মানুষ একটি জাদুকরী সুতীক্ষè সুচের
শক্তিসৌন্দর্য নিয়েই পৃথিবীতে আসে
যা যে-কোনো কঠিন বস্তুকে ভেদ করে যায় –
ওই সুচের ডগায়
কোন হাইপার মারণাস্ত্রের আয়ু কয়েক মুহূর্ত!
এই সুচের সংবাদ জানাটাই
মানুষের দ্বিতীয় সৌভাগ্য
যা নিশ্চিত করে মনুষ্য অভিধা!
অসংখ্য জন্মের স্রোতে তাই মানুষ সংখ্যকমাত্র!

Leave a Reply
You must be logged in to post a comment.