙ্গে একজন বিষণœ স্বৈরিণীর
এই পরিসমাপ্তি, লক্ষ করলে দেখা যাবে, ছিন্ন-বিচ্ছিন্ন ছেঁড়াখোঁড়া কয়েকটি ছবি নির্মাণের মধ্য দিয়ে শেষ হলো। মধ্যবিত্ত-জীবনের বিচ্ছিন্নতা ও বিপন্নতার দিকগুলো পূর্ণায়ত হয়ে উঠল।
আমগ্ন কাটাকুটি খেলা কাব্যগ্রন্থের ‘মই ও বেশ্যা’ 888sport app download apkটিও মধ্যবিত্তের অবস্থান ও দৃষ্টিকোণ থেকে রচিত। এ-888sport app download apkটিও দীর্ঘ। একই রকম আঙ্গিক, অর্থাৎ গল্পের মতো এর ন্যারেটিভের ধরন। মধ্যবিত্তের জীবন আবার প্রাধান্য পাচ্ছে এ-888sport app download apkয়। মধ্যবিত্তের জীবনাচরণ, ক্ষুদ্রতা, কূপম-ূকতা, সংকীর্ণতা এ-888sport app download apkর বিষয়। দার্শনিক উচ্চারণও আছে 888sport app download apkটির শেষদিকে। মধ্যবিত্তের বৃত্তটিকে প্রশ্নবিদ্ধ করে, তার পতনের প্রতিও ইঙ্গিত করেছেন কবি। 888sport app download apkটির কথক বা ন্যারেটর নিজের বৈরী অবস্থানেরও বর্ণনা দিয়েছেন কঠোর ভাষায়। শেষদিকে দৃষ্টিভঙ্গিগত প্রতিরোধও প্রাধান্য পেয়েছে।
শুরুতেই শ্রমবিমুখ পরনির্ভরশীল নিরাপদ জীবনের কল্পনা আছে এতে, যা, আরামদায়ক হলেও মধ্যবিত্তের সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে :
যারা ঘরজামাই হয় এবং যাদের কর্মজীবী
স্ত্রীর জন্যে আহার ও বাসস্থানের সঙ্গে নিশ্চিত
নিয়মিত আইনানুগ রমণের সাশ্রয় আছে
তাদেরকে আমি খুব হিংসে করি আর
এই শহরে নিজের বাবা কিংবা স্ত্রীর বাবার দেওয়া
বাড়ি পেয়ে অথবা তাদের কারো দেওয়া জমিতে
নতুন বাড়ি বানিয়ে যারা মাসে মাসে জমিদার এক
ভাড়ার টাকা না গুনে নিরাপদে বসবাস করে যাচ্ছেন
কিন্তু পরনির্ভরশীল এই মধ্যবিত্তের তুলনায় অন্য শ্রেণির যারা রয়েছেন, তাদের সম্পর্কে দার্শনিকোচিত উচ্চারণ আছে কবির। এই উচ্চারণ কবির আরেকটি সত্তা, যা তাঁর বৌদ্ধিক বিচারবুদ্ধিসম্পন্ন সত্তা। কবিরা অনেক সময় এভাবে নিজের সত্তাকে দ্বিখ-িত করে বিপ্রতীপ অবস্থান গ্রহণ করেন। এরপর পরস্পরের প্রতিপক্ষ হিসেবে নেতিবাচক অবস্থানের বিপরীতে ইতিবাচক অবস্থান গ্রহণ করেন। এ-888sport app download apkতেও তাই ঘটেছে। বেশ কঠোর ও তীক্ষè ভাষায় মধ্যবিত্তের অবস্থান ও দৃষ্টিভঙ্গির নিন্দা করেছেন ‘বেশ্যা’র রূপকে :
বেশ্যা শব্দটি গালাগালি পর্যায়ের যদিয়ো এবং
শুনতে খুব খারাপ লাগলেও এর একটি
অন্তর্নিহিত সুন্দর ও গূঢ় অর্থ আছে
বিশদভাবে বললে বলতে হয় যেসব 888sport promo code
অথবা পুরুষ ঘন ঘন বেশ অর্থাৎ
সাজসজ্জা বা পোশাক পরিবর্তন করতে করতে
বার বার ন্যাংটো হতে ভালোবাসেন এককথায়
তাদেরকেই সত্যিকার অর্থে বেশ্যা বলা হয়
সেই হিসেবে আমরা সবাই কমবেশি বেশ্যা
দিনের মধ্যে দু’তিনবার তো ন্যাংটো হই-ই
বেশভূষাগতভাবে তো বটেই মনোগতভাবেও।
মধ্যবিত্তকে, যে-মধ্যবিত্তের অংশ কবি নিজেও, একেবারে নগ্ন করে ছেড়েছেন। কবি মনে করেন ‘বেশ্যা888sport live chat ও তার 888sport live chatীবৃন্দ’র এখন দিনকাল। তাদেরই জয়জয়কার। কিন্তু এরপরই কবির প্রতিবাদী দ্বিতীয় সত্তা এর বিরুদ্ধে গড়ে তুলছে প্রতিরোধ :
বুকবাঁধা আশা নিয়ে আমরা নিষ্পলক চেয়ে আছি
বহুদিন থেকে মইটি এখন আপনাদের দখলে
দেখা যাক আপনারা কত নিচে নামতে পারেন
কারণ মই থাকলেই ওপরে ওঠা যায় না
মই নিচেও নামায়।
মানবিক বোধে এভাবেই, রবিউল হুসাইন যেমন বলেছেন তাঁর একাধিক গদ্যে, মানবিক শ্রেয়োবোধের কথা উচ্চারণ করেছেন। ‘মসলিন’ শীর্ষক 888sport app download apkয় মসলিনের প্রতীকে এই 888sport live chatটির বিলুপ্তি ঘটলেও আবার তা বিশ্বের ঘরে ঘরে পৌঁছে যাবে, অর্থাৎ পুনরুদ্ধার হবে বাংলার গৌরব। অন্য কয়েকটি 888sport app download apkতেও রবিউল হুসাইনের এই ভাবনার প্রতিফলন দেখা যায়। এখানে সেসব 888sport app download apkর প্রাসঙ্গিক অংশগুলো উদ্ধৃত করছি :
মানুষের টিকে থাকা আকর্ষণ দুর্নিবার
আর সব মিছিমিছি মিথ্যাও অসহায়

