888sport live footballিক ও গবেষক কেতকী কুশারী ডাইসন

আবদুল্লাহ আল আমিন

১৯৪৭ সালের দেশভাগ তো কেবল ভূখ–র বিভাজন নয়, এ যেন ভিটেমাটি থেকে উৎখাত হওয়া ছিন্নমূল মানুষের হৃদয়ের রক্তক্ষরণ – কোথায় যাব, কী করব – এমন দ্বিধাদীর্ণ মনের বিভাজন। এই বিভাজনের মাধ্যমে দুই বাংলার জনমানস পতিত হয় এক অপরিসীম দুঃখদহনে। দীর্ঘদিনের লালিত সুখস্বপ্নের ওপর অপ্রত্যাশিত আঘাতে সবকিছু ল-ভ- হয়ে যায়, খুব স্বাভাবিকভাবেই এটি সংবেদনশীলচিত্তে গভীরতর রক্তক্ষরণ ও স্বপ্নভঙ্গের কারণ হয়ে ওঠে। দেশভাগের পর বসতবাড়ি, জমিজমা ছেড়ে পশ্চিমবঙ্গের মুসলমানদের অনেকেই পূর্ববঙ্গ অভিমুখে পাড়ি দিয়েছিলেন; তেমনি পূর্ববঙ্গের হিন্দুরা দেশ নামক বস্ত্তটির জন্য ভিটেবাড়ি, ব্যবসায়-প্রতিষ্ঠান, চাকরিস্থল ছেড়ে ছিলেন বা ছাড়তে বাধ্য হয়েছিলেন দলে-দলে। সাতচলিস্নশের দেশভাগ কেবল ভূখ-কে বিভক্ত করেনি, বিভক্ত করেছে বাংলা ভাষা-888sport live chat-888sport live footballের ভূগোলকে, অনেকের আবেগ ও শৈশব888sport sign up bonusকে করেছে দ্বিখ–ত এবং ক্ষত-বিক্ষত – যেমন করেছে কেতকী কুশারীর। পশ্চিমবঙ্গ ছেড়ে আসা বাঙালি মুসলমান জীবনের সমীকরণটি যেমন জটিল মনে হয়, তেমনি পূর্ববঙ্গ ছেড়ে যাওয়া বাঙালি হিন্দুজীবনের জলছবিটিও কম জটিল ও বেদনার নয়। কেতকী কুশারীর জীবনের কাহিনিটাও বেদনার ও বেশ জটিলতর। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পূর্বপুরুষের ভিটে এবং বাবার কর্মস্থল ছাড়েন বাধ্য হয়ে। তাঁর বাবা ছিলেন 888sport app বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এককালের কৃতী ছাত্র এবং ডাকসাইটে সিভিলিয়ান। দেশভাগের পর কেতকী কুশারী কিছু সময় কলকাতায়, তারপর ১৯৬৪ সাল থেকে বলতে গেলে স্থায়ীভাবে যুক্তরাজ্যে স্থিত হন। শৈশবের 888sport sign up bonusবিজড়িত মেহেরপুর ও নীলফামারী ছেড়েছেন ১৯৪৭-এ, জন্মভূমি কলকাতার পাট চুকিয়ে দেন ১৯৬৪-তে। তারপর ৬৪ বছর পর ২০১১ সালের ডিসেম্বর মাসে রবীন্দ্রসংগীত888sport live chatী রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণে 888sport appsে এসেছিলেন রবীন্দ্রনাথের সার্ধশতজন্মবর্ষ উদযাপন করতে। এসেই রবীন্দ্র888sport sign up bonusধন্য শিলাইদহ কুঠিবাড়ি, ফকির লালন শাহের মাজার দেখতে গিয়েছিলেন আবুল আহসান চৌধুরীকে সঙ্গে নিয়ে। কুষ্টিয়া থেকে ফিরে এসেই বৈকালিক চা-আড্ডায় মেতে ওঠেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের অফিসকক্ষে। সৌভাগ্যক্রমে সেদিনের সেই বৈকালিক আড্ডায় আমিও উপস্থিত ছিলাম। সেদিন 888sport live chat-888sport live football ও দর্শনের নানা দিক নিয়ে কেতকী কথা বলছিলেন পবিত্র সরকার, গোলাম মুরশিদ, শামসুজ্জামান খান, আবুল আহসান চৌধুরী ও রফিকুর রশীদের সঙ্গে। আমি মেহেরপুরের মানুষ জেনে আমার সঙ্গেও আলাপ জমিয়ে ফেললেন তিনি। কথা বললেন তাঁর 888sport sign up bonusর শহর মেহেরপুর, শহরের গা-ঘেঁষে বয়ে-যাওয়া ভৈরব নদ, মহকুমা প্রশাসকের লাল দালানসহ আরো কত কী নিয়ে! গত শতকের চলিস্নশের দশকে মেহেরপুরের গ্রাম-গঞ্জের রূপ কেমন ছিল সে-সম্পর্কে কত অজানা কথা বললেন তিনি! তেতালিস্নশের মন্বন্তরের সময় তিনি মেহেরপুরে বাবার বাংলোয় থাকতেন, তাও আমাদের জানালেন। আমার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপস্নুত ও 888sport sign up bonusকাতর হয়ে তিনি ফিরে যাচ্ছিলেন সাতচলিস্নশ-পূর্ব মেহেরপুরে।

888sport live footballিক ও গবেষক কেতকী কুশারী ডাইসনের জন্ম ২৩ জুন, ১৯৪০ সালে মহানগর কলকাতায়; শৈশব কেটেছে তৎকালীন পূর্ববঙ্গের মেহেরপুরে। বড় হয়েছেন 888sport live footballিক পরিম-লে; বুদ্ধদেব বসু, অজিত দত্ত, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে ছিলেন তাঁর বাবার ঘনিষ্ঠ বন্ধু। বাবা অবনীমোহন কুশারী ছিলেন অবিভক্ত নদীয়া জেলার মেহেরপুরের মহকুমা প্রশাসক। তিনি ১৯৪২-৪৫ সময়ে মেহেরপুরের মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন, পরবর্তীকালে স্বল্প সময়ের জন্য নীলফামারীতে। অবনীমোহন কুশারী ধর্মের ভিত্তিতে দেশভাগ সমর্থন করেননি, তারপরও বাধ্য হয়ে দেশভাগের পর মালদাতে মহকুমা প্রশাসক হিসেবে পোস্টিং নেন। কেতকীর পৈতৃক ভিটে 888sport appর বিক্রমপুরে এবং মাতুলালয় ফরিদপুরে। মাতার নাম অমিতা কুশারী। তাঁর পিতামহ ছিলেন সেকালের খ্যাতিমান স্কুল-শিক্ষক। অগাধ পা–ত্যের জন্য তিনি শিক্ষেত মহলে ‘শেক্সপিয়র কুশারী’ নামে পরিচিত ছিলেন। কেতকী কুশারীর প্রথম পুত্র ভার্জিল পূজারী ডাইসন ১৯৬৭ সালে এবং কনিষ্ঠ পুত্র ইগোর নীলাদ্রি ডাইসন ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। একজন গ্রাফিক ডিজাইনার ও অন্যজন প্রকৌশলী।

