পিয়াস মজিদ
ধারাবাহিক 888sport sign up bonusকথা লিখেননি সৈয়দ শামসুল হক। তবে আমার স্কুল শীর্ষক অনুপম 888sport sign up bonusগদ্য থেকে পঞ্চাশের দশকের 888sport live football-সংস্কৃতি জগতের 888sport sign up bonusভাষ্য তিন পয়সার জ্যোছনায় আত্ম888sport sign up bonusসূত্রে সমাজসমষ্টি যে অপরূপ-অনন্যতায় প্রকাশিত তা সত্যি বিস্ময়াবহ। তাঁর দার্শনিক আভাময় 888sport sign up bonusলেখ প্রণীত জীবন – এর সমান্তরালে পাঠ করতে হবে হে বৃদ্ধ সময় নামের অসমাপ্ত আত্মকথাকেও।
দুই
আমার স্কুল (২০০৪) তাঁর আত্মজীবনীর এক মুক্ত পর্যায়। স্কুলের প্রস্তাবনায় লেখকের শৈশব-কৈশোর ধরা আছে এখানে। জন্মশহর কুড়িগ্রামের মনোহর পরিচয় তিনি লিপিবদ্ধ করেছেন, আবার সে-শহরের সমান্তরালে নিজের বেড়ে ওঠা, শিক্ষালাভ ও আগামীর হাতছানিও টুকে রেখেছেন –
কুড়িগ্রামে আমার জন্ম। মানচিত্রে 888sport appsের ছবিটিকে দেখায় যেন
ল্যাজ ঝোলা এক পাখি। উত্তরে রংপুর, দিনাজপুরে তার ঝুঁটি, দক্ষিণে টেকনাফ পর্যন্ত ল্যাজ ঝুলিয়ে, নীল সাগরের দাঁড়ে পা রেখে সে বসে আছে সবুজটি হয়ে। তার ঝুঁটির পেছনে পালকের কোথাও আছে কুড়িগ্রাম।
কলকাতার কাগজে স্বপনবুড়ো স্বাক্ষর করা নামটি যে বিরাট বিশ্বের স্বপ্ন এঁকে দিয়ে যায় সৈয়দ শামসুল হক ওরফে বালক বাদশার বুকে, তার ইঙ্গিত পাওয়া যায় এখান থেকে। কুড়িগ্রামের আঞ্চলিক ভাষার আনন্দ-উপচারে যেমন বর্ণিল এই বই, তেমনি রঙ্গরসিকতা, লোকছড়া, প্রবাদ ইত্যাদির উল্লেখেও বিশিষ্ট। বাক্য ও ভাষা শেখার অভিনব পাঠদানে প্রদ্যোৎবাবু যেমন 888sport app download for androidীয় হয়ে থাকেন, তেমনি কয়েক মাস ক্লাস করানো ভোলাদার বর্ণনায় জ্যোৎস্নারাতে রংপুরের কারমাইকেল কলেজের গল্প পাঠকের মন হরণ না করে পারে না –
একদিন জ্যোৎস্নার ভেতরে সারারাত তারা হস্টেলের ছাত্ররা মাঠের ওপরে বসে গল্প করেছেন। বললেন, জানিস জোছনারও জল হয়! সেই জল চোখে না দেখা যায়। কিন্তু সেই জলে শরীর ভিজিয়া যায়। নদীর জলে ভিজিলে কাপড়ে-চোপড়ে শরীর ভারী হয়া যায়, জোছনার জলে শরীর হালকা হতে হতে এমন হয় যে মনে হয় আকাশে উড়িয়া যাও।
আবার স্বাস্থ্যশিক্ষার ক্লাসে অধরবাবু ‘মানুষ অভ্যাসের দাস’ এই বাক্যবন্ধে ‘দাস’ শব্দের অর্থ জিগ্যেস করায় যখন বলেন, ‘দাস মানেই গোলাম, চাকর। গলায় দড়ি বাঁধা গরু। যেমন, ভারতবাসী। ব্রিটিশের গোলাম, ব্রিটিশের দাস। এই ভারতে ভারতবাসীর চেয়ে আর কেউ নয় এত দূর পর্যন্ত দাস!’ তখন স্বাস্থ্যের ক্লাস হয়ে ওঠে যেন পরাধীন ভারতের ছাত্রদের কাছে পৃথিবীর স্বাধীন পাঠশালা।
ক্লাস সিক্সে যখন ওঠেন সৈয়দ শামসুল হক, তখন ‘ঝপ করে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়ে গেল’। যুদ্ধ থামা-শহরে দুঃখের বান ডাকে। কাপড় বাড়ন্ত, তেল দুষ্প্রাপ্য, চাল দুর্লভ, কাগজের অভাবে পাঠ্যবই ছাপা হয় ঘুড়ির কাগজে। ক্ষুধাপেটে বালক শামসুল হক সামনে পেয়েছেন শুধু আলুসিদ্ধ। তবু পড়া চালিয়ে যান, কারণ তিনি জানতেন, ‘রাজা নিজের দেশে সম্মান পান, বিদ্বানের সম্মান পৃথিবীর সর্বত্র’।
সৈয়দ শামসুল হক প্রাতিষ্ঠানিক পড়াশোনা সম্পন্ন করেননি কিন্তু নিজের স্কুল নিয়ে এ আন্তরিক গদ্যে নিজেই বলেছেন –
