লম্পট বাতাস

লম্পট বাতাস সব এলোমেলো করে দিলো

রোদের কিরণ মেখে চুপচাপ শুয়ে আছে

প্রিয় শাড়িগুলি

যদিও রঙিন শাড়ি ব্রা-র স্পর্শ পেয়ে

বাতাসকে উপেক্ষা করে রোদের সুষমা নিচ্ছে

অপরূপ সৌন্দর্যের লাবণ্য স্ফুরণে

নারকীয় হতে হতে অখণ্ড থাকে না আর নীরব সত্তা

বাতাসের স্নিগ্ধরূপ 888sport promo codeর স্নিগ্ধতা প্রকাশিত করে

বয়ে যায় দ্বিতীয় সত্তায়

লম্পট বাতাস তার কৌমার্য হরণ করে

বিজয়ীর বেশে চলে যায়

পড়ে থাকে জীবনের যত প্রাপ্তি গ্লানিময় উজ্জ্বল আঁধার