রাঙা মাছরাঙা

রাতের পকেট হাতড়ে খুঁজে পাই ওকে।

রাঙা মাছরাঙা, সবে একটি মাছ গিলে ডালে বসে চাঁদ পোহাচ্ছে।

খিদে মিটে যাওয়ার আনন্দ

তার চোখে পান্নার মতো চকচকে।

নাগাড়ে তাকিয়ে আছি ওর দিকে,

যদি খানিকটা পান্নার আলো আমার সঙ্গে ভাগ করে নেয়।

কী জানি – আজ আমার একদম দুঃখ পেতে ইচ্ছে করছে না।