শামিমা নাসরিন
স্বপ্নসমুদ্র, কত ফসল ফলাও
অন্ধকার গহবরে।
রঙিন সুতোয় বোনা একমুঠো সুখ,
প্রজাপতির নীলাভ ডানায় ভাসা সুর,
মাতালের এলোমেলো প্রলাপ,
কিংবা 888