সেই এক অলৌকিক বন্ধন
জল অগ্নি মাটি মরুৎ ও ব্যোম মিলে উদ্ভাসিত
বৃক্ষ প্রাণী আর মানুষের অটুট বন্ধন

চারদিকে অন্ধকার শীতের প্রবল বিস্তার
তার মধ্যে সূর্য ওঠে তাপ দ্যায় আলো দ্যায়

দোলনায় শূন্যতার বালিয়াড়ি মাকড়সার ঝুল
একটু শব্দেই নিঃশব্দের নির্জন প্রান্তরে র্ঝু র্ঝু
একাকী-দুঃখী নিরাশ্রয় নিরহংকারী
আর সবাই যে-যার অস্তিত্বে স্থির অবিচল নেপথ্যচারী

যদ্দিন জীবন তদ্দিন এই নীল বেদনার সীমাহীন পথ
দুঃখ আর যন্ত্রণা শুধু উদ্ভিদ আর জীবজন্তুর মানুষের
অন্যসবের বেলায় রূপান্তর আর পরিবর্তনের
সাপ-লুডু খেলা
পরিশেষে সব পথ এক অমোঘ মনোবিন্দুতে মিশে যায়

রোদ্দুরে সারি সারি লাল নীল কাপড় জামা শাড়ি ফ্রক বলাকা
দড়িতে মেলে-দেয়া হাওয়ায় হাওয়ায় ওড়ে জীবনের শত পতাকা

সারি সারি মানুষেরা মোমবাতি হয়ে অগ্নি-প্রযতেœ
মস্তকে অগ্নি-শিরস্ত্রাণে দাউ-দাউ জ্বলে ওঠে ধীরে ধীরে
রবিউল হুসাইনের এ-888sport app download apkগুলো তীব্র আঁধারেও আলোকবর্তিকার মতো, ইতিবাচক জীবনের ইশারাই দিচ্ছে। এভাবেই মানবিক উজ্জীবনের কথা বলেছেন রবিউল হুসাইন। আমরা বৈরী প্রতিবেশে জীবনযাপন করি, কিন্তু সেটাই শেষ কথা নয়। একদিকে মানুষের যন্ত্রণা-আর্তি যেমন তিনি সংবেদনশীল কবি-হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন, তেমনি তা থেকে উত্তরণের কথাও ভেবেছেন। এই হচ্ছে সার্বিকভাবে কবি রবিউল হুসাইনের কাব্যিক মানবিক অভিযাত্রা। যে-যাত্রায় হৃদয় দীর্ণ হয়, আত্মযন্ত্রণায় ক্ষতবিক্ষত হয় মন, তবু আকাশ-ভরা নক্ষত্র-সভায় ডুবে থাকে সে-হৃদয়। কেননা তিনি জানেন, ‘সৃষ্টির শ্রেষ্ঠ প্রখ্যাত মানুষ-মহান’। এভাবেই পরিশেষে মানবিক বিপন্নতা থেকে পৌঁছে যান স্বপ্নলোকের ‘বসন্তপুরে’।
সদ্যপ্রয়াত এই কবির প্রতি ব্যক্তিগত এবং কালি ও কলমের পক্ষ থেকে 888sport apk download apk latest version নিবেদন করছি।