শান্তির অন্বেষায় 888sport live chatী

মাহমুদ আল জামান

চিত্রকর মোহাম্মদ ইকবাল তাঁর উদ্ভাবনী কৌশল, নিত্য-নিরীক্ষা ও বিষয়ের গুণে 888sport appsের চিত্রকলার ভুবনে এক সম্ভাবনাময় চিত্রকর হিসেবে আবির্ভূত হয়েছিলেন। গত শতাব্দীর অন্তিম দশকে তাঁর একটি প্রদর্শনী দর্শকদের নজর কেড়েছিল। তাঁর সৃজনভূমিতে এক অনুভূতিময় ও সংবেদনশীল জগৎ সৃষ্টি হয়েছিল। আমরা লক্ষ করছিলাম তাঁর মানসভুবনে বুদ্ধির দীপ্তির ছাপ। তিনি তখন ক্রমে নিজেকে উত্তরণের জন্য সদা সচেষ্ট ছিলেন।
আমরা সকলে কিছুটা হলেও জানি যে, গত শতাব্দীর বিশ ও তিরিশের দশকের 888sport live chatপ্রয়াসে ভারতীয় দর্শনের অধ্যাত্মবোধ, লোকপুরাণ বা মানুষের জীবনের রহস্যময়তা নিয়ে এমন কিছু চিত্র সৃষ্টি হয়েছিল যা ছিল নানা কারণে তাৎপর্যময়। এ-ধারাকে অনেকে পুনর্জীবন বলে অভিহিতও করেছিলেন। ভারতীয় চিত্র888sport live chatে এ-ধারা পরবর্তীকালে শীর্ণ হয়ে পড়েছিল।
মোহাম্মদ ইকবাল পঞ্চম একক প্রদর্শনীতে সমাজবিচ্ছিন্ন, গৃহত্যাগী, সংসারে উদাসীন মানব-মানবীর যে-চিত্র অঙ্কন করেছিলেন তাতে তাঁর 888sport live chatীমনের আর্তি ছিল। এসব মানুষের জীবনের অন্তর্গত বোধকে তিনি বিশ্বস্ততার সঙ্গে রূপায়িত করেছিলেন। বিষয়ের জন্য তাঁকে অবিরাম ‘খুঁজে’ বেড়াতে হয়নি। এ যেন তাঁর কাছে হয়ে উঠেছিল চোখ মেলে দেখা এবং পাওয়া। এ ছিল 888sport live chatীর ভেতরমুখী চাপ থেকে এক অভিজ্ঞতায় অর্জন। সেজন্য তাঁকে জীবনের এক পর্যায়ে এ-ভুবনে বিচরণ করতে হয়েছিল। এই বিচরণের ফলে তাঁর অভিজ্ঞতার দিগন্ত বিস্তৃত হয়েছিল এবং এই মানুষজনের অন্তরের সনিষ্ঠ বোধকে খুব সহজেই তিনি শনাক্ত করেছিলেন।
সমাজবিচ্ছিন্ন অধ্যাত্মবোধে তাড়িত এসব মানুষকে আমরা নানা দেশে এবং বিভিন্ন ধর্মে আস্থাশীলদের মধ্যে দেখতে পাই। ধর্মচেতনায় তারা ঈশ্বরের সন্ধানে নিরত চারণের মতো ঘুরে বেড়ান। এই গৃহহীন কিছুটা জীবন সম্পর্কে উদাসীন মানুষেরা সাধারণ মানুষের সঙ্গে মেশেন। এরা হন নির্লোভ, স্বল্পাশ্রয়ী, যৎসামান্য জামা-কাপড়, ত্রিশূল, মোষের শিংয়ের চোঙা, লাল কাপড়, পাথরের মালা, তাবিজ, জটাধারী মাথা, শ্মশ্রুময় মুখমন্ডল, মাঝে মাঝে মহিলা সঙ্গী, ঘোড়া ইত্যাদি সঙ্গে নিয়ে