স্বপ্নভুক পাখিরা

উঠোনে ছড়িয়ে রেখেছি

স্বপ্নের বীজধান,

পাখি-মা কুড়িয়ে নিল

অভুক্ত ছানার ক্ষুণ্নিবৃত্তির জন্য

দূর থেকে দেখি

স্বপ্ন খেয়ে বেঁচে আছে পাখিশিশু

আমার স্বপ্নরা এখন পাখির পেটে

একদিন বৃষ্টি কুড়োতে গিয়ে

তুলে এনেছিলাম কিছু শিশিরবিন্দু

জমিয়ে রেখেছি চোখের পাত্রে …

সেদিন

আমাকে বলেনি কেউ

আকাশের কান্নার নাম শিশির

                  হেমন্ত-বিরহে অবিরাম ঝরছে

ঘুমহীন রাতে

পাখির পেট থেকে নেমে আসা স্বপ্নরা স্নান করে

শিশির জমানো চোখের কুয়োয়

এই বসন্তে ওরা

                সাক্ষ্য দেবে স্বমেহনের …