জীবনে কোনো পরীক্ষায় কোনো স্থান অধিকার করতে পারি নি আমি। কোনো দুঃখ নেই তাতে। ভালো লাগে ভাবতে যে, বিদ্যালাভের অধিকারে আছি এখনো। স্কুল ছেড়েছি সেই কবে। স্কুল এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছি। স্কুলের পড়া শেষ করেছি, নিজের পড়া এখনো শেষ করতে পারি নি। এক জীবন কেন, শত জীবনেও পড়া কখনোই শেষ হবার নয়।
তিন
সম্প্রতি তোমাকে লক্ষ করিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। তোমাকে ঠিক চিনিয়া উঠিতে পারিলাম না। সন্দেহ হয় আমিই তোমার জন্মদাতা কি-না। বোধ করি জগৎও তোমাকে জন্ম দিয়াছে। জগতের ভাগই অধিক বলিয়া দেখিতে পাই। পিতা হিসাবে আমি নিমিত্তমাত্র।
আত্মজৈবনিক গ্রন্থ প্রণীত জীবনের (২০১০) প্রারম্ভাংশে সৈয়দ শামসুল হক নভেম্বর, ১৯৫৩ তারিখে তাঁর কাছে পিতার লিখিত পত্র888sport sign up bonus থেকে উদ্ধৃত করেন :
আমরা বলি, সন্তানের মধ্যে পিতার চেয়ে জগতের ভাগ বেশি হয়ে উঠলেই একজন মানুষের আত্মজীবনী লিখতে হয়। কারণ পিতা-মাতা যেমন সন্তানকে জন্ম দেয়, তেমনি এই পিতৃমাতৃদত্ত জন্মের পর অজস্র মৃত্যুর মধ্য দিয়ে একজন 888sport live chatীর নতুন জন্ম ঘটে। তখন প্রয়োজন ঘটে তাঁর জীবনের আলো-অন্ধকার জন-ঔৎসুক্যের কাছে মেলে ধরার।
না, প্রথাসিদ্ধ আত্মজীবনী সৈয়দ হক রচনা করেননি। তাই দেখব শূন্য ক্যানভাসে প্রথম লেখন এবং যাত্রাপুস্তকের মতো 888sport sign up bonusসংশ্লেষী রচনার পাশাপাশি বালক, তুমি একদিন, বৈশাখে রচিত পংক্তিমালা এবং আমার শহর কাব্যের নির্বাচিত অংশ মিলেমিশে তৈরি হয়েছে প্রণীত জীবনের অবয়ব। 888sport live chatীর জীবন আর সৃষ্টি যে একই জিনিসের দুরকম উৎসারণ, সৈয়দ হক তা গভীরভাবে বিশ্বাস করেন।
আমার যাবৎ লেখাই হচ্ছে জীবনের ভোক্তা ও দর্শক এই দুজনের যুগলবন্দি রচনা। অন্যভাবে, আমার সকল লেখাই হচ্ছে জীবনপূজা নিবেদন ও সেই পূজাগ্রহণের বিবরণ। 888sport live chatও আসলে তা-ই। 888sport live chat! 888sport live chatের ভেতর দিয়েই জীবনকে আমি অনুভব করেছি; যা কিছু দেখেছি ও জেনেছি সবই আমি 888sport live chatে 888sport app download apk latest version করে নিয়েছি; সেখানেই শেষ নয়, আমার পূর্ববর্তী ও সমসাময়িকদের কারো কারো 888sport app download apk latest versionেও আমি জীবনের স্বাদ উল্লসিত জিহ্বায় গ্রহণ করেছি।
হ্যাঁ, জীবনকে কোনোভাবেই সৈয়দ হক 888sport live chat-বিযুক্ত করে দেখেন না। নিজ জীবনের কথা বলতে গিয়ে তাই বারংবার আশ্রয় নেন 888sport live football, সংগীত, live chat 888sport, রাজনীতি, দার্শনিক – এমন নানান ক্ষেত্রের 888sport live chatঋদ্ধ মানুষের জীবন ও সৃষ্টির। যেমন – যিশুখ্রিষ্ট, গৌতম বুদ্ধ, রবীন্দ্রনাথ, জর্জ বার্নার্ড শ, আর্থার কোনান ডয়েল, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, আইজাক বাশেভিস সিঙ্গার, শরৎচন্দ্র, ইউজিন ও’নিল, এলিয়ট, বিভূতিভূষণ, গীতগোবিন্দ, ইয়াসার কামাল, আলবেয়ার কামু, নজরুল, ওমর খৈয়াম, টেনেসি উইলিয়ামস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সম্রাট জাহাঙ্গীর, সম্রাজ্ঞী নূরজাহান, প-িত জওহরলাল নেহ্রু, চিত্রপরিচালক কামাল আমরোহী প্রমুখ অনেকেরই জীবন ও সৃষ্টির প্রসঙ্গে-অনুষঙ্গে প্রণীত জীবনের পৃষ্ঠাগুলো ভাস্বর।
