বিগত শতাব্দীর সত্তরের দশকে এদেশের চিত্রকলা অঙ্গনের অগ্রগণ্য 888sport live chatীদের অন্যতম মাহবুবুল আমিন। ওই কালপর্বে 888sport apps দেখেছে স্বাধীনতা সংগ্রামের উত্তাল দিন, মুক্তিযুদ্ধ, যুদ্ধ-পরবর্তী দুর্দশা-হতাশা-নৃশংসতা এবং আশায় বুক বেঁধে চলা একটি জাতিকে। এই সব বিষয়ই ছাপ রেখে গেছে তাঁর ক্যানভাসে। পাশাপাশি গ্রামবাংলার সরলতা এবং শহুরে জীবনের জটিলতাও চোখ এড়ায়নি তাঁর।
পেইন্টিংয়ে সিদ্ধহস্ত এই 888sport live chatী 888sport app মাধ্যমেও কাজ করেছেন। শুধু নিজের আঁকাজোখাই নয়, নবীনদেরও 888sport live chatশিক্ষার পথনির্দেশক ছিলেন তিনি। 888sport app বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রকলা বিভাগে শিক্ষকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়।
তাঁর জন্ম ১৯৪৮ সালে ময়মনসিংহে। সেখানেই কেটেছে শৈশব-কৈশোর। উচ্চ শিক্ষার জন্য চলে আসেন 888sport appয়। ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমানে চারুকলা ইনস্টিটিউট, 888sport app বিশ্ববিদ্যালয়) থেকে বিএফএ ডিগ্রি অর্জন করেন।
দেশ-বিদেশে অসংখ্য একক ও যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন তিনি। অর্জন করেছেন অনেক 888sport app download bd ও সম্মাননা।
প্রচ্ছদের ছবিটি ১৯৯৯ সালে অ্যাক্রিলিকে আঁকা।
সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।

Leave a Reply
You must be logged in to post a comment.