ছাত্রী হিসেবে কিংবদমিন্ততুল্য প্রতিভার অধিকারী কেতকী কুশারী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এন্ট্রান্স থেকে এমএ পর্যন্ত। ১৯৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি 888sport live footballে রেকর্ড মার্কস পেয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। মাত্র উনিশ বছর বয়সে তাঁর চোখে বিপর্যয় ঘটে। ১৯৬০ সালে স্কলারশিপ পেয়ে অক্সফোর্ডে চলে আসেন এবং সেখানে ১৯৬৩ সালে পুনরায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর কলকাতায় ফিরে যান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক বছর অধ্যাপনা করেন। ১৯৬৪ সালে কলকাতায় রবার্ট ডেভিড ডাইসনের সঙ্গে তাঁর বিয়ে হয়; এরপর থেকে যুক্তরাজ্যের কিডলিংটনে স্থিত হয়েছেন। অক্সফোর্ডের একেবারে গা-ঘেঁষে ছোট গ্রাম কিডলিংটন ছাড়িয়ে সোজা এগিয়ে চলেছে যে-পথ, সে-পথের নাম ব্যানবেরি রোড। পোস্ট অফিস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, ব্যাংক আর চৌমাথা ছাড়িয়ে যেখানে পথটি বাঁক নিয়েছে, সেখানে একটি ছিমছাম বাড়ি রয়েছে। এ-বাড়িতে কেতকী কুশারী ডাইসন বাস করেন। বিয়ের পর বছরদেড়েকের জন্য কানাডায় ছিলেন। ১৯৬৮ সালের শেষদিকে বিলেতে ফিরে আসেন এবং ১৯৬৯-এর শেষে অক্সফোর্ডে স্নাতকোত্তর পড়াশোনা আরম্ভ করেন। পাঁচ-ছয় বছর গবেষণাকর্মের পর ১৯৭৫ সালে ডি. ফিল ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল – ‘এ ভ্যারিয়াস য়ুনিভার্স : এ স্টাডি অব দ্য জার্নাল অ্যান্ড মেমোরিস অব ব্রিটিশ মেন অ্যান্ড উইমেন, ১৭৬৫-১৮৫৬’। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, দিলিস্ন অভিসন্দর্ভটি ১৯৭৮ সালে গ্রন্থাকারে প্রকাশ করে। তিনিই প্রথম ভারতীয় 888sport promo code, যিনি অক্সফোর্ডে ইংরেজি 888sport live footballে প্রথম শ্রেণি পান। ইংরেজি 888sport live footballের এই মেধাবী, মনস্বী ছাত্রীটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সমান স্বচ্ছন্দ। প্রায় পঞ্চাশ বছর ধরে এই অভিবাসী লেখিকা তাঁর সৃষ্টিশীলতা দিয়ে পাঠককুলকে আবিষ্ট করে রেখেছেন। 888sport app download apk, নাটক, 888sport alternative link, 888sport live এবং 888sport app download apk latest versionকর্ম-সৃষ্টিশীলতা ও মননশীলতার সর্বক্ষেত্রে তাঁর অবাধ ও অনায়াস বিচরণ। তিনি সেই স্বল্পসংখ্যক দ্বিভাষিক কবিদের একজন, যিনি বাংলা ও ইংরেজিতে মৌলিক 888sport app download apk রচনা করেছেন এবং দুই ভাষাতেই 888sport app download apk 888sport app download apk latest versionের কৃতিত্ব দেখিয়েছেন। তাঁর নাটক ভারত ও ব্রিটেনের বিভিন্ন মঞ্চে অভিনীত হয়েছে। এ-কারণেই বোধ হয় কলকাতা শহরে একটি পদ্য চালু ছিল একসময় – ‘গদ্যে পদ্যে ধোপদুরস্ত/ কেতকী কুশারী ডাইসন/ ফেমিনিস্ট তিনি জবরদস্ত/ ত্রস্ত পুরুষ বাইসন’। পদ্যটি যত লঘু রসেরই হোক না কেন, এ-কথা অনস্বীকার্য যে, কেতকী কুশারী বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ‘ধোপদুরস্ত’ লেখার দৌলতে পরিণত হয়েছেন অভিবাসী বাংলা 888sport live footballের এক উজ্জ্বলতম প্রতিনিধিতে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক 888sport app download bd। দুবার আনন্দ 888sport app download bd, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী স্বর্ণপদক ছাড়াও সম্মানিত হয়েছেন ২০০৯ সালের সেরা বাঙালি হিসেবে। তাঁর রবীন্দ্রনাথ ও ওকাম্পোর সন্ধানে (১৯৮৫), ইন ইয়োর বেস্নাসোমিং ফ্লাওয়ার গার্ডেন বা রঙের রবীন্দ্রনাথ (১৯৯৭) ইত্যাদি গ্রন্থ তাঁকে রবীন্দ্র-গবেষণার ক্ষেত্রে আলোচনা ও বিতর্কের শীর্ষে নিয়ে গেছে। তাঁর 888sport app download apk latest versionকর্মের মাধ্যমে প্রতীচ্যের 888sport live football-সমালোচকরা জেনেছেন, রবীন্দ্রনাথ কেবল রোমান্টিক কবি নন, তিনি আধুনিক কবিদের মধ্যে অগ্রগণ্য। তাঁরা আরো জেনেছেন, আধুনিকতার সব লক্ষণ রয়েছে রবীন্দ্রনাথে। বল্কল (১৯৭৭), সবীজ পৃথিবী (১৯৮০), জলের করিডর ধরে (১৯৮১), ফুল ফুটেছে দোলনচাঁপায় প্রভৃতি 888sport app download apkগ্রন্থ তাঁকে এনে দেয় কবিখ্যাতি।