তারা নানা জায়গায় ঘোরাফেরা করেন। গ্রামে, গঞ্জে বা কোনো মেলায় এদের দেখা যায়। গঞ্জিকা সেবন তাদের নিয়মিত আচার ও জীবন অভ্যাস। বোধের বাতাসে অতীন্দ্রিয় অদৃশ্য স্পর্শসুখ বা আর্তি তাদের সাধনার অপরিহার্য অঙ্গ। এইসব অনুষঙ্গ তাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 888sport live chatী ইকবাল তাঁর 888sport live chatীজীবনের এক পর্বে এবং সৃজনে এই ব্যবহার্য বস্ত্তসামগ্রী ঢালাওভাবে ব্যবহার করে নিজেকে আলাদা পরিচয়ে চিহ্নিত করেছিলেন।
পরবর্তীকালে সন্ন্যাস-জীবনের নানা অনুষঙ্গের পাশাপাশি তিনি অঙ্কন করেছিলেন সাধারণ মানুষের জীবনের বিভিন্ন দিক ও মানুষের নানা অভিব্যক্তির অবয়ব। কষ্ট ও যন্ত্রণার ছায়া ছিল এসব সাধারণ লোকের মুখাবয়বে। অভিনবত্বে, চমৎকারিত্বে ও রং-ব্যবহারের মনোজ সুষমার কারণে তাঁর সৃষ্টির সৃজনভূমি মৃত্তিকালগ্ন ও দেশভাবনার উজ্জ্বল প্রকাশ বলে বিবেচিত হয়েছিল।
মোহাম্মদ ইকবাল জাপান সরকারের বৃত্তি নিয়ে ১৯৯৯ সালে জাপান যান। চিত্রকলায় উচ্চতর শিক্ষা ও গবেষণা তাঁর মানসভুবনকে আরো পরিশীলিত, সমৃদ্ধ, নিরীক্ষাপ্রবণ ও 888sport live chatের অন্বিষ্টভুবন নির্মাণে সহায়ক ভূমিকা পালন করেছে।
তাঁর সৃষ্টির অভিনবত্বে ও স্বকীয় এক চিত্রভাষা নির্মাণের গুণে তিনি শিক্ষকমন্ডলী এবং 888sport live chatবোদ্ধা মহলের দৃষ্টি আকর্ষণে সমর্থ হন।
তিনি এতদিন যে ধারা ও বিষয়কে অবলম্বন করে ছবি অঙ্কন করছিলেন সেই বৃত্ত থেকে সরে এসে 888sport live chat ও সময়ের বৃহত্তর পরিপ্রেক্ষিত নির্মাণে মগ্ন হন। জাপানে অবস্থান সত্ত্বেও তিনি সাম্প্রতিক জাপানি চিত্রকলার প্রবণতায় প্রভাবিত হননি।
বিদেশের সমাচ্ছন্ন প্রভাব বহু 888sport live chatীকে গ্রাস করে ফেলে। মৌলিকত্ব যায় হারিয়ে। এমনকি অনেকেই পাশ্চাত্যের নানা প্রবণতার অন্ধ অনুকরণে দেশ ও শেকড় থেকেও বিচ্যুত হয়।
মোহাম্মদ ইকবাল সৃজনের নতুন ভুবন নির্মাণে ব্রতী হলেন। তাঁর 888sport live chatচৈতন্যে এক নিজস্ব পথ নির্মাণের তাগিদ ছিল। এই তাগিদ ও পথ নির্মাণ তাঁকে খ্যাতি ও প্রতিষ্ঠা এনে দিয়েছিল। এই সময়ে করা তাঁর পাঁচটি কাজ পুরস্কৃত হলো। তিনি 888sport appsের মুখ উজ্জ্বল করলেন। তাঁর সৃষ্টিতে