ভালোবাসা চেতনার মতো অস্থির –
তাকে ধরা যায় না; ছোঁয়া যায় অনুভবে
প্রতিটি নিশ্বাসে দীর্ঘ আকাঙ্ক্ষার ঘ্রাণ।
চলে গিয়েছ বলেই হয়তো প্রথম অনুভূত হলো
অনুপস্থিতি কীভাবে ঢেকে ফেলে
পূর্ণতা – ভাঙন থেকে ভাঙন।
হয়তোবা কেউ ভালোবাসিনি –
পরস্পর শূন্য হয়েছিলাম
মাঝখানে আকাক্সক্ষার আগুন।
আয়নার দিকে তাকাই
মুখের বদলে ভেসে ওঠে কিছু মুহূর্ত
তাতে আমি’র অস্তিত্ব একেবারেই ছিল না।

Leave a Reply
You must be logged in to post a comment.