কেতকী মৌলিক রচনার ক্ষেত্রে যেমন, 888sport app download apk latest versionের ক্ষেত্রেও তেমন সপ্রাণ ও স্বচ্ছন্দ। বহুপ্রজ এই লেখক বাংলা ও ইরেজি দুটো ভাষাই সমভাবে ব্যবহারে বিশেষ পারদর্শী। তিনি বাঙালি সংস্কৃতির দ্যুতি যেমন বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছেন, তেমনি বিশ্বকেও বৈদগ্ধ্যময় উপলব্ধি ও গভীর মমতা দিয়ে বাংলায় ধরতে চেয়েছেন গভীরভাবে। রাতের রোদ (১৯৯৭), মোৎসার্ট চকোলেট (সেপ্টেম্বর, ১৯৯৮) নাটক দুটি তিনি নিজেই 888sport app download apk latest version করেছেন। রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসুর 888sport app download apkর 888sport app download apk latest version করেন নিষ্ঠার সঙ্গে। ইংরেজিতে অনূদিত চার খ–র 888sport app download apkগ্রন্থ তাঁকে ভারতের ইংরেজি জানা পাঠকদের কাছাকাছি নিয়ে আসে। তাঁর বিখ্যাত 888sport app download apk latest versionগ্রন্থের মধ্যে দ্য সিলেক্টেড পয়েমস অব রবীন্দ্রনাথ ট্যাগোর (১৯৯১), দ্য সিলেক্টেড পয়েমস অব বুদ্ধদেব বোস (২০০৩) ও অ্যাংলো স্যাক্সন 888sport app download apk (১৯৮৭) বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

দুই

ইংরেজিতে 888sport alternative link লিখে সাম্প্রতিককালে যাঁরা লেখক-খ্যাতি অর্জন করেছেন তাঁদের মধ্যে বাঙালি ও ভারতীয় লেখকদের 888sport free betই বেশি। কেবল 888sport free betর দিক দিয়ে নয়, উৎকর্ষের দিক থেকেও এঁদের লেখা বিশ্বমানের। এঁদের অনেকেই ব্রিটেন ও আমেরিকায় ইংরেজিতে লিখে পুরস্কৃতও হয়েছেন, কেউ-কেউ বুকার পেয়েছেন। এই উপমহাদেশের যাঁরা ইংরেজিতে লিখছেন তাঁদের অধিকাংশই প্রবাসী, কেউ-কেউ ভারতে অবস্থান করে মাঝে-মাঝে বিদেশে যাতায়াত করেন। ভারতীয় লেখকদের যাঁরা অভিবাসিত 888sport live footballে প্রতিনিধিত্ব করছেন তাঁদের মধ্যে নীরদ সি চৌধুরী, সালমান রুশদী, বিক্রম শেঠ, অমিতাভ ঘোষ, ঝুম্পা লাহিড়ী, কিরণ দেশাই, মিরা নায়ার, সাগরিকা ঘোষ এবং কেতকী কুশারী ডাইসন অন্যতম। বাংলা 888sport live footballের সৌভাগ্য যে, বিশ শতকের প্রারম্ভে অভিবাসিত 888sport live football বলে কোনো কিছু ছিল না, তা হলে রবীন্দ্রনাথও নোবেল 888sport app download bd পেয়ে ওই একই দলে পঙ্ক্তিভুক্ত হতেন, তাঁকে আর বিশ্বকবি বলা যেত না। আর এ-কথাও সত্য যে, বাংলা ভাষায় না লিখলে কেবল ইংরেজিতে লিখে রবীন্দ্রনাথ বিশ্ব888sport live footballকে সমৃদ্ধ করতে পারতেন না। 888sport appsের যে-কজন লেখক ইংরেজিতে লিখছেন তাঁদের মধ্যে মনিকা আলী, মঞ্জুরুল ইসলাম ও তাহমিমা আনামের নাম উল্লেখ করা যেতে পারে। এঁদের লেখার পটভূমি, বিষয় ও চরিত্র সবই 888sport appsের। এঁরা সবাই প্রবাসী। একটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ভাগ্যচক্রে অনেক বাঙালি ও ভারতীয় লেখককে প্রবাসজীবন বেছে নিতে হয়েছে। কেউ কর্মসূত্রে, কেউ স্থায়ীভাবে অভিবাসী হিসেবে দীর্ঘদিন প্রবাসে আছেন। ভিন্ন ভূগোল ও সংস্কৃতির জল-হাওয়া তাঁদের মনস্তত্ত্বের ওপর প্রভাব ফেলেছে। এই লেখকদের শরীর বিদেশে পড়ে থাকলেও মন পড়ে আছে দেশে, স্বদেশের মাটি-মানুষ-নিসর্গ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারেন না।স্বদেশ-সংস্কৃতির সঙ্গে এ-ধরনের নিবিড়তার কারণে তাঁদের ভাষাভঙ্গিতে ভিন্নতা লক্ষ করা যায় – তাঁরা হয়ে ওঠেন ডায়াস্পোরা বা অভিবাসিত লেখক। আমেরিকা প্রবাসী ভারতীয় লেখক ঝুম্পা লাহিড়ীর ইন্টারপ্রেটার অব ম্যালাডিজ সম্পর্কে লিখতে গিয়ে সমালোচক মন্তব্য করেন, ঝুম্পা লাহিড়ীর জীবনটাই অভিবাসিত 888sport live footballের নমুনা। তিরিশ বছর ধরে আমেরিকায় বসবাস করেও তিনি নিজেকে ‘একটু বহিরাগত’ (অ্যা বিট অব অ্যান আউটসাইডার) ভাবেন। তিনি স্বীকার করেন যে, ভারতবর্ষে অতিবাহিত সময়টাতে তিনি সেখানে খুব একটা জড়িত ছিলেন না, তারপরও এ-কথা অনস্বীকার্য যে, তিনি মনেপ্রাণে ভারতীয়। তাঁর গল্পসংগ্রহ আন্তপরিচয়ের প্রশ্ন তোলে… সব প্রবাসী ভারতীয়ই এক ধরনের ক্লেশে ভোগে যে, তারা বহিরাগত (অ্যা সেন্স অব এক্সাইল)। সত্যিই তাই। এ-প্রসঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী লেখক আবু সাঈদ ওবাইদুল্লাহ বলেন, ‘আজ আমরা মুখে মুখে যতই জিও পলিটিক্স বা জিও লিটারেচারের কথা বলি না কেন, বাঙালি কবি-লেখক মানসিকভাবে নিজ দেশের ভাষা, মানুষ, প্রকৃতি ও ঐতিহ্যনির্ভর। তার চিন্তা-প্রক্রিয়া কেবল স্বদেশবিচ্ছিন্ন হয়ে ব্যক্তিগত চকিত অভিজ্ঞতা, একান্ত বস্ত্তঘন সত্তার চূর্ণপ্রভা প্রকাশ মাধ্যম হয়ে উঠতে পারেনি। তার চিন্তার সঙ্গে তার দেশ সব সময়ই অবিচ্ছিন্নভাবে একটি অদৃশ্য রক্তবন্ধন গড়ে তুলেছে। সে সব সময়ই স্বদেশমুখী, তার সংজ্ঞায় তার মাতৃমূর্তি তথা মাতৃভাষা কখনো দুগ্ধফোঁটা কখনো সমুদ্রের উত্তাল স্রোতের মতো হানা দেয়।’ (প্রবাসে দৈবের বশে : ‘আহা বিদেশি বাতাস!’, প্রথম আলো, ৬ জুন, ২০১৪।) যুক্তরাজ্যে বসবাসকারী কেতকী কুশারীর ক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য। তিনি ষাটের দশক থেকে বিলেতে বসবাস করছেন, তারপরও দেশি চরিত্র ও পটভূমি বেছে নিয়ে লিখছেন। 888sport app download apkটা ইংরেজিতে লিখলেও 888sport alternative link তিনি বাংলাতে লিখে থাকেন। ঝুম্পা লাহিড়ীর প্রথম 888sport alternative link দ্য নেমসেক লো ল্যান্ডে যেমন আমেরিকা প্রবাসী ভারতীয়দের জীবনযাপনের চালচিত্র উঠে এসেছে, ঠিক তেমনি কেতকী কুশারীর 888sport app download apk, 888sport alternative link, 888sport sign up bonusকথনে বিলেত প্রবাসী বাঙালি ও ভারতীয়দের জীবনচিত্র ফুটে উঠেছে। দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত (১৯৮১-৮২) প্রথম দিকের 888sport alternative link নোটন নোটন পায়রাগুলোয় তিনি বিলেতে বসবাসকারী বাঙালিদের জীবনচিত্র তুলে ধরেছেন। ‘প্রাচ্য ও প্রতীচ্যের অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই 888sport alternative linkে, বাংলা 888sport alternative linkে এমনটা ইতিপূর্বে লক্ষ করা যায়নি। সত্যিকারের আন্তর্জাতিকমানের 888sport alternative link বলতে যা বোঝায় তা-ই এটা। এর ভাষাশৈলী, প্রকরণ, উপস্থাপনা সবই অসাধারণ।’ (উত্তরাধিকার, বাংলা একাডেমি, 888sport app, ১৯৮৩)। কলকাতার আনন্দবাজার লেখিকাকে অভিনন্দন জানায় তাঁর ঈর্ষণীয় সাফল্যের জন্য। তাঁর এই 888sport alternative linkে যেমন বাঙালি পরিবার আছে, তেমনি রয়েছে আলজেরিয়ান, উত্তর আইরিশ, দক্ষিণ আইরিশ, ক্যারাবিয়ান চরিত্র। তিনি মূলত বাঙালি 888sport promo codeর দৃষ্টিভঙ্গি দিয়ে বিদেশি 888sport promo codeদের জবানবন্দিটা তৈরি করতে চেয়েছেন। তিনি তাঁর চারপাশের যেসব বিদেশি মেয়েকে দেখেছেন, তাঁদের তিনি বাঙালি পাঠকের কাছে আনতে চেয়েছেন। তারপর ২০০৩ সালে বের হয় 888sport alternative link জল ফুঁড়ে আগুন। এ-888sport alternative linkে তিনি বাঙালি ও ইংরেজদের অসবর্ণ বিবাহের বিষয়টি সামনে নিয়ে আসেন। এখানে না বলে পারছি না যে, কেতকীর বাবা-মায়ের অসবর্ণ বিবাহটাও তখনকার দিনে অমৃতবাজার, যুগান্তর ইত্যাদি সংবাদপত্রে স্থান পাওয়ার মতো ঘটনা।

