সালোকসংশ্লেষ

সে এক আলোর সঙ্গে সম্পর্ক করেছি কিছুদিন

মুখ নিচু করে রাখা আলোটির পবিত্র অভ্যেস

আশ্চর্য নরম ভঙ্গি, মুগ্ধ করে ফেলেছিল বেশ Ñ

তখনও বুঝিনি, তার লজ্জা, লাস্য, সবই বৈদ্যুতিন…

সারা ঘর অন্ধকার, অল্পবয়সি আলোটি মায়াবী

দু’চোখে ইশারা নেই, হতে পারে Ñ সেটাই ইশারা

টেবিলের অন্যদিকে কোনওদিন জ্বলে গেছ যারা,

তোমরা জানো, টেবিলের নিচে থাকে সাংঘাতিক চাবি

চাবি স্পর্শ করা মাত্র দপ করে জ্বলে উঠল নোখ

পায়ের আঙুলগুলো খসে পড়ল কঠিন মেঝেতে

লাফাতে লাফাতে ওরা আলোর দিকেই যেতে যেতে

অন্ধকারে ফেলে গেল অন্ধ হয়ে যাওয়া দুটি চোখ

সেই থেকে এ শরীর পরিণত হলো একটি গাছে

চলচ্ছক্তিহীন, তবু আলো, হ্যাঁ গো, আলো খেয়ে বাঁচে…