এভাবে ব্যক্তির জীবন স্পর্শ করতে চায় বৃহত্তর জীবনকে। আবার ব্যক্তি বলতে শুধু লেখকের নিজের জীবনই নয়, বরং তাঁর অভিশপ্ত পূর্বপুরুষ গোমর, পিতামহ রইসউদ্দিন, পিতা ডা. সৈয়দ সিদ্দিক হুসাইন, মাতা সৈয়দা হালিমা খাতুন, এমনকি শৈশবে দেখা পতিতা শান্তিবালারও জীবন। কারণ 888sport alternative linkের চরিত্রের মতোই সৈয়দ হক নিজ জীবনের সমান্তরালে ছায়াচিত্রের মতো অঙ্কন করে চলেন এঁদের সবারই মুখচ্ছদ এবং তাঁর জীবন থেকে এঁদের কাউকেই পৃথক করে দেখার সুযোগ নেই।
‘এখানে আমি কী করছি?’ শীর্ষক এক গুপ্তদর্শন তার পিতা সিদ্দিককে যেমন কলকাতার নাখোদা মসজিদে সর্বস্ব হারানোর পর তাড়িয়ে বেড়িয়েছে সারাজীবন, তেমনি তাঁর সন্তান সৈয়দ শামসুল হকও যেন এ-দর্শনেরই নিষ্ঠ উত্তরবাহক। 888sport live chatী হিসেবে তিনি জানেন, এ-জীবন দোয়েলের, ফড়িঙের। এ-জীবন অচরিতার্থতার। এখানে শেষ পর্যন্ত ব্যক্তি মানুষের করার কিছু নেই; পঞ্চভূতে নিজের বিলীনদশা দেখে যাওয়া ছাড়া। তবু এক অজ্ঞাত কারুবাসনা নিরবধি কাল আর বিপুলা পৃথিবীর সব 888sport live chatীকেই ধাবিত করে এই জীবনের দিকে।
সৈয়দ হক তেমনই 888sport live chatীমানুষ, যিনি জীবনকে মনে করে দেহের, হৃদয়ের, অনুভবের, ইতিহাসের, সৃষ্টি ও অস্তিত্ব বিষয়ে দার্শনিক সান্নিধ্য রচনা করেন। আর এ-জীবন কোনোভাবেই মৃত্যুবিরহিত নয়। কারণ মৃত্যুর পরম্পরা পেরিয়েই তো 888sport live chatীর কাক্সিক্ষত
জন্মান্তর –
আমার প্রথম জন্মক্ষণটি তো তারিখের ব্যাপার। মৃত্যু যখন হবে মৃত্যুর তারিখটিও বিশুদ্ধ তারিখেরই ব্যাপার হয়ে থাকবে। এই দুই তারিখ নিয়ে কোনো বিতর্ক বা কল্পনার অবকাশ থাকবে না। কিন্তু মধ্যভাগে আমি যে অবিরাম মরেছি ও জন্ম নিয়েছি – এখনো যে মৃত্যু আরো হবে না কে বলতে পারে?
এ-আত্মজৈবনিক রচনার পটে আমাদের মৃত্তিকার ইতিহাসের নানা বরণসম্পাতও ঘটে। দ্বিতীয় মহাযুদ্ধের মিলিটারি কনভয়, গোরা সৈন্যের চলাফেরা, দুর্ভিক্ষের ছায়া মিলিয়ে যেতেই আসে সাতচল্লিশ, দেশভাগ; সাধারণ মুচি-বউ থেকে শুরু করে বাল্যবন্ধু শ্যামল-পরিমলদের দলে-দলে দেশত্যাগের মিছিল –
ঝাপসা চোখে তাকিয়ে দেখি শূন্য ঘরবাড়ি।
মস্ত তালা-ঝুলছে তালা-পরিমলদের বাড়ি।
‘প্রণীত জীবন ॥ পূর্বাপরকথা’ শিরোনামে তাঁর তিনটি কাব্যগ্রন্থ এ-বইয়ে ব্যাখ্যাহীনভাবেই গ্রথিত হয়েছে। ব্যাখ্যা নিষ্প্রয়োজন। কারণ উল্লিখিত কাব্যত্রয়ে সৈয়দ শামসুল হক এবং তাঁর সময়-সমাজ-দেশ-বিশ্ব ও মানুষ-প্রকৃতি বৃহদার্থে সংস্কৃতি ইত্যাদি নানা কিছুর কেলাসন লক্ষযোগ্য। দেখব, এক কৃষ্ণকালের চিত্র এঁকে চলেছেন কবি সৈয়দ শামসুল হক তাঁর 888sport app download apkর তুলিতে। যে-কালের অনিবার চক্রে বাঁধা ব্যক্তিকবি থেকে শুরু করে গোটা পরিপার্শ্ব। এমনই কাল যখন পূর্ণিমাকে যথাযথ ঠাহর করা যায় না। আবার তাঁরই 888sport app download apkভাষ্যে দেখি, সময় থেমে থাকে না। সময় অগ্রসরমান। পথে পথে পাথর উজিয়ে সে সামনে চলার রসদ সঞ্চয় করে। কিন্তু পথে তো পাথরের মতো পলি বিছানো নেই। তবে ভয় কী! কৃষ্ণকালভেদী মানবচৈতন্য জাগ্রত। তাই বাংলায় বছরে বছরে বিদ্রোহ ফিরে আসে। যূথবদ্ধ মানুষের মুষ্টি সময়কে এগিয়ে নেয়। চারদিকে মুহুর্মুহু ভাঙন। ব্যক্তির ভেতরে অনবরত ভাঙচুর। সমস্ত মানবিক সুকৃতি ভাঙনের শব্দ শুনি। সবকিছু ভেঙে পড়ার ভেতর আবার উঠে দাঁড়াবার বেগ আসে। মানুষের বিদ্রোহী সত্তা সে-বেগ সঞ্চার করে। প্রণীত জীবনভুক্ত কাব্য তিনটির মধ্য দিয়ে সৈয়দ হক আত্মতা-যৌথতার বিশ্বস্ত রেখাচিত্র প্রণয়ন করেছেন। সব কথা ও কোলাহল ছাপিয়ে কবির অভীষ্ট