তিসিডোর লিখেছেন বুদ্ধদেব বসু ও জীবনানন্দ দাশের 888sport live football এবং জীবনালেখ্য অবলম্বনে। এটি 888sport alternative link নয়, আন্তজীবনী নয়, সমালোচনা-888sport live football নয়, আবার গল্প কিংবা 888sport app download apk latest versionও নয়। অথচ বইয়ের সর্বত্র ছড়িয়ে আছে এসবের কিছু কিছু উপাদানের ছাপ। ছড়ানো বলতে এলোমেলো-অগোছালোভাবে নয়; বরং সুশৃঙ্খলভাবে সন্নিবেশন করা হয়েছে সব। ভূমেন্দ্র গুহের সম্পাদনায় প্রকাশিত সফলতা-নিষ্ফলতা 888sport alternative linkে বুদ্ধদেব বসুকে খানিকটা হেয়, ক্ষুদ্র করে উপস্থাপনের চেষ্টা করেছেন জীবনানন্দ দাশ। কিন্তু বুদ্ধদেব বসু যে ক্ষুদ্র, অপাঙ্ক্তেয়, উপেক্ষার পাত্র নন, সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন কেতকী কুশারী ডাইসন তিসিডোরে। ব্যক্তিগত দায় ও অনুরাগ থেকেই তিনি এটা করেছেন। কেতকীর পরিবার ও বুদ্ধদেব বসু কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ে পাশাপাশি বাস করতেন। তিনি খুব কাছ থেকে বুদ্ধদেব বসুকে দেখেছেন – তাঁর অনুরাগী ছিলেন। ব্যঙ্গান্তক চরিত্র হিসেবে বুদ্ধদেবকে তুলে ধরা যে জীবনানন্দের যথাযথ হয়নি, সঠিক হয়নি – নানা যুক্তি-প্রমাণের সাহায্যে কেতকী কুশারী সেটা প্রমাণের চেষ্টা করেছেন এই গ্রন্থে। তিসিডোরে কেতকী আবির্ভূত হয়েছেন একাধারে গবেষক ও সমালোচক হিসেবে। তবে অনেকের কাছে তিসিডোর খানিকটা একঘেয়ে ক্লামিন্তকর মনে হয়েছে। একই কথার পুনরাবৃত্তি ঘটেছে বিভিন্ন অংশে। অনেকে মনে করেন, কেতকী এ-গ্রন্থে গবেষক ও সমালোচক হিসেবে নির্মোহ দৃষ্টিভঙ্গির পরিচয় দিতে পারেননি। বুদ্ধদেবের প্রতি বিশেষ পক্ষপাতের কারণে এই পুনরাবৃত্তি হয়েছে বলে 888sport live football-সমালোচকরা মনে করেন। রবীন্দ্রনাথের ‘কর্ণ-কুমত্মী সংবাদ’ 888sport app download apkর ইংরেজি নাট্যরূপ দিয়েছেন তিনি। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ স্কুলের অধ্যাপক, গবেষষক ও 888sport app download apk latest versionক ড. উইলিয়াম র‌্যাডিচে কেতকীর রাতের রোদের ইংরেজি নাট্যরূপ নাইটস সানলাইটকে অসাধারণ নাটক হিসেবে মন্তব্য করেছেন।

