পাতাপাখিপুষ্প মন : সবুজ বার্তা নিয়ে উড়ে যায়
দিগন্তের পানে … ঢেউ ওঠে অন্তরঙ্গ যুগল নদীতে;
কী এক দারুণ রূপকল্প তৈরি হয়!
নিজস্ব পৃথিবী সৃষ্টির খেলায় আবারো মত্ত হয়
কুশলী স্রষ্টা; সৃষ্টিসূত্রে মহাপৃথিবীর গান বেজে ওঠে
জলদূষণের শিকার যতসব নদী আছে
ওরা স্বাদুজলে স্নান সেরে ছড়িয়ে পড়ে বিশ্ব888sport slot gameে …
মৎস্যকন্যারা সমুদ্রতীরে এসে সিক্ত শরীরে লাগায়
শীতের মিহিন রোদ;
যত ফাঁদ আছে পৃথিবীজুড়ে
পাখিদের, কীটপতঙ্গের, জলজপ্রাণীর
সব যেন হয়ে ওঠে বাসযোগ্য, শঙ্কাহীন প্রণোদনা
আমাজন রেইন ফরেস্ট যদি পৃথিবীর ফুসফুস হয়
তবে কে জ্বালায় শুনি ভয়াবহ দাবানল?
পাথর ঘষে আগুন জ্বালাবার ইতিহাস
লেখা থাকুক আদি সভ্যতার পুরনো পৃষ্ঠায়;
যুদ্ধ তো খোঁড়া যুক্তি
দৃশ্যপটে রক্তাপ্লুত অগণন প্রাণ, আর্তচিৎকার
ধ্বংসস্তূপে পা মাড়িয়ে অন্যায্য সীমানা বৃদ্ধি
অকারণ উল্লম্ফন
আমরা বেরিয়ে পড়ি যতসব রক্তযুদ্ধ থামাতে
জলে-জঙ্গলে-পাহাড়ে-সমতলে!
কী দারুণ রূপকল্প
জলদৃশ্যে ডলফিনের ডানাতোলা লাফ
মন নাচে, মননে বাজে সুরের বৃন্দবাদন
ইতিবাচক পৃথিবীর মুখ দেখে জেগে উঠি স্বপ্নে
প্রতিদিন ঘুম ভাঙে দোয়েলের গানে;
আমার যা যা আছে, প্রেমে আর কামে
সব যেন হয়ে ওঠে তোমার সঞ্চয়।
হে পৃথিবী, তোমার শরীর থেকে খসাও এবার
যতসব কৃত্রিম বস্ত্রবাঁধন
সাজো, সাজাও তোমার দেহতরি
নগ্ন-সুন্দরে ভেসে যাক বিশ^চরাচর
তোমার লাবণ্যসুধা পান করে চুমোয় চুমোয়
লিখে দিই একটি দীর্ঘ প্রেমপত্র
গভীর গোপন প্রেম ছাড়া আমার অস্তিত্বে আর কিছু নেই!

Leave a Reply
You must be logged in to post a comment.