না – আমি চাই আরো কিছু
ঠান্ডা কোনো কুয়ো ভরা জল
পাতার স্পর্শে ঠোঁট যতটা প্রাঞ্জল
আমি চাই কলার ভেলায় ভেসে
বহুদূর যেতে
জানি বেহুলাও নেই – লখিন্দর
আমাদের যেতে হবে গাঙুড়ের
বুকে পায়ে হেঁটে
চারদিকে বাজিকর প্রেমিক খর্বুটে
ভয় নেই
আমি তো সবুজ আর তুমি নীল
জানো তো গাছের পাতারা সব আকণ্ঠ হলুদ
নদীর জলের ধারা একরোখা কালো
তোমার চোখের রং তারচেয়ে বেশি কালো নাকি
কাজল মাখিনি হাতে – তোমাকে দেখেছি
কত যে 888sport live chatকলা-জাদুঘর গাঙুড়ের পথে
কত যে আলো অন্ধকার আর কৌতূহল
তোমার বিস্রস্ত আঁচলে বাঁধা আমার আঙুল
না – আমি চাই অসীম কোনো দিন
তোমার দৃষ্টির মাকু থেকে নেমে আসা
আদিম 888sport live chatকলা যতটা স্বাধীন

Leave a Reply
You must be logged in to post a comment.