বরং নগরীর খিড়কি-দুয়ার খুলে নিঃশ্বাসের মহিমান্বিত হাওয়ায়
ওড়াব আমার ঘুম, আমার স্বপ্নের পেখম
– চিত্রকল্পের শব্দভ্রূণে মুগ্ধ বালক
খালিদ আহসান
888sport live chatাঙ্গন শুরু করেন সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা-ব্যক্তিত্ব ফয়েজ আহমদ। ১৯৯২ সালের ১৪ মে ধানম–তে প্রদর্শনশালা 888sport live chatাঙ্গনের যাত্রা। এটি নববইয়ের দশকের 888sport live chatের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। অগ্রজ-অনুজদের 888sport live chatকলা প্রদর্শনের সুযোগ করে দেয় এই গ্যালারি। গত ১৬ নভেম্বর রাজধানীর লালমাটিয়ায় নতুন ঠিকানায় পথচলা শুরু করে 888sport live chatাঙ্গন। ৩৪ জন 888sport live chatীর কাজ নিয়ে এবারের প্রদর্শনী সাজানো হয়েছে। গুরু888sport live chatী এসএম সুলতান, কামরুল হাসান, কাইয়ুম চৌধুরী থেকে শুরু করে খ্যাতিমান 888sport live chatীদের কাজ এ-প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীর ক্যাটালগে প্রকাশিত কথায় 888sport live chatাঙ্গন জানান দেয় এভাবে – ‘888sport live chatাঙ্গনই ১৯৯৭ সালে প্রথম এই দেশের মানুষকে ইউরোপীয় মাস্টার পেইন্টারদের প্রদর্শনী উপহার দেয়। ধানম–র ভাড়া করা বাড়িতে নির্মিত একটি গ্যালারির দেয়ালে শোভা পায় পাবলো পিকাসো, সালভাদর দালি, ব্রাকসহ সর্বকালজয়ী 888sport live chatীদের অরিজিনাল পেইন্টিং।’
এভাবে জনরুচির পরিবর্তনে দৃশ্য888sport live chatের কারিগরদের প্রত্যক্ষ ভূমিকার সঙ্গে যোগাযোগ তৈরি হয় 888sport live chatাঙ্গন গ্যালারির মাধ্যমে। ফয়েজ আহমদের অনুপস্থিতিতে 888sport live chatাঙ্গনের হাল ধরেন গণমাধ্যম-ব্যক্তিত্ব রুমী নোমান। তাঁরই নিরন্তর পথচলায় সাহস জুগিয়েছেন আমাদের অগ্রজ-অনুজ 888sport live chatীরা। 888sport app শহরে গ্যালারি তৈরির মতো বাড়ি ভাড়া পাওয়া, সেইসঙ্গে ভাড়ার সংকুলান করে 888sport live chatকর্ম প্রদর্শনী করা দুরূহ কাজ।
এমন প্রতিকূলতা সত্ত্বেও 888sport live chatাঙ্গন তাদের এগিয়ে যাওয়া অব্যাহত রেখেছে। 888sport appsে আধুনিক ও বড় পরিসরের গ্যালারি গড়ে উঠেছে 888sport live chatাঙ্গনেরই হাত ধরে। বলা যায়, 888sport live chatের বাজার তৈরি, দর্শকদের কাছে 888sport live chatীদের কাজ তুলে ধরার জন্যে যে-প্রদর্শনী কেন্দ্র প্রয়োজন, সেটির পথ 888sport live chatাঙ্গনই দেখিয়েছে।
এ-প্রদর্শনীর শিরোনাম – ‘রিইউনিয়ন’।
প্রদর্শনীতে ১৯৮৯ সালে আঁকা এসএম সুলতানের রেখাচিত্র ‘কলসী কাঁখে 888sport promo code’ ছবিতে দেখা যায় পেশিবহুল মানুষের অবয়ব। পটুয়া 888sport live chatী কামরুল হাসানের রেখাচিত্রের মাধ্যম লিথোগ্রাফ। 888sport promo codeমুখের সঙ্গে আলংকারিক নকশা, বক ও অনেকগুলো পাখির সমাবেশের মাধ্যমে নকশাধর্মিতা প্রকাশ পেয়েছে। ১৯৯৩ সালে কাইয়ুম চৌধুরী এঁকেছিলেন 888sport promo codeমুখের রেখাচিত্র। অল্প কয়েকটি রেখার মাধ্যমে দ্রম্নততার সঙ্গে কাইয়ুম চৌধুরীর কাজ এখনো আমাদের মুগ্ধ করে চলেছে।
বিজন চৌধুরীর বাস্তবধর্মী রেখাচিত্রের বিষয় 888sport promo code ও পুরুষ। গাঢ় মোটা রেখার সাহায্যে আঁকা পরিবারের আবহ বোঝা যায় কাজটিতে। আবুল বারক আলভীর লিথোগ্রাফের বিষয় জ্যামিতি। পুরো চিত্রতলকে চারভাগে ভাগ করে কালো কালিতে ছোপছোপ বুনট তৈরি করেছেন 888sport live chatী। আবদুল মান্নানের আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আলোছায়ায় রবীন্দ্রনাথের মায়াবী মুখ ফুটে উঠেছে। আবদুস শাকুরের বেহুলার প্রতিকৃতিতে আলট্রামেরিন বস্নু রঙের ব্যবহারে লোকজ গল্পের চরিত্র স্পষ্ট। অলকেশ ঘোষের পানাম নগরী আমাদের অতীতের কথা মনে করায়। অলকেশ ঘোষ বাস্তবধর্মী ছবি নির্মাণ করেন, সঙ্গে আমাদের দেন জলরং দেখার আনন্দ। স্বচ্ছ জলরঙে গড়ে ওঠা প্রকৃতির রূপ-স্নিগ্ধতা অলকেশ ঘোষের কাজে উপস্থিত। আহমেদ শামসুদ্দোহা আমাদের বাস্তবধর্মী প্রকৃতি এঁকে দেখান সূক্ষ্ম অনুধাবনের মাধ্যমে। এ-প্রদর্শনীতে রাখা তাঁর কাজটি জলরঙে আঁকা। বীরেন সোম সত্তরের দশকে রেখাপ্রধান কাজে পারঙ্গমতা দেখিয়েছেন। এখানে ২০১৬ সালে আঁকা নৌকায় বসা ফুল-হাতে 888sport promo codeর রেখাচিত্র দেখা যায়। ফরিদা জামানের অ্যাক্রিলিকে করা 888sport promo code, হামিদুজ্জামান খানের কালো চিত্রতলে আঁকা মুখের অভিব্যক্তি মুগ্ধ করে। জামাল আহমেদের সাগরতীরে দাঁড়িয়ে থাকা শিশুকোলে 888sport promo code ছবিটি ২০১৮ সালে আঁকা। শিশুকোলে এক মায়ের সুদূর নীলিমায় তাকিয়ে থাকা দর্শককে শূন্যে নিয়ে যায়।
888sport live chatী মনিরুল ইসলামের কফি ও মারবেল ডাস্ট দিয়ে আঁকা ক্যানভাসের চিহ্নসমূহে পবিত্রতা ও আধ্যাত্মিকতার দেখা মেলে।
প্রদর্শনীতে রাখা অন্য 888sport live chatীদের মধ্যে 888sport live chatী মারুফ আহমেদ, রফিকুন নবী, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ ইকবাল, নাজলী লায়লা মনসুর, রোকেয়া সুলতানা, সমরজিৎ রায় চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, রেজাউন নবী, রুহুল আমিন কাজল, শহিদ কবীর, সৈয়দ লুৎফুল হক, শাহাবুদ্দিন আহমেদ, শিশির ভট্টাচার্য্য, শেখ আফজাল ও তরুণ ঘোষের কাজ 888sport live chatাঙ্গনের নতুন অভিযাত্রাকে গতি দিয়েছে।
বাস্তবধর্মী, নিরীক্ষাধর্মী, প্রতীকবাদী, রঙের ফর্মের নিরীক্ষা সবরকমের কাজের সমাবেশ দেখা যায় 888sport live chatাঙ্গনের নতুন ভেন্যুর প্রদর্শনীতে। এ-প্রদর্শনী একটি বিশেষ কারণে গুরুত্ব পেয়েছে, সেটি হলো – একটি গ্যালারি কি করে অনেক পথ হেঁটে হেঁটে বেঁচে থাকে। গ্যালারির পথচলার সঙ্গে কিভাবে 888sport live chatীরা যুক্ত হয়ে থাকেন – এ-সাধনা শুধু কি 888sport live chatের জন্যে? তা আমরা বলতে পারি, মানুষের কাছে 888sport live chatের বার্তা দেওয়ার জন্যেই নিরন্তর পথচলা।
রাজধানীর ২/৮ লালমাটিয়া, বস্নক ডিতে গত ১৬ নভেম্বর শুরু হওয়া এ-প্রদর্শনী শেষ হয় ২৯ নভেম্বর।


Leave a Reply
You must be logged in to post a comment.