শুভ্রা

বৃন্তমঞ্জিমায় ফোটা বিন্দু অতুল

মাতৃকাতরতায় সঞ্চরণ সমীপে

শরৎ, হেমন্তের পরম আত্মীয়

জবুথবু বিন্দু মৃদু গন্ধে ব্যাকুল।

অনেক উঁচুতে লুকানো স্পন্দন গাঁথা

আত্মিক বিকিরণে সঙ্গ জড়াই

নিস্তব্ধ, সঞ্চিত স্বর গলে গলে যায়

নির্ভার, নির্বিষ যেন বৃক্ষমাতা।

তোমার প্রবল ও অন্তর্মুখ খসে পড়া টের

                                          পাই

অন্ধকারে ফোটা শিহরণ আধো ভোর-আলো

নিমগ্ন ঝরে পড়া আলো মাটিতে দপকালো

দপকালো মাটিতে নুয়ে শিউলি কুড়াই।