উচ্চারণ –
জন্মে জন্মে বারবার
কবি হয়ে ফিরে আসবো আমি বাংলায়।
এ চরম অপ্রথাগত আত্মকথনে আমরা দেখছি মহাযুদ্ধ, দেশভাগ ইত্যাদির করাল ঘূর্ণিতে বেড়ে ওঠা এক বালকের সংগ্রাম। নিজের মায়ের দুঃখ যেমন তাকে ব্যাকুল করে, তেমনি সে তার দুঃখিনী দেশমাতা বাংলাকে অনায়াসে বুকের ভেতর প্রতিস্থাপনক্ষম। আপনজনের দৈহিক মৃত্যু থেকে শুরু করে চতুষ্পার্শ্বের অজস্র ক্ষয় আর মালিন্যের রেখা মাড়িয়ে এ-বালক শুধু কবি হতে চায়। কবি বলেই তাঁর জন্ম থেকে জন্মান্তর হয়। আর এক জন্মে সম্ভব না হলে নতুন-নতুন জন্মে তার দুঃখিনী মা আর দুঃখিনী স্বদেশের মুখ শব্দে-ছন্দে ভাস্বর করার দায় বার্তায় তার ওপর। কবির করোটিতে চলে এক অদ্ভুত রসায়ন। সে-রসায়নে ব্যক্তি আর সমষ্টির মধ্যে সমস্ত বিভাজনকারী রেখা বিলুপ্ত। এভাবে প্রণীত জীবন আত্মজীবনীর প্রথাগত ছক ভেঙে দেয়। সৈয়দ হক যেমন মনে করেন রবীন্দ্রনাথের আত্মজীবন হচ্ছে তাঁর রচনাসকল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মজীবন তাঁর প্রবর্তনায় উত্থিত স্বাধীন-সার্বভৌম 888sport apps, তেমনি সৈয়দ শামসুল হকের সমস্ত 888sport live chatসৃষ্টির মাঝেই তাঁর জীবনকথা সুব্যক্ত; প্রণীত জীবন এক সূত্রধর মাত্র।
চার
সৈয়দ শামসুল হক তাঁর তিন পয়সার জ্যোছনার (২০১৪) যতি টেনেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর এমত দার্শনিক অভিজ্ঞানে যে, জীবন শুরু আর শেষের সাদা পর্দাময় এক live chat 888sport মাত্র। মধ্যিখানের ছবিটা থেকে যায়, বয়ে যায় 888sport sign up bonusসমুদ্দুরে। জীবনের সাদা পর্দা তাঁর কাছে ঠেকে জোছনার ধবলসম যা মানুষজীবনের ‘অবিরাম ঝরে পড়া ধবল দুধ আসলে।’
ঠিক এমন প্রেক্ষা থেকেই ফিরে তাকাতে চাই এই মহার্ঘ্য গ্রন্থের পানে, যেখানে ব্যক্তিলেখকের সূত্রসারে ধরা দেয় আমাদের 888sport live football888sport live chatের সমষ্টিসময়। না, সৈয়দ হকের সময় মানে সনতথ্যের শুষ্ক সারণি তো নয়; বরং এক নিপুণ চলচ্ছবি যেন। 888sport sign up bonus-বয়ানের এক একটি রেখায় কী নিরুপম আঁকা হয়ে যায় এক সম্পন্ন ক্যানভাস। অতঃপর আমরা পাঠকসকল অক্ষরে বোনা এই চিত্রমঞ্জরির সম্মুখে অনুধাবন করি বিশ শতকের সেই পঞ্চাশের দশক। 888sport live football, সংগীত, চিত্রকলা, রাজনীতি আর মূলাধারে ফেলে আসা সমগ্র স্বদেশেরই এক বিশ্বাস্য প্রতিমা যেন দর্শন করতে থাকি। না, ইতিহাস-লিপিকারের গতানুগামী দায়িত্বে নিতান্তই অনীহ সৈয়দ হক; আমরা বলি, ইতিহাস এসে বরঞ্চ কাকলি শুরু করে এই 888sport sign up bonusরেখমালার কলমনেপথ্যে।
তবে ইতিহাস আর 888sport sign up bonusনিচয়ের বিপ্রতীপে এ তো পঁচিশ অধ্যায়ী এক 888sport alternative linkেরও নাম, কথক-চরিত্র সৈয়দ শামসুল হককে বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন যেখানে সতর্ক করেন এই বলে যে, ‘লেখক হলে তুমি না খেয়ে মরবে, তোমার পাজামা থাকবে ময়লা, তোমার যক্ষ্মা হবে, সুরায় মাতাল তুমি নর্দমায় গড়াবে।’ সেই পিতাই আবার পুত্রের লেখা-ছাপা পত্রিকা হারানোর শোকতীব্রে বলে ওঠেন – ‘আমার বাদশার নামটাই শুধু ছাপা দেখেছিলাম, পড়া আর হলো না!’