বিমূর্ত প্রকাশবাদী ছোঁয়া থাকলেও মানুষের অবয়ব গঠন ও রঙের ব্যবহারে এলো নমিত উজ্জ্বলতা। অমিত সম্ভাবনা নিয়ে তাঁর সৃষ্টি হয়ে উঠল আরো পরিণত। মানুষ ও যাপিত জীবনের নানা অভিব্যক্তিকে তিনি পটে তুলে ধরতে সচেষ্ট হলেন। এই সময়ের কাজে তাঁর সাধনা ও সাফল্য নতুন মাত্রা নিয়ে উন্মোচিত হলো।
২০০৩ সাল থেকে তাঁর সৃষ্টির উদ্যানে মনোগ্রাহীভাবে একধরনের বৃত্ত আমরা দেখতে পাই, যা পৃথিবীর পরিবেশ দূষণজনিত সংকটেরই প্রতীকী রূপ। তিনি তাঁর সৃষ্টির উজ্জীবনী বিভাব দ্বারা প্রত্যাশা করেন এ নিরাময়। হিংসা, যুদ্ধ ও বর্বরতার বিপরীতে তিনি আকাঙ্ক্ষা করেন শান্তি। এই আকাঙ্ক্ষার ফল হিসেবেই ২০০৫ সাল থেকে তাঁর 888sport live chatের ভুবনে অনুষঙ্গ হিসেবে শিশুমুখের নানা অভিব্যক্তির রূপ আমরা লক্ষ করি। এই শিশুমুখগুলোর অভিব্যক্তি, তাদের চোখের দৃষ্টি অনেক বেশি স্পষ্ট। এই অভিব্যক্তি অনেক ক্ষেত্রে অর্থময়। এসব অভিব্যক্তিতে যে বিষাদ ও অনিশ্চয়তাজনিত উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রিয়াশীল তাতে 888sport live chatীমনের শান্তির প্রত্যাশা আরো গভীরভাবে উচ্চকিত। পরিবেশের বিপর্যয় ও যুদ্ধের ভয়াবহতায় অনেক ক্ষেত্রে এই শিশুদের নিরাপত্তাহীনতার এক বোধেও তাড়িত হতে দেখা যায়। তাঁকে নস্টালজিয়ায় আক্রান্ত করে। ফলে তাঁর চিত্র-সৃষ্টির ভেতরমুখী চাপে স্বচ্ছ ও অস্বচ্ছভাবে এসে ভিড় করে বাল্য-কৈশোরের গ্রাম, তাঁর ঘরবাড়ি, গাছপালা, নদী-নৌকা, পুকুর-কুয়ো, মানুষ, হাঁস, ঘোড়া ও মহিষের নানা অনুষঙ্গ।
জাপানের বৃহত্তর 888sport live chat-পরিমন্ডলে মোহাম্মদ ইকবালের দীর্ঘদিনের বিচরণ। জিজ্ঞাসা, চিত্রবিদ্যাচর্চায় মোহাম্মদ ইকবালের মধ্যে নব্য চৈতন্যের জন্ম হয়। তিনি দীর্ঘদিন অবস্থান করেন জাপানে। সভ্যতার সংকট বিশেষত যুদ্ধ তাঁকে বিচলিত করে। পৃথিবীর বিভিন্ন স্থানে সংঘটিত যুদ্ধ, অসহিষ্ণুতা, সন্ত্রাস, দ্বন্দ্ব তাঁর 888sport live chatের মানসযাত্রায় প্রভাব ফেলে। বিশেষত যুদ্ধের ফলে মানব সভ্যতার বিকাশ ব্যাহত হওয়ায় যে-বিপর্যয় সৃষ্টি হয় তাকে উপজীব্য করে তিনি ছবি এঁকে নব্য আরেক ধারার উন্মোচন ও বৈশিষ্ট্যের অধিকারী হন।
