চল্ যাই পদ্মায় – এ রাতে ধরি মাছ – বেশ তো দেখলাম নদীর ভাব
ঝিলমিল-জোছনায় তারারা জ্বালে দীপ – চক্ষু মেললেই ঝিলিকলাভ
ঝলমল ওই জল, নাচে কী আহা ঢেউ! উড়ছে গাঙচিল, ডানায় জ্বর
আয় এই সন্ধ্যায় – গোপনে ছাড়ি নাও – জলদি দাঁড়, পাল জোগাড় কর্
স্বপ্নের নৌকায় দুজনে ফেলে জাল ধরব রাতভর রূপের মাছ
তুই নিস্ আর দিস্ আমাকে আধাভাগ – দ্যাখ্ না একখান শরীরগাছ –
একবার দেয় ফল – যতনে রাখে আর নিত্য বারবার দুজন খায়
ভাগ্যের দরকার – এভাবে ভেবে নিস্ : পুণ্য করলেই কেবল পায়

Leave a Reply
You must be logged in to post a comment.