এই যেমন বইয়ের একটা দিক আবার একজন একচ্ছত্র ফজলে লোহানীকে ফিল্মি চরিত্রের চেয়েও অধিক চাঞ্চল্যে সুভাস্বর দেখি সৈয়দ হকের কলমের ব্যঞ্জনায়। বিখ্যাত কথাকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তাঁর এক জীবনীকার যেমন ‘আওয়ারা মসীহ’ বলে অভিষিক্ত করেছেন, ঠিক তারই বাংলা 888sport app download apk latest versionে ‘ছন্নছাড়া মহাপ্রাণ’ অভিধায় যেন এই বই পাঠ-পাঠান্তে আমরা সম্বোধন করে উঠি ফজলে লোহানী নামের আমাদের বিস্মৃত এক পুরোধা-আধুনিককে।
888sport live footballগৃহের কথা বলেছেন লেখক। এই ঘরের দিকে যাওয়ার পথে কত বিচিত্র বাহির যে মূর্ত এখানে! নেহায়েত কৌতূহলে হানা দিলেও কেউ দেখবে কাসবা-গুলসিতান-মিরান্ডা-মধুদার ক্যান্টিন-রেক্স-বিউটি-মেজদার বিশ্রামালয়-মতিভাই রেস্টুরেন্ট-শাহবাগ হোটেল-রিভারভিউ ক্যাফে-
গ্রীন হোটেল-গোবিন্দধাম খোশমহল-ক্যাপিটাল-ইসলামিয়া রেস্টুরেন্ট কিংবা চু চিন চাও রেস্তোরাঁয় চা-কফির কাপে টুংটাং, বেশুমার আড্ডা, 888sport app download apkর নতুন কুঁড়ি কী গল্প-888sport alternative linkের খসড়া থেকে শুরু করে প্রথম প্রেমের ফাল্গুনী উদ্গমে ভরা এক সুব্যাপ্ত সরাইখানার অংশ যেন এরা। আর ভিনদেশি পর্যটকের মতো বইয়ের পাতায় ভর দিয়ে লেখকের এই জীবন-সরাইখানায় কখনো হানা দেয় – হেমিংওয়ে, সমারসেট মম, এরিখ মারিয়া রেমার্ক, আর্থার কোয়েসলার, আর্থার কোনান ডয়েল, মুলকরাজ আনন্দ, অল্ডাস হাক্সলি, ম্যাক্সিম গোর্কি কিংবা কার্ল মার্কস পর্যন্ত। আর একটু ভিন্ন ধরনে সৈয়দ মোহাম্মদ পারভেজ থেকে কামাল আমরোহীর মতো নামজাদা live chat 888sportকারও এসে হাজির হন সৈয়দ হকের 888sport sign up bonusসরাইশালায়; কামাল আমরোহী যেন তাঁর মীনাকুমারী-মধুবালা আর অশোককুমার, আনারকলি, মহলসমেত গুঞ্জরণ করে ওঠেন ‘আয়েগা আয়েগা আনে ওয়ালা’ সুররণনে।
আবার ব্যক্তি ও বন্ধবৃত্ত ছাপিয়ে বৃহত্তর বোধেরও ইঙ্গিতবাহী হয়ে ওঠে সৈয়দ শামসুল হক-বিরচিত তিন পয়সার জ্যোছনা। এই যেমন হাসান হাফিজুর রহমান-সম্পাদিত 888sport cricket BPL rateে ফেব্রুয়ারি কিংবা দাঙ্গার পাঁচটি গল্প প্রকাশ-নেপথ্যের গল্পগাথাও শোনা যায় এখানে। শুধু তো ঘটনা নয়, ঘটনায় নিহিত নন্দনও সৈয়দ হক টুকে রাখেন তাঁর কলমে – ‘…দাঙ্গার পাঁচটি গল্প, একরঙা কালো মলাটে
সে-বই – হাসানের এমনই ছিল নন্দনবোধ যে বিষয় বুঝেই প্রচ্ছদের রঙ তাঁর ভাবনায় আসত-সাম্প্রদায়িক দাঙ্গার মতো ঘটনার রঙ তিনি ঘোর কৃষ্ণই বেছে নেন।’ একটি মন্তব্যলেখনে তারপর হাসান হাফিজুর রহমানই মূর্ততা পান না শুধু; সঙ্গে সাকার হয় মনুষ্যত্বের হতমান কৃষ্ণ-পরিস্থিতিতে বাংলার লেখক888sport live chatীদের কৃষ্ণাতিক্রমী অঙ্গীকারের ছবিও।
তিন পয়সার জ্যোছনা প্রকৃতার্থে এক উন্মোচনরেখা। জোছনার বিদ্যুৎ যেমন দিগন্ত-বিশালকে জানান দেয় খ-ে-বিখ-ে; এই বইও নানান হ্রস্ব-দীর্ঘে পূর্ণ করে লেখকের জীবন ও 888sport live chatাবয়ব। যেমন বন্ধু আবিদ হুসেন কর্তৃক ‘সৈয়দ হক’ নামকরণের ইতিবৃত্ত জানতে পারি, যা বন্ধুর ব্যক্তিক সম্বোধন ছাপিয়ে এখন লেখকের পারিবারিক-888sport live footballিক জীবনে পর্যন্ত বহমান আবার বুনোবৃষ্টির গান নামে কখনো না-বেরোনো কাব্যগ্রন্থের আদিঅন্তের পাশাপাশি বন্ধু-চিত্রকর মুর্তজা বশীরের তিন দিনে লেখা আলট্রামেরিন 888sport alternative link রচনার কাহিনিও জাজ্বল্য হয় তাঁর 888sport sign up bonus-অনুপমে। কিংবা ফজলে লোহানীর ডোর অব দ্য সেভেন্থ ইয়েলো নামে অলেখা কিন্তু চিরস্বপ্নরচিত 888sport alternative link-পরিকল্পনার বিন্দুতে কত সিন্ধু888sport slot game হয় আমাদের –