কেতকীর বেড়ে ওঠা থেকে পূর্ণতাপ্রাপ্তির বিভিন্ন পর্বে দেখা যায়, পারিবারিক ও পৈতৃক অবস্থানের দিক থেকে তিনি বিশ্বনাগরিক দৃষ্টিভঙ্গি যেমন পেয়েছেন, তেমনি রবার্ট ডাইসনকে বিবাহ করার সূত্রও পেয়েছেন। আন্তর্জাতিক ও বিশ্বমুখীন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যাবে তাঁর রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সন্ধানে 888sport alternative linkে। এটি বাংলা 888sport live footballে অনবদ্য সৃষ্টি। এই 888sport alternative linkে সেফার্দিক ইহুদি চরিত্র আছে, সেফার্দিক গানের 888sport app download apk latest versionও রয়েছে। কেতকী পাঁচ-ছয় বছর ধরে রবীন্দ্রনাথের বর্ণভাবনা নিয়ে কাজ করেছেন সুশোভন অধিকারী, অ্যাড্রিয়ান হিল ও রবার্ট ডাইসনের সঙ্গে। এটি একটি বড়মাপের কাজ এবং পশ্চিমবঙ্গের চক্ষু বিশেষজ্ঞরা এটি গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেছেন। একসময়ে অনেকেই প্রশ্ন তুলেছেন রবীন্দ্রনাথ কেন তাঁর গানে-888sport app download apkয় হেমস্তের বর্ণনা দেননি। বিষয়টি তখন কেউ পরিষ্কারভাবে বুঝতে ও বোঝাতে পারেননি। কেতকী তাঁর রঙের রবীন্দ্রনাথে বিষয়টি খোলাসা করে দিয়েছেন আমাদের কাছে। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ আসলে হেমস্তের লাল-গেরুয়া রংটা দেখতে পেতেন না, তাই তাঁর লেখায় তেমন হেমস্তের পাতা ঝরার কথা নেই।

 

তিন

‘কবিসত্তাই হলো আমার সব লেখার মূল চালিকাশক্তি’ – এ-কথা এক সাক্ষাৎকারে কেতকী দৃঢ়তা ও আন্তরিকতার সঙ্গে বলেছিলেন। তিনি আরো বলেছিলেন, ‘আমি 888sport alternative link বা নাটক যা-ই লিখি না কেন, কিংবা গবেষণায় নিয়োজিত থাকি না কেন, সব সময়ই আমার ভেতরে কবিসত্তা কাজ করে।’ 888sport live footballের একাধিক শাখায় কাজ করার পরও তাঁর কবি-পরিচয়টি নিষ্প্রভ হয়ে যায়নি। তিন-চার বছর বয়স থেকেই তিনি 888sport app download apk লেখেন। তিনি মনে করেন, লেখক হিসেবেই তাঁর জন্ম, তাই তাঁকে লিখতে হবেই। লেখাই তাঁর কাজ, লেখাই তাঁর জীবন। তাই নিরলসভাবে তিনি লিখে চলেছেন। নতুন অভিজ্ঞতাকে কীভাবে বাংলা ভাষায় মেলে ধরা যায়, সেটা তিনি নিজের ভেতর চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন অনেক আগে থেকে এবং সেই চ্যালেঞ্জেই মগ্ন আছেন দীর্ঘ দিবস-রজনী। তাঁর ‘বল্কল’, ‘জলের করিডর ধরে’, ‘সবীজ পৃথিবী’ 888sport app download apkগুলো পাঠ করলে স্বচ্ছভাবে বোঝা যাবে যে, এসব 888sport app download apkয় তিনি ভিন্ন ভূগোল ও ঋতুচক্রের বয়ানের মাধ্যমে পরম নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নতুন ভাষাশৈলী নির্মাণ করেছেন। হয়তো 888sport live footballের সমালোচকরা এটা সেভাবে খেয়াল করেননি। তাঁর ‘শীতের শরৎ’ 888sport app download apkয় রয়েছে শীতের মধ্যে শরৎ খুঁজে পাওয়ার বিষয়টি। ‘ব্রাইটনে গ্রীষ্ম শেষ’ 888sport app download apkটি বিদগ্ধ পাঠককুলের সমাদর পেয়েছে। পূর্বেই উল্লেখ করেছি যে, কেতকী কুশারী ডাইসন ইংরেজি 888sport live footballের ছাত্রী হিসেবে বিদ্যা ও বৈদগ্ধ্যে ছিলেন অনন্য। কবি হিসেবে খ্যাতি লাভ করেন প্রথম যৌবনেই। সাপ্তাহিক দেশ পত্রিকায় যখন তাঁর 888sport app download apk মুদ্রিত হতো, তরুণ পাঠকরা আগ্রহভরে তা পড়ত। দীর্ঘকাল ভারতবর্ষের বাইরে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি, ফলে তাঁর 888sport app download apkয় লেগেছে বিশ্বমুখীন ও কসমোপলিটান ভাব-ভাবুকতার প্রলেপ। তিনি প্রাচ্য-প্রতীচ্য দুটোই নিয়েছেন, কোনোটাই উপেক্ষা করেননি, তা সে যতই তুচ্ছ হোক। বাঙালির গ্রামীণ গানে-পালায়, সুফি-সহজিয়া-মরমি দর্শনে যে-বিশ্বমুখিনতা রয়েছে, তার অনেক কিছুই তিনি নিয়েছেন অকাতরে। লালনের গানের সহজিয়া ভাবধারা তাঁকে মুগ্ধ করেছে গভীরভাবে। লালন কিংবা 888sport app মরমি ভাবুকের কাছ থেকেও তিনি তাঁর 888sport app download apkর রসদ সংগ্রহ করেন। তাঁর বারবারই মনে হয়েছে, শাক্ত, বৈষ্ণব, সহজিয়া ভাবধারা – এসব তত্ত্ব যদি আমরা সঠিকভাবে আমাদের চিন্তন-মনন ও জীবনচর্যায় ব্যবহার করতে পারতাম, তা হলে হয়তো আমরা অনেকদূর যেতে পারতাম। কিন্তু ধর্মীয় ফান্ডামেন্টালিজম সব এলোমেলো করে দিয়েছে, আগে বাঙালির নিজস্ব মানবতন্ত্র ছিল, এখন আর সেটা নেই বললেই চলে।

