সুবর্ণভূমি

অন্তহীন সবুজের হাতছানি

আর ডাকে মাটির মমতা

স্বপ্নের ডানায় ভর দিয়ে

উড়ে উড়ে

ভেদ করে মেঘের রহস্য

অনন্তের লাল-নীলে পালক ভিজিয়ে

আমি এসে নামলাম

বোধিবৃক্ষে ফুটে আছে

888sport free betতীত ফুলের প্রতীক

ডালে ডালে নানান রঙের আলো

জ্বলে সারাক্ষণ

সাগরের তীরে নীল অশ্ব

দেখায় দাপট

জলরঙে আঁকবো ইমেজ

ঢেউয়ের বিচূর্ণ সাদা

ফণার ধরন

দ্বীপের দিগন্তঘেঁষা পাহাড়ের নির্জন সন্ন্যাস

হিমহিম হাওয়ার নাচন আর ওড়াউড়ি

ধরবো তুলিতে

জাদুঘর খুলে দেবে নিজের দরোজা

ধরা দেবে সোনালি অতীত

বলবে একান্ত কথা কানে কানে আপন ভাষায় শোনাবে গৌরবগাথা কালের কবিরা

Published :


Comments

Leave a Reply