আমরা তাঁর কাজে দেখেছি জীবনকে ভালোবাসার অদম্য তাগিদ আর প্রতীকী অভিব্যক্তিতে জীবনের স্বরূপ উপলব্ধির ক্ষেত্রে দক্ষতা। যৎসামান্য রেখাও জীবনের সূক্ষ্ম বোধকে উন্মোচিত করতে যেন তৎপর। নতুন জগৎ অন্বেষণের তাগিদ ও 888sport live chatের আন্তর্জাতিক চেতনা ও আধুনিকতার ধারণা তাঁকে এই সময় আলোড়িত করেছে। এই সময়ের কাজে প্রতিফলিত হয়েছে জীবন-যন্ত্রণার সংকট ও সভ্যতার ধ্বংসাত্মক প্রবণতা।
মোহাম্মদ ইকবালের সৃষ্টিকর্ম অনেকটাই বিমূর্ত। তবে তার মধ্যেই ধরা পড়ে মানুষ ও যাপিত জীবনের নানা অভিব্যক্তি। সভ্যতার পাশাপাশি ধ্বংসেরও যে নীরব খেলা চলে, তাও তিনি ফুটিয়ে তোলেন তুলির অাঁচড়ে। আর এর মাধ্যম হিসেবে শিশুর মুখাবয়ব ব্যবহার করেছেন। শিশুর অভিব্যক্তির মধ্যে তিনি খুঁজেছেন যুদ্ধ, মহামারি কিংবা পরিবেশ-বিপর্যয়ের প্রসঙ্গ। ব্যাখ্যা দিতে গিয়ে 888sport live chatী বলেন, আমার অবলোকন ও উপলব্ধি শান্তির অন্বেষায়।
যে-কোনো সৃজনশীল মানুষ প্রতিনিয়ত পরিবর্তন প্রয়াসী হয়ে ওঠে। সৃষ্টিকে গহনতা-সন্ধানী ও অতলস্পর্শী করার জন্য বাঁক নেয় নদীর মতো। বিষয়ে বৈচিত্র্য আনয়ন ও জীবন-অনুষঙ্গী সৌন্দর্যধ্যান, জীবনের বহুমাত্রিক সংকটের রূপায়ণ তাঁর অন্বিষ্ট হয়ে ওঠে। মোহাম্মদ ইকবাল এই চেতনা থেকেই বর্তমানের সংকটকে চিত্রপটে তুলে ধরার প্রয়াসী হন।
শিশুদের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও শান্তির অন্বেষায় এক প্রতীকের মতো হয়ে ওঠে তাঁর চিত্রগুচ্ছ। তাঁর সৃষ্টিতে শিশুদের চোখে যে অভিব্যক্তির বিচ্ছুরণ দেখি, সেখানে অনিশ্চয়তা প্রাধান্য বিস্তার করে। এই অভিব্যক্তি শুধু মানবিক দলিল নয়, সমকালেরও প্রতিচ্ছবি হয়ে ওঠে। একজন সৃজনশীল মানুষ হিসেবে এই মানবিক বোধ রূপায়ণে সার্থকতা অর্জন করায় তিনি হয়ে ওঠেন বৈশিষ্ট্যের অধিকারী। তাঁর প্রজন্মের অনন্য 888sport live chatী।
মোহাম্মদ ইকবালের সাম্প্রতিক চিত্রচর্চায় ও সাধনায় তাঁর সংবেদনশীল 888sport live chatী-হৃদয় সভ্যতার বিপর্যয়ে যে কতভাবে বিচলিত হয়েছে কয়েকটি চিত্রে তার স্বাক্ষর আছে। তাঁর সৃষ্টিগুচ্ছে চারপাশের চেনা-অচেনা জগৎ, সামাজিক মূল্যবোধের টানাপড়েন প্রতিফলিত হতে দেখি। এই প্রদর্শনীতে তারই কিছু নিদর্শন রইল।
আমরা তাঁর সাফল্য কামনা করি।