…লোহানী হতাশ্বাস, বললেন, – না, সৈয়দ হক, বাংলায় আর আমার কিচ্ছু হবে না, ভাবছি ইংরেজিতে 888sport live football করার কথা। ইংরেজিতে একটা 888sport alternative link লিখব বলে ভাবছি, নাম দেব ‘ডোর অব দ্য সেভেন্থ ইয়েলো’। এর জন্যে 888sport appয় আমি আর নেই, এ দেশে আর কিচ্ছু হবে না, আমাকে বিলেতে যেতে হবে। শুনে আমি গুম হয়ে বসে থাকি।
‘ডোর অব দ্য সেভেন্থ ইয়েলো’ – সপ্তম হলুদের দরোজা! – রঙটার কথা ভাবা বুঝি চিত্রকরদের নিবিড় সঙ্গের কারণেই, মনে হয় একজন চিত্রকরই হবে এ-888sport alternative linkের নায়ক, বড় ভালো লাগে শিরোনামটি, যদিও অর্থটা ঠিক ঠাহর করতে পারি না, ইংরেজিতে লেখার ব্যাপারটাও খুব বড় করে আমাকে টলায় না, আমি জানি আমি বাংলার আর বাংলাই আমার ভাষা।
স্বপ্ন আর বাস্তবের এমনামন বহুতর সংশ্লেষণের জলছাপ-তৈলছাপে মুহুর্মুহু চিত্রাভ এ-বই। যেখানে বইয়ের প্রুফ কাটা থেকে শুরু করে সাম্প্রদায়িক বিভাজনে দু-টুকরো করে দেশ কাটা পর্যন্ত অতি স্বাভাবিকে প্রকাশমান।
তাঁর গল্পপাঠের পর যে-বন্ধু খালেদ চৌধুরীর রূঢ় মন্তব্যের অভিঘাতে এক সন্ধ্যায় নিজ কলমের ওপর ‘ঘেন্না’ চলে এসেছিল বলে জানান, সেই খালেদ চৌধুরীকে খ-িতভাবে নয়, বরং তার চরিত্রের পুরো দিকটি আকার দেন এমনতর মূল্যায়নে –
নিজে এক অক্ষর লেখেন না খালেদ, এর জন্যে আমরা তাঁকে সক্রেটিসের সঙ্গে তুলনা করতাম, যিনি নিজে কিছুই লেখেননি, কিন্তু সক্রেটিসের মতো ভাগ্যবান তিনি নন, পাননি প্লেটোর মতো শিষ্য যিনি, গুরুর কথাগুলো লিখে রাখবেন, অথচ তখনকার সব তরুণ লেখকই ছিলেন তাঁর প্রাণের বন্ধু, শুধু তখনকার কেন – পরেরও তরুণেরা তাঁর সঙ্গে আড্ডায় হবে মিলিত, এরাই তাঁকে নামে আর নয়, ডাকবে প্রভু বলে।
বোঝা যায় মানুষকে তার রক্তমাংসের প্রকৃত সংবেদে প্রতিষ্ঠা করতে আগ্রহী তিনি; বাহুল্য মহিমার কীর্তন বা নেতিমূলকতার কোনো একদিকে টলে না গিয়ে বন্ধু-স্বজন-দূরবৃত্তের সকলকে নিরাসক্ত-নৈর্ব্যক্তিকে উপস্থাপন করেন পাঠকের পটে। প্রত্যক্ষকে প্রত্যক্ষাতীতে স্থাপনপূর্বক এমন বিচারবোধ বাংলা আত্মকথায় বিরলই বলতে হয়। নিজের শ্রেষ্ঠ 888sport app download apkর প্রকাশনা অনুষ্ঠানে শামসুর রাহমান যখন হাসান হাফিজুর রহমানের অকুণ্ঠ ঋণ স্বীকার করেন, তখন বন্ধুর প্রীতির আসন থেকে সৈয়দ হক রাহমানকে 888sport apk download apk latest versionর আসনে অধিষ্ঠান দেন ‘শামসুর রাহমানের এমন ঋণস্বীকার 888sport appsের 888sport live football-সংসারে এখন পর্যন্ত একমাত্র বলেই আমি জানি।’
এই বাক্যের পর শামসুর রাহমান তাঁর ব্যক্তিত্বের আরেকটি বর্ণিলতাসহ যেন দেখা দেন আমাদের কাছে। ঠিক তেমনি ‘একজন সফল লেখকের পেছনে থাকে নিরানব্বইটি লাশ’ – অগ্রজ লেখক শওকত ওসমানের এমন দর্শনচিন্তার বিস্তার তিনি বয়ে নিয়ে চলেন বইয়ের শেষ অবধি, অজানিতে যেন সতর্ক করে চলেন তাঁর উত্তর প্রজন্মের লেখক সম্প্রদায়কে।
কলমকে হাতের ‘ষষ্ঠ আঙুলে’র উপমাবদ্ধ করেছেন সৈয়দ শামসুল হক। হ্যাঁ, শরীরী আঙুলপঞ্চমী ভেদ করে ঐন্দ্রজালিক আঙুলষষ্ঠীর বলেই এমন জীবনবেদে উত্তীর্ণ হওয়া সম্ভবপর হয় যে, ‘ব্যর্থ হবার সফলতম পথ হচ্ছে নিজেরই পূর্ব সাফল্যের অনুকরণ।’ এভাবে
বিনা-আয়াসে ব্যক্তি-অভিজ্ঞানকে সবার মান্য করে তোলেন তিনি। ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়াই যে লেখক888sport live chatীর অগ্রসরমানতার অবিকল্প উপায় এই বোধ জেগে ওঠে তিন পয়সার জ্যোছনা পাঠে।
না, কোনো খেদ নেই। প্রাপ্ত আর প্রাপ্যের মাঝে কোনো সমীকরণ টানা নয়, বেঁচে থাকার অপরূপতায় ফেলে আসা রূপছবিসমুচ্চয় মিলিয়ে অনন্য এক ভাষ্য প্রণয়ন করে ওঠে এই বই। বিবরণমূলকতার পাহাড় নয়; এমন জীবনের অন্তর্ভাষ্য এই বই যে, জীবনপাত্র ঝুঁকি-অনিশ্চয়তা-রোমান্টিকতা-সৃজনপ্রবাহ-মৃত্যু-দুঃখ-দেশভাগ-দাঙ্গা-ভাষাযুদ্ধ-মুক্তিযুদ্ধ-রক্ত-অশ্রুস্বপ্ন-স্বপ্নচ্ছেদ-নৈঃসঙ্গ্যলগ্নতা ইত্যাকার জীবনেরই নানা বিরোধী উপচারে প্রাণময়।