কেতকীর শৈশব কেটেছে 888sport appsের মেহেরপুর শহরে। তাঁর ছোট বোন করবীর জন্ম মেহেরপুর শহরে। সেই কবে তিনি মেহেরপুর ছেড়েছেন, তারপরও জন্মস্থানের মতই তাঁর 888sport sign up bonusর শহরটিকে আজো বুকের মধ্যে আগলে রেখেছেন। মহকুমা প্রশাসকের বাংলোয় খুব ভোরে তাঁর ঘুম ভাঙত। পাখির ডাক শুনতে-শুনতে জেগে উঠে দেখতেন, – ‘প্রতি সকালে উঠে আমার মনে হতো যে জগৎটা পুনর্জন্ম লাভ করেছে।’ সম্প্রতি প্রকাশিত 888sport live সংকলন কাছে দূরের কক্ষপথের বিভিন্ন নিবন্ধেও তিনি মেহেরপুরের 888sport sign up bonusচারণ করেছেন। সব কবিই নিজস্ব স্বপ্ন, কল্পনা, আবেগ, চৈতন্য, মনের মাধুরী মিশিয়ে 888sport app download apkর শরীর নির্মাণ করেন, কেতকীও তাই করেছেন। ১৯৭৭ সালে প্রকাশিত প্রথম 888sport app download apkগ্রন্থ বল্কলে তিনি পরিশীলিত রুচি, বোধের সঙ্গে আবেগের মিলন ঘটিয়েছেন দক্ষতার সঙ্গে। বলা বাহুল্য হবে না যে, তিরিশের কবিদের আধুনিকতাকে মর্মমূলে ধারণ করে আধুনিক বাংলা 888sport app download apkর যাত্রা শুরু। পঞ্চকবির মধ্যে জীবনানন্দের পর সবচেয়ে প্রভাবশালী ও বহুমাত্রিকতার অধিকারী ছিলেন বুদ্ধদেব বসু। এরপর যাঁর নাম আসে, তিনি হলেন সুধীন্দ্রনাথ দত্ত। বুদ্ধদেবের সচ্ছল, স্মার্ট কাব্যভাষা এবং সুধীন্দ্রনাথের ভারি শব্দের নিরাবেগ প্রকাশ, মিথকথন আধুনিক কবিদের টেনেছিল দারুণভাবে। কেতকীর 888sport app download apk পাঠ করলে বুদ্ধদেব ও সুধীন্দ্রনাথের সঙ্গে বিস্ময়কর মিল খুঁজে পাওয়া যায়। তাঁর 888sport app download apkয় হৃদয় নয়, উদ্দীপ্ত হয় বোধ। ‘অ্যাকসিলরেশন’ 888sport app download apkয় কেতকী লিখেছেন, ‘আজ চক্রবৃদ্ধিহারে পূর্ণতম হলো জাগরণ/ শ্বেত ময়ূরের মতো জ্যোৎস্না নেমে এসেছে মাটিতে।’ এ-888sport app download apkয় তিনি আধুনিক মানুষের আবেগ ও দৃষ্টিভঙ্গি, দুটোই নিয়েছেন। অক্সফোর্ড কিংবা কিডলিংটনের কোনো এক বাংলোয় বসে দিবস-রজনী তিনি 888sport sign up bonusর যমুনায় হাবুডুবু খান। বকুলের গন্ধেভরা ঋতুতে তিনি দেখতে পান তুষারকণা জানালার কাচে জ্যামিতিক চিত্র আঁকছে। ‘নববর্ষ’ 888sport app download apkয় তাঁর হৃদয় উৎসারিত প্রেমের তুলিতে আঁকা প্রেমিকের মনোহরণ রূপটি বড় মধুর, বড় আকর্ষণীয়। ‘মদের মতো পাগল করা ছেলে,/ পদাবলীর সখার মতো কালো’ – সব উজাড় করে দিয়ে কেতকী কুশারী তাঁকে ভালবেসেছিলেন। ১৯৮০ সালে প্রকাশিত ‘সবীজ পৃথিবী’তে কবির ভাবোচ্ছ্বাস আর আবেগময়তার সঙ্গে বিদেশের গাছপালা, পত্র-পুষ্প-পলস্নবের রূপ-রং-গন্ধ ও গঠন মিলেমিশে একাকার হয়ে আছে। ‘হানিসাকল’ 888sport app download apkয় কবি ছেলেবেলার মতো মিষ্টি ছড়া কেটে বলেছেন, ‘বাপের বাড়ি লেবুপাতা,/ শ্বশুরবাড়ির দই,/ আমের বনে হাওয়ার আমেজ,/ গন্ধ-আতপ কই?’ চাঁদের আলোয় আকাশ, নদী, সমুদ্রসৈকত মোহনীয় হয়ে ওঠে সব কবির কাছে, একদিন সমুদ্রসৈকত অপরূপ রূপে ধরা দেয় কেতকীর কাছে। তিনি লেখেন, ‘দেখেছি ভাস্বর/ অনন্তশয়নে বিষ্ণু, ব্রহ্মা–আংটির একটি নীলা।’ (‘শীতের শরৎ’)।

