চুন-সুরকির পুরনো গাঁথুনির মতো ঝুপঝুপ খসে পড়ল আমার স্বপ্নঘর
সেখানে কে হাত রেখেছিল নাকি দিয়েছিল ঝাঁকি
থরে থরে সাজানো বাসন্তী ভালোবাসাগুলো চাপা পড়ে গেল
থেঁতলে গেল প্রসন্ন মন আর তছনছ হয়ে গেল সঞ্চিত সকল সুখ
তাকে ধরতে ব্যাপক তৎপরতা চালিয়েছি
চিরুনি অভিযানে শুধু গোছা গোছা লোম ছাড়া কারো টিকিটিও মেলেনি
সর্বনাশের মূলহোতাকে সন্ধান করতে করতে অস্তিত্ব বিলীন
একটি ভালোবাসা-অবকাঠামো-নির্মাণে কতটা ঝক্কি সে-কথা সবাই জানে
আমি 888sport appsের আপাদমস্তক লক্ষ করে দেখেছি
তার সারা দেহে চঞ্চলতা আর সমৃদ্ধ স্বস্তির বহিঃপ্রকাশ
একটিবারের জন্যও নুয়ে পড়তে রাজি নয় এবং নত হবার প্রশ্নই ওঠে না
এমন দৃঢ় প্রত্যয় নিয়ে ছুটে চলা কাউকে অবহেলার সুযোগ নেই
তাহলে কার এত বড় স্পর্ধা যে, স্পর্শ করে কেন্দ্রবিন্দুতে
যেখানে গচ্ছিত রাখা নিরাপদ স্বপ্নসামগ্রী?

Leave a Reply
You must be logged in to post a comment.