জীবন যাপন আর 888sport live chat যাপনকে সৈয়দ শামসুল হক আলাদা কোনো তারে বাঁধেননি – এ সাক্ষ্য পাই যখন লেখক তাঁর
888sport live chatী-অনুজ সৈয়দ রইসুল হকের দুর্বৃত্তের হাতে প্রাণ দিয়ে ক্যানভাসের কাছে ফিরে না আসার সঙ্গে বন্ধুপ্রিয় ফজলে লোহানীর ‘888sport live footballে আর
না-ফেরা’কে একই শোকতুল্য করেন। 888sport live chatকে নীরক্ত মূল্যহীন করে তো জীবনকেই রুঠা-ক্ষয়গ্রস্ত করে তুলছি আমরা। চরম 888sport live chatরিক্তকালে বসে লেখা তিন পয়সার জ্যোছনা তাই সৈয়দ শামসুল হকের আত্মকথা-888sport live footballকথা ছাপিয়ে হয়ে ওঠে এক অভাবিত 888sport live chatসন্দর্ভ। এর আলো আর ছায়ায় 888sport live chatসম্ভোগের আধারেই যেন আবিষ্কার করি জীবনসবুজকে।
এই বই পড়তে-পড়তে উপলব্ধি হবে, জীবন তো আর কিছু নয়, তিন পয়সার মহার্ঘ্য জোছনা মাত্র। কেন? উত্তর দিচ্ছেন লেখক নিজেই ‘সৃজনের বড় একটা দিক হচ্ছে মাতৃগর্ভের অন্ধকারের মতো। জলমগ্ন পীত অন্ধকারে ভ্রƒণের বেড়ে ওঠা, জননী ঠাহরে পান সবই, কিন্তু ব্যাখ্যা দিতে পারেন না।’
জসীমউদ্দীন থেকে সিকদার আমিনুল হক, কামরুল হাসান থেকে কাইয়ুম চৌধুরী, মোহাম্মদ নাসিরউদ্দিন থেকে গাজী শাহাবুদ্দিন পর্যন্ত কবি-লেখক-888sport live chatীর সুদীর্ঘ পরম্পরার পরনকথায় ভরা মর্মছবিময় আলোচ্য বই তিন পয়সার জ্যোছনা। এভাবে সৈয়দ শামসুল হক 888sport live footballের গল্প বলতে-বলতে হৃদয় থেকে রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত পরিসরের রেখা রেখে গেলেন। মহাসময় এসে অতঃপর নিশ্চিতভাবে 888sport app download apk latest version করে নেবে এই বিরল গ্রন্থের ভাবসার; প্রজন্মান্তরের পাঠক উদ্ধার করবে এর অন্তর্গত জীবন888sport live chat আর 888sport live chatজীবনের যুগলবন্দি-বোধ। এক জীবনের গল্পে বহু জীবনের গল্পময় এই বই পড়তে-পড়তে সৈয়দ শামসুল হকেরই 888sport app download apkর ভাষায় ব্যক্তিপাঠক আমরা; অতঃপর বলে উঠব ‘আমাদের এক নয়, অনেক জীবন।’
পাঁচ
প্রথম আলো ঈদ888sport free bet-২০১৫-তে প্রকাশিত হয় ‘হে বৃদ্ধ সময়’ নামে সৈয়দ শামসুল হকের আত্মকথার শেষ পর্ব, যা তাঁর ঘাসের নিচে চলে যাওয়ায় অসমাপ্তই রয়ে গেল বলা যায়। তবে এ নিয়ে ব্যাখ্যাও তিনি দিয়ে গেছেন যার মধ্য দিয়ে অনুভবে আসে জীবন ও 888sport live chatের কোনো আনুষ্ঠানিক পূরণরেখা সম্ভব নয় কখনো –
আমার আগেও পৃথিবী ছিল, পরেও থাকবে। আমার আগেও মানুষ ছিল, পরেও আসবে। তারা আসবে, তারা তাদের পায়ের ছাপ ফেলে যাবে। পা তুলে নেবার পরেও সব পায়ের ছাপ ধুলোয় পড়ে থাকে না, কারও কারও থাকে। আমি জানি, যখন আমি আমার পা দুখানি তুলে নেব, তুলে নেবার আগেই তার ছাপটি মুছে যাবে, কারণ আমি অসামান্য, অসাধারণ কেউ নই। এটি আমার পোশাকি বিনয় নয় যে সাধারণই ছিল আমার দিন ও সংসার। সাধারণ, কী সাধারণ আমি, এই অনুভবটির ভেতরেই আমার এ-অসাধারণ বিস্ময় যে আমিও ছিলাম।
‘প্রতিটি শিশুর ভেতরে থাকে যিশুর সম্ভাবনা, মানুষ আসলে ময়লা জামার ফেরেশতা, জ্যোর্তিময় দেহে সংসারের ধুলো লেগে নূর ফিকে হয়ে আসে’; লেখকের বড় বাবা সৈয়দ হায়দার আলীর এমত বচনকে তিনি মান্য করেছেন জীবনের শুরু থেকেই যেন। তাই পঞ্চাশের মন্বন্তরের মানবিক বিপর্যয় তাঁর ভেতরে পাপপুণ্য, ন্যায়-অন্যায়ের প্রথামান্য ধারণাসকল গুঁড়িয়ে দেয়। দুর্ভিক্ষ, গমের গরম রুটি, লঙ্গরখানার ভোজে ভাপ ওড়ানো হলুদ ঢলঢলে খিচুড়ি, পার্শ্ববর্তী দারোগার পরিবার, বসন্তবিক্ষত রমণী, চার বছর বয়সে শুরু হতে দেখা দ্বিতীয় মহাযুদ্ধ, আজাদ হিন্দ ফৌজ, রক্তের ভিতর আগুন ধরিয়ে যাওয়া সুভাষ বসু, পাট কোম্পানির সাহেবের কাছ থেকে পাওয়া রবার্ট লুই স্টিভেনসনের আ চাইল্ডস গার্ডেন অব ভার্স, দেব 888sport live football কুটিরের গোয়েন্দা গল্পবই, লাল মলাটের কালো বাইবেল, কায়কোবাদের অমিয়ধারা, নজিবর রহমানের আনোয়ারা কিংবা পিতার হোমিও মেটেরিয়া মেডিকা বইয়ের আখ্যাপত্রে লেখা বালক শামসুল হকের হ্যানিম্যান-প্রশস্তিমূলক পদ্যের বিচিত্র চালচিত্রে ভাস্বর এই 888sport sign up bonusলেখ। উত্তরকালে তাঁর অনেক 888sport app download for androidীয় সৃষ্টির সূত্রসারেরও সন্ধান মেলে এখানে। যেমন –