কেম্পটাউনে হেরিং মাছ কিনতে গিয়ে কবির মনে পড়ে যায় বাঙালির চিরায়ত রন্ধন ঐতিহ্যের কথা, তাঁর মায়ের রান্নাঘরের 888sport sign up bonus। 888sport sign up bonusকাতর কবি লেখেন – ‘মা গো, তোমার শিলনোড়া বেয়ে এখনও হলুদজল পড়ে,/ উনুনে উথলে-উঠা ডালের ছোপ,/ খুরিতে পাঁচফোড়ন, কালো জিরে’। 888sport app download apkয় আঁকা ছবিটি শিলনোড়া, খুরিতে পাঁচফোড়ন, ডালের ছোপের মত একবারেই আটপৌরে, সাদামাটা কিংবা সদ্য গাছ থেকে তোলা কাঁচামরিচের মতই সতেজ ও সজীব। ১৯৮১ সালে প্রকাশিত হয় কেতকী কুশারী ডাইসনের তৃতীয় 888sport app download apkগ্রন্থ জলের করিডর ধরে। ‘যদি হাজার কিলোমিটার হাঁটতে হয়’ 888sport app download apkয় কবি গভীর অরণ্যে দীর্ঘপথ হাঁটবার জন্য সহযাত্রী বন্ধুদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। তিনি লিখেছেন – ‘লাল ফুটবলের মতো যে-অস্তসূর্যটাকে/ লাফাতে লাফাতে তালবনে নেমে যেতে দেখেছি,/ উলটো দিকের মাঠে দৌড়তে দৌড়তে/ আবার বর্তুল তাকেই খপ করে ধরে ফেলবো’। তাঁর বিশ্বাস অরণ্যের শেষপ্রাস্তে পৌঁছতে পারলে আছে সব প্রতিকারহীন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। কবি মাঝে মাঝে চিরচেনা প্রতিবেশেও খুঁজে পেয়েছেন অচেনা-অজানা দেশের খনি, অজ্ঞাত ভাবনার সূত্র। তারপর অনেক পথ হেঁটে সম্ভবত পশ্চিমবঙ্গের কোনো এক ছায়া888sport app গ্রামের কাছে তিনি ও তাঁর সঙ্গীরা পৌঁছলেন। হঠাৎ তাঁর খেয়াল হল জলের বোতল খালি। সে-গ্রামে তিনি দেখলেন শৈবদের আড্ডার পাশাপাশি বৈষ্ণবদের আশ্রম। সেই আশ্রমে শীর্ণ, হাস্যোজ্জ্বল, তাম্বুলরাঙা এক বৈষ্ণবীর সাক্ষাৎ পেলেন তাঁরা। নদীর জল পানযোগ্য নয় জেনে তিনি বৈষ্ণবীকে জল ফুটিয়ে দিতে বললেন। বৈষ্ণবী শুকনো ডালপালা জ্বেলে জল ফুটিয়ে দিলেন এবং ব্যাখ্যা করে শোনালেন দেহান্তবাদের নিগূঢ় তত্ত্ব, যা রসিকচিত্তে ভাবরসের জন্ম দেয়। বোষ্টমির ভাষায় কেতকী বলছেন, ‘এতক্ষণে জীবগুলো নাশ হইলো,/ চক্ষে যাদের যায় না দেখন,/ জলের দেহে বিলীন ছিলেন আত্মাগুলি,/ ভবে যেমন অরূপরতন’ (‘অরূপরতন’)। এ-888sport app download apkটি কবি বৈরাগ্যের ধূপছায়ায় মগ্ন, প্রামিন্তক ও সামাজিকভাবে দীর্ণ মানুষগুলোর উদ্দেশে উৎসর্গ করেন। ১৯৯২ সালে প্রকাশিত কথা বলতে দাও 888sport app download apkগ্রন্থে কেতকী কুশারীর যাপিতজীবনের প্রসন্নতা ও হার্দিক অনুভূতি মিশে আছে গভীরভাবে। ‘গল্প নয়’ 888sport app download apkয় কবি বারাণসীর এক মাতৃহারা কিশোরীর জীবনচিত্র এঁকেছেন গভীর মমতায় ও স্নিগ্ধ দরদে। উল্লেখ করা প্রয়োজন যে, কেতকীর মা বেড়ে ওঠেন বারাণসীতে এবং সেখানে তিনি তাঁর কাজিনদের সঙ্গে হিন্দি মিডিয়াম শিক্ষায়তনে পড়াশোনা করেন। সেতার, ভজন ও গান্ধীবাদ ভালবাসতে শিখেছিলেন তাঁরা বারাণসীতেই।

১৯৯৯ সালে প্রকাশিত হয় কেতকী কুশারীর জাদুকর প্রেম, জাদুকর মৃত্যু। এ-888sport app download apkগ্রন্থে এমন এক কবিকে আমরা পাই, যিনি নিরন্তর সাধনা, অধ্যবসায়, নিষ্ঠার মধ্য দিয়ে আয়ত্ত করে নেন মহৎ কবির অভিধা। সবল, সতেজ ও স্বতন্ত্র কাব্যভাষায় নির্মাণ করেন গ্রন্থভুক্ত 888sport app download apkগুলোর শরীর। এ-কাব্যে তাঁর যে-স্বাতন্ত্র্য তা কোনো আকস্মিক ঘটনা নয়, ১৯৭৭ সালে প্রকাশিত বল্কলেই সেই বার্তা পৌঁছে দিয়েছেন তিনি প্রবলভাবে। কবিমাত্রই এক নিঃসঙ্গ পরিব্রাজক, যাঁকে একলব্যের মতোই দৃঢ়সংকল্প ও গভীর আন্তবিশ্বাসের সঙ্গে নিঃসঙ্গতার শরে রক্তাক্ত হয়ে পথ চলতে হয়। শুরু থেকেই কেতকী একলব্যের মতো কঠিন পথটি বেছে নিয়েছেন। জাদুকর প্রেম, জাদুকর মৃত্যুতে বহতা নদীর মতোই স্বচ্ছন্দ, স্বতঃস্ফূর্ত ও অকুণ্ঠ কবির চেতনা, ভাব-ভাষা, বিশ্বাস, আবেগের গতিবেগ। জ্যোৎস্নায় ভেসে-যাওয়া রাতে এক গায়কের গান শুনে কবি চাঁদকে বলছেন, ‘সুরের জাল পাতো, নামাও, নাচাও।/ মানুষের জালে যারা মরতে বসেছে তোমার জালে তারা দুদ- বাচুক।’ তাঁর মনে হয়েছে, গানের সুরে পাথর গলে, গান শুনে বর্বর ঘাসে ধরে বীজ। ‘সূর্য চলেছে দক্ষেণায়নে’ 888sport app download apkয় সূর্যদেব কবিকে পরামর্শ দিয়ে বলছেন, ‘থতমত খাবি না, ভয় পাবি না পৃথিবীতে কাউকে,/ যে কটা দিন পারিস স্রেফ জ্বলে যাবি।’ কবির প্রদত্ত তথ্যানুযায়ী, তিন-চার বছর বয়স থেকে তিনি 888sport app download apk লিখছেন। সেই হিসাবে ধরে নেওয়া যায়, কেতকী কুশারীর কাব্যযাত্রা শুরু গত শতকের চলিস্নশের দশকের শেষার্ধ থেকে। তারপর থেকে লিখছেন আর লিখছেন। সাত দশকের 888sport live football-পরিক্রমায় বহুমাত্রিক সৃজনকুশলতা দিয়ে 888sport live footballের সব শাখা ঋদ্ধ করেছেন তিনি, তারপরও 888sport app download apkর সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক।

