সম্পাদকীয়

সম্পাদকীয়

কালি ও কলমের প্রতিষ্ঠাকাল থেকে এর সম্পাদক আবুল হাসনাত, কবি-নাম মাহমুদ আল জামান, ছিলেন একাধারে কবি, কথা888sport live footballিক, প্রাবন্ধিক, চিত্র-সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রগতিচিন্তার নিরলস বাহক ও সর্বোপরি একজন সফল সম্পাদক। তিনি বিগত ১ নভেম্বর ২০২০ পরলোকগমন করেছেন। তাঁর বিদেহী আত্মা ও 888sport sign up bonusর প্রতি গভীর 888sport apk download apk latest versionবনত কালি ও কলম পরিবার।

এদেশের 888sport live footballের পরিচর্যা ও নবীনদের 888sport live footballপরিমণ্ডলে প্রতিষ্ঠিত করার প্রয়াসে তিনি ছিলেন অক্লান্ত। অন্যসব পরিচয় ছাপিয়ে তাই তাঁর সম্পাদক পরিচয়ই সবার কাছে বড় হয়ে উঠেছে। কর্মজীবনের শুরুতে তিনি যোগ দেন দৈনিক সংবাদে, সহ-সম্পাদক হিসেবে। পরবর্তীকালে ‘সংবাদ সাময়িকী’র সম্পাদকের দায়িত্ব পালন করেন দুই যুগেরও বেশি সময়। এ-সময়ে ‘সংবাদ সাময়িকী’ হয়ে ওঠে এদেশের 888sport live footballের দর্পণ। এছাড়া তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে গণ888sport live football 888sport live footballপত্রিকা। অতঃপর সংবাদ ছেড়ে যোগ দেন কালি ও কলমে। ২০০৪ সাল থেকে তাঁর সম্পাদনায় প্রতি বাংলা মাসের ১ তারিখে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে পত্রিকাটি এবং অর্জন করেছে সুধীজনদের মনোযোগ। চিত্রকলাবিষয়ক পত্রিকা 888sport live chat ও 888sport live chatীরও সম্পাদক ছিলেন তিনি। নির্বাহী পরিচালক ছিলেন বেঙ্গল পাবলিকেশনসের। প্রচ্ছন্নে থেকে নেতৃত্ব দিয়েছেন আরো পত্রপত্রিকা ও 888sport live football সংকলনের। 

কালি ও কলমের শুরু থেকে সম্পাদক হিসেবে তিনি এর গুণ-মান উন্নয়ন ও অব্যাহত রাখতে এবং এপার-ওপার বাংলার 888sport live footballপ্রচেষ্টাকে এক ধারায় মিলিত করতে সক্রিয় ছিলেন। তাঁর দিকনির্দেশনা, পরিকল্পনা ও সময়ানুবর্তিতার কারণে কালি ও কলম দীর্ঘ পথ পাড়ি দিয়েছে ও বিরতিহীনভাবে এ-পত্রিকার প্রকাশনা অব্যাহত থেকেছে।

সম্পাদকের গুরুদায়িত্ব পালনের পাশাপাশি নীরবে-নিভৃতে তিনি তাঁর 888sport live footballচর্চাও অব্যাহত রেখেছিলেন। মৌলিক রচনা ও সম্পাদনাসহ তাঁর সত্তরটিরও বেশি বই প্রকাশিত হয়েছে। ১৯৮২ সালে টুকু সমুদ্রের গল্প বইয়ের জন্য পেয়েছেন ‘অগ্রণী ব্যাংক শিশু888sport live football 888sport app download bd’। ২০১৪ সালে তিনি মনোনীত হন বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো। ২০২০ সালে তাঁর 888sport liveগ্রন্থ প্রত্যয়ী 888sport sign up bonus 888sport app অর্জন করেছে ‘মুনীর চৌধুরী 888sport sign up bonus 888sport app download bd ২০২০’। এদেশের প্রগতিশীল সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গেও ছিল তাঁর নিবিড় সম্পর্ক; যুক্ত ছিলেন ছায়ানটসহ বহু দেশীয় ও আন্তর্জাতিক 888sport live football-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। আবুল হাসনাত তাঁর নানাবিধ কাজের মধ্য দিয়ে বাঙালির মনোগঠনের পরিচ্ছন্ন ভাবধারা, স্বরূপের অনুসন্ধান ও বহুত্ববাদী সংস্কৃতির ভাবনাচিন্তায় যে-মাত্রা সঞ্চার করেছিলেন তা এদেশের বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রকে প্রসারিত করেছে। বিশেষত এদেশে 888sport live chatকলা বিষয়ে মানুষকে উৎসাহী এবং গ্রন্থপাঠে আগ্রহী ও পাঠরুচি তৈরিতে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

কৈশোর-উত্তীর্ণ কাল থেকে তাঁর সামাজিক দায় ও অঙ্গীকার গড়ে উঠেছিল। এই দায়ই তাঁকে সর্বদা চালিত করেছে বহুমুখিন সাংস্কৃতিক, 888sport live footballিক ও সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনের সাথে এতাত্ম হতে ও সে-আন্দোলনকে গতিসচল করার কাজে তৎপর হতে। এই দায় আমৃত্যু তিনি বহন করেছেন আপন জীবনজিজ্ঞাসা ও অন্তরের তাগিদে। গত শতাব্দীর ষাটের দশকে ছাত্রাবস্থায় তিনি যোগ দিয়েছিলেন এদেশের প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নে এবং পরবর্তীকালে যোগ দেন 888sport appsের কমিউনিস্ট পার্টিতে। 888sport appsের মুক্তিসংগ্রামের প্রায় পুরোটা সময় পার্টির নির্দেশে স্বাধীন 888sport apps প্রতিষ্ঠার অবিচল লক্ষ্যে কলকাতায় থেকে কাজ করে গেছেন নিরলসভাবে।

তাঁর চরিত্রমাধুর্য, স্বভাবধর্ম ও সৌজন্যে যে-বিনয় ছিল তা ব্যক্তি আবুল হাসনাতকে তুলে ধরেছিল এক অনন্য উচ্চতায়। এই মানুষটিকে হারিয়ে আজ আমরা শোকাভিভূত।

কালি ও কলম প্রয়াস নিয়েছে তাঁকে নিয়ে একটি 888sport apk download apk latest versionজ্ঞাপক বিশেষ 888sport free bet প্রকাশ করতে। আমরা চেষ্টা করেছি তাঁর লেখালেখির জগৎ এবং দেশের 888sport live football, 888sport live chatকলা ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদানকে 888sport app download for android করতে এবং তাঁর বোধ ও চেতনার স্বরূপ জানতে। আমাদের প্রয়াসে অনুকূল সাড়া দিয়ে যাঁরা এতে লিখেছেন তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। প্রয়াত সম্পাদক আবুল হাসনাতকে 888sport apk download apk latest versionজ্ঞাপন করে কালি ও কলমের বর্ধিত কলেবরের এ-888sport free betটি একাদশ-দ্বাদশ/ পৌষ-মাঘ ১৪২৭, যুগ্ম 888sport free bet রূপে প্রকাশিত হলো।