সঙ্গে যাবে?

যত দেখছি, তার চেয়েও বেশি দেখছি না

বলো আমার মতন তুমি অন্ধ হবে কিনা?

সারা শহর অন্ধ, সবাই নিজের মতো দেখে

চশমা নিয়ে ওরা যে কারা এই শহরে থাকে

ওরাও বুঝি মানুষ, কোনো প্রশ্ন রাখছি না

চিনছি আর ক’জন বল, সবাই তো অচেনা

স্বজন যারা, পড়োশী কেউ, দূরের আত্মীয়

পারলে মিশে এদের নিয়ে খরগোশ হয়ে যেও

ওরা কেবল ভয় দেখায়, চুপ করিয়ে রাখে

তারিফ করে নিজেই নিজের বুদ্ধিমত্তাকে

বলো আমার সঙ্গে যাবে? দুচোখ বুজে দেখি

যেটুকু দেখা হয়নি, আছে যেটুকু বাদবাকি।