বড়বাবা দ্বিতীয় মহাযুদ্ধের প্রোপাগান্ডা অফিসার। তাড়া তাড়া হ্যান্ডবিল পোস্টার নিয়ে পিয়ন আসছে-যাচ্ছে। এ যুদ্ধ
জনযুদ্ধ। জাপানিরা এলে ভারতবাসীকে দিয়ে গরুর বদলে মানুষ দিয়ে তারা লাঙ্গল টানাবে। পোস্টারের ছবিটিতে আঁকা-বাঙালি চাষি বলদের বদলে বলদ হয়ে লাঙল টানছে আর তার পিঠের ওপর চাবুক উঁচিয়ে আছে দাঁতমুখ খিঁচোনো এক জাপানি সৈন্য। ছবিটা মনের মধ্যে থেকে যাবে বালকের। অনেক পরে যখন সে নুরলদীনের সারাজীবন নাটকটি লিখবে, তখন এই ছবিটা তার সেই নাটকের কেন্দ্রীয় চিত্রকল্প হয়ে ফিরে আসবে।
ইদ্রিস চাচা এই 888sport sign up bonusকথার এক উল্লেখযোগ্য চরিত্র। লেখকের বাবার একমাত্র ছোট ভাই সৈয়দ ইদ্রিস হুসাইনের সূত্রে কুড়িগ্রামের কাছের স্টেশন, দূরের হিমালয় পাহাড়, ভুটানি মানুষের হাতছানির পাশাপাশি পাপপুণ্য ও জগৎজীবনের অনেক গূঢ় বিষয় সম্পর্কে তাঁর ধারণা লাভের কথা বলেছেন এখানে, হয়তো সেই কারণেই মৃত্যুর কিছু আগে সৈয়দ শামসুল হক তার স্ত্রী আনোয়ারা সৈয়দ হককে বলেন, ইদ্রিসপাপী নামে একটি নাটক লেখার পরিকল্পনা আছে তাঁর। প্রতি শীতকালে প্রফেসর বোসের সদলবলে কুড়িগ্রামে এসে ম্যাজিক দেখানোর যে-888sport sign up bonus তিনি রোমন্থন করেন, তাতে পরবর্তীকালে ‘রক্তগোলাপ’ গল্পের ম্যাজিশিয়ান চরিত্রের কিছুটা ছাপ যেন পাওয়া যায়। ‘শান্তির ঘর’ কিংবা ‘বিপিনের মা’ কোনো নিষিদ্ধ অঞ্চলের ইঙ্গিতরেখা অঙ্কনের বদলে জীবনের এক করুণ অধ্যায়ের অভিজ্ঞতায় বালক শামসুল হককে প্রথাগত পাপপুণ্য, ন্যায়-অন্যায়ের ধারণা মোকাবিলার শক্তি দেয় (ভাগ্যবিড়ম্বিত যে-888sport promo codeরা লেখকের চাচা ইদ্রিসের ভাষায় ছিল ‘ভাতের দাসী’)। দুর্ভিক্ষ ও দারিদ্র্য এমনি অনেক ধারণায় পুষ্ট করে ভবিষ্যতের ক্ষুধাবৃত্তান্ত 888sport alternative linkের লেখক সৈয়দ শামসুল হককে, যিনি বাংলার ক্ষুধার্ত উত্তরাংশের নর-888sport promo codeর অকথিত বুলিকে জলেশ্বরীর রূপকে ভাষা দিয়েছেন।
সৈয়দ শামসুল হক মিশ্র সংস্কৃতির ধারক ও বাহক। তাই –
যিশু মোহাম্মদ বুদ্ধ কাউকে আমি ফেলে দিতে পারি না। সবাই আমার কাছে এক মানুষ হয়ে ওঠেন। অস্তগামী সূর্যের বিষণœ আকাশ ভেদ করে বারেবারেই আমার মীর নানার মুখখানা হোসেনের রক্তমাখা সন্ধ্যার মেঘের ভেতর থেকে জেগে ওঠে। তার স্বর কানে পশে কী কোমল! আমি মনে মনে বলি, একদিন আমি কুড়িগ্রাম থেকে যেখানেই যাই, যাবই তো ! – সেই দেশে মাঠ নিশ্চয় পাব এই বাংলার মতো, সেখানে অমন একটা মাটির বেদি মীর নানার মতো আমিও গড়ে নেব। নীল আকাশ, সবুজ মাঠ, পদ্মার মতো প্রমত্ত নদীর জল শব্দ, মাটির বেদি, বেদি ঘিরে বাখারির বেড়ার মাথায় লাল নীল কাগজের পতাকা-মালা, সূর্য উঠেছে, রাঙা তার আলো, নগ্ন পায়ে করজোড়ে আমার এই জীবন ঘিরে সাত প্রদক্ষিণ আমি করছি। আমি করেই যাবো।
ছয়
সৈয়দ শামসুল হক চলে গেলেন ঘাসের নিচে। আমরা যারা এখনো ঘাসের ওপরে, তাদের জন্য রইল মহাসময়ের কথকতায় ভাস্বর তাঁর কিছু মহার্ঘ্য 888sport sign up bonusপুস্তক; যেসবের শব্দ ও ভাবনারাশি আমাদের জন্য করে যাবে অনাগত সব স্তব্ধতার বিশ্বস্ত 888sport app download apk latest version। পাঠক, আপনাকে স্বাগত।

Leave a Reply
You must be logged in to post a comment.