লুসি, একবার ভাবো কী হয়েছিল?

Lucy in the Sky with Diamonds. -Beatles

লুসি তুমি কি তখন সম্পূর্ণ মানুষ হয়েছিলে?

নাকি অর্ধেক মানুষ অর্ধেক বানর ছিলে Ñ

এই নিয়ে কত মতভেদ কত যে বিতর্ক

কিন্তু আমি ভাবি লুসি তুমি একদিন সত্যিই মানবী ছিলে!

আজ থেকে ৩০ লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকায়

তৃণভূমিতে তুমি ছিলে কতদিন কতকাল জানি না…

তোমার কি বাবা ছিল? ছিল মা?

তাদের কোনো চিহ্ন নেই গবেষকদের কাছে।

কেবল তোমার মাথার ফসিল বলে দেয় তুমি ছিলে

একদিন –

দুপায়ে ভর করে দাঁড়িয়েছিলে

তারপর হয়তো দু-একটি বুনোজাম ডাল থেকে

ছিঁড়েছিলে।

নৃতত্ত্বের পণ্ডিতেরা এসব বলেন

কিংবা এ হয়তো কল্পনা Ñ

কল্পনায় ভর দিয়ে তোমাকেই খুঁজি।

লুসি তুমি কি একবারও ভাবো কী হয়েছিল?

তোমার আত্মীয় কিংবা তোমার বংশের কথা?

কত মানুষ ধীরে ধীরে আফ্রিকা ছেড়েছিল

তারপর তাদের কত রূপ

কেউ-বা চীনে কেউ-বা জাভায়

আবার কেউ ফ্রান্সের নির্জন গুহায়

কত মহাজাতি…জাতি…আর প্রজাতির জন্ম

তারপর একে অপরের সাথে শত্রুতা

কী পারমাণবিক হুংকার!

তার চেয়ে লুসি যেন সেইসব দিন ভালো ছিল

৩০ লক্ষ বছর আগে আফ্রিকার নির্জন তৃণভূমি…

গাছে লাল নীল ফুল ফুটে আছে

আর লুসি তুমি ততদিনে দাঁড়িয়েছ মানুষের মতো!

দু-একটি বুনোজাম হাত বাড়িয়ে মুখে পুরে নিচ্ছ।

সেই শান্তির দিনে যদি আফ্রিকায়

তোমার সাথে দেখা হতো লুসি

তবে কেমন হতো?