শক্তিমানদের অনুকম্পা লাভ কিংবা বিলেতে এস্টাবলিশমেন্টের জন্য লেখালেখি তিনি করেন না, পেশা ও ব্রত হিসেবে বেছে নিয়েছেন লেখকজীবন। ভেবে বিস্মিত হতে হয় যে, কেবল বই লেখার জন্য তিনি ১৯৮৫ সালে আর্জেন্টিনা পর্যন্ত গিয়েছেন, তারপর গবেষণা করেছেন এবং ভিক্টোরিয়া ওকাম্পোর ওপর দুটো বই লিখেছেন। তাঁর লেখা ইন ইয়োর বেস্নাসোমিং ফ্লাওয়ার-গার্ডেন : রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড ভিক্টোরিয়া ওকাম্পো লাতিন আমেরিকার প্রচুর পাঠক পড়েছেন। এটি স্প্যানিশ ভাষায় অনূদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি সারাক্ষণ কেবল লিখছেন আর লিখছেন, লেখার শেষ নেই তাঁর, কাজেরও শেষ নেই। তাঁর পানে চেয়ে বিস্মিত হতে হয় যে, এত বড়মাপের লেখক হয়েও তিনি কিনা কলকাতার লিটলম্যাগের জন্যও লেখা পাঠাচ্ছেন। বিভিন্ন ভাষার 888sport app download apk 888sport app download apk latest versionের কাজও করছেন তিনি। রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসুর 888sport app download apk ইংরেজিতে 888sport app download apk latest version করেছেন, আবার অ্যাংলো-স্যাক্সন 888sport app download apk বাংলায় রূপান্তর করেছেন। 888sport app download apk latest version করেছেন বাংলা থেকে ইংরেজিতে, ইংরেজি থেকে বাংলায় এবং স্প্যানিশ থেকেও কিছু। ব্রিটিশ কবিদের মধ্যে ডিএম টোমাস, ডেভিড কন্সটান্টাইন, আর্জেন্টাইন কবি কিম ট্যাপলিন, রাফায়েল ফেলিপে ওতেরিনিয়োসহ বেশ কজন কবির 888sport app download apk 888sport app download apk latest version করেছেন। সেস্নাভেনিয়ায় এক পোয়েট্রি ওয়ার্কশপে ফিনল্যান্ডের কবিদের ইংরেজিতে 888sport app download apk latest version করা 888sport app download apk তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করে বুঝে নিয়ে কেতকী পুনরায় ইংরেজিতে 888sport app download apk latest version করেন।

১৯৬০ সালে মাত্র কুড়ি বছর বয়সে দেশ ছাড়ার সময় বাংলা ভাষা-সংস্কৃতির বুনিয়াদটা সঙ্গে করে নিয়ে যান তিনি, আর এ-কারণে ব্যস্ততার মধ্যেও ভুলে যাননি বাঙালি, 888sport apps ও বাংলা 888sport live football। এক চিঠিতে তিনি জানিয়েছেন, 888sport appsের মুক্তিযুদ্ধের সমর্থনে তিনি লন্ডনে অনুষ্ঠিত এক সমাবেশে যোগদান করেন ১৯৭১-এ। (এই রচনার লেখককে লেখা কেতকী কুশারী ডাইসনের চিঠি, ৫ সেপ্টেম্বর, ২০১৫)। সে-সময়ে তিনি অক্সফোর্ডে পোস্ট-গ্র্যাজুয়েট করছিলেন। তিনি পশ্চিমবঙ্গের বাঙালি লেখকদের যেমন জেনেছেন এবং পড়েছেন, তেমনি 888sport appsের আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলীও পড়েছেন। গভীর সম্পর্ক ও যোগাযোগ ছিল শামসুর রাহমান, রফিক আজাদের সঙ্গে; আজো নিবিড় যোগাযোগ রয়েছে বদরুদ্দীন উমর, হাসান আজিজুল হক, গোলাম মুরশিদ, নির্মলেন্দু গুণ, সেলিনা হোসেন, মহাদেব সাহা, বেলাল চৌধুরী, দিলারা হাসেম, তসলিমা নাসরিনের সঙ্গে। অথচ অক্সফোর্ডে পাশাপাশি বসবাস করেও তিনি নীরদ সি চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ হতে পারেননি, কারণ নীরদবাবু পূর্ববঙ্গের মানুষ হয়েও কেতকীর সঙ্গে সম্পর্ক গড়তে তেমন আগ্রহ দেখাননি। 888sport appsের আধুনিক 888sport app download apkর প্রতিও তাঁর বেশ আগ্রহ ও জানাশোনা রয়েছে। 888sport appsের 888sport app download apkয় দেশপ্রেম, রাজনীতি ও আবেগের প্রাবল্য বেশি এবং ক্ষেত্রবিশেষে মুক্তিযুদ্ধ নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে অতিমাত্রায়। এ-প্রবণতা 888sport app download apkর জন্য কিছুটা বিপজ্জনক বলে মনে করেন তিনি।

কেতকী কুশারী ডাইসনের শিকড় দুটি সংস্কৃতির গভীরে প্রোথিত, এ-কারণে তিনি অখ- বাংলার মাটি ও জল-হাওয়া যেমন বোঝেন, তেমনি উপলব্ধি করতে পারেন বিলেতের হিম-তুষার আবহাওয়া। তিনি মনে করেন, সংস্কৃতির আদান-প্রদান ও মিশ্রণের মধ্য দিয়ে একজন লেখকের লেখা সমৃদ্ধ হয়, ভাষার মধ্যে শিকড় না থাকলে 888sport app download apk লেখা যায় না। তিনি নিজেকে একজন শিকড়বদ্ধ লেখক বলে মনে করেন। বহুপ্রজ এই লেখক 888sport app download apk latest versionের মাধ্যমে বাংলাকে মেলে ধরেছেন বিশ্বসভায়, আবার বাংলা ভাষার মাধ্যমে বিশ্ব888sport live footballকেও হাজির করিয়েছেন বাঙালির মহাআঙিনায়। বিশ্ব পরি888sport slot gameে তিনি সঙ্গী করেছেন ছেড়ে-আসা 888sport appsের সোনালি 888sport sign up bonus এবং সুফি-সহজিয়া গান ও গ্রামবাংলার লোকায়ত পালাকে। তাঁর ডানায় রয়েছে শিকড়, যা অবিভক্ত বাংলার মৃত্তিকার গভীরে প্রোথিত, আবার শিকড়ে রয়েছে সুনীল আকাশ পরি888sport slot gameের স্বপ্নডানা। তা-ই তো ঘর ও বাহির দুটির মেলবন্ধনে এখনো তিনি অক্লান্ত ও স্বতঃস্ফূর্ত। r