সুন্দরের সুষমা

সুন্দরের

বিবিধ সুষমা নিয়ে

ফুটে আছো –

কী উল্লাস নিয়ে

লাল শাড়ি

তোমার কোমর ধরে আছে

কাঁপছে তোমার

লাল শাড়ি

আততায়ী সুন্দর ছুঁয়ে ছুঁয়ে

শস্যের

আবহমান ঢেউ তুলে

বেণি

দুলছে … দুলছে …

একটি কালো ক্লিপ

মাজরাপোকার

খিদে নিয়ে

বসে আছে

বেণি-বাঁধা চুলের ওপর।