সোনালি স্বপ্ন

সবুজ আগুনের চারা মাঠে মাঠে,

বাতাসে দোল খায়।

মেঘের ডানা খসে পড়ে আগুন পাতায়,

মাঠের বুকে সবুজের ঢেউ।

বৃদ্ধদিনে সোনালি রং ঝরে পড়ে

সবুজ দেহে।

প্রাণোৎসবে মেতে ওঠে মাঠ।

একদিন বাবার আঙুলে ঝরে পড়ে

সোনালি আভা –

স্বপ্নগুলো শুয়ে থাকে উঠোন জুড়ে,

শুকায় রোদ্দুরে।

Published :


Comments

Leave a Reply