শুধু মুখেই বলেন

আপনি শুধু মুখেই বলেন

    বৃষ্টি এলেই ভিজবেন

হিজল, জারুল, সোনালু, কৃষ্ণচূড়ার সাথে

সবুজ মাঠ, বৃষ্টি জমা জল, গোড়ালি ডুবিয়ে

প্রিয় 888sport alternative linkের নায়িকা যেন –

    ভিজবেন, মন উড়িয়ে।

সারাটা দুপুর, সারাটা বিকেল, সন্ধ্যা –

রাতভর ভিজলো একটা শহর

ওই দূর কোনো গ্রামের একলা একা তালগাছটার মতন

আপনি শুধু মুখেই বলেন

    বৃষ্টি এলেই ভিজবেন

আর আমি কেবলই উদাস মাঠ দেখলেই

    দাঁড়িয়ে যাই ইসতিসকার সালাতে।