আচ্ছা ভাবো
আমি আজ উন্মাদ হয়ে গেলে
কী পড়ে থাকবে আমার ভেতর?
ব্যথাবোধ, খিদে, কাঙালপনা
এইসব, যাকে সম্ভাবনাও বলা যায়
আর ধরো, সেই উন্মাদ আমি
সোজা ঠেলে উঠেছি তোমার বারান্দায়-
দেখে যদিও বুঝতেই পারবে না আমি পাগল,
হাতে শুধু কুষ্ঠরোগীর ঝুমঝুমি
তুমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে
জানালা দিয়ে ছুড়ে দিলে একটা টাকা
অথচ, কী বলব, আমি এসেছিলাম
তোমায় একটা নতুন গান শোনাব বলে

Leave a Reply
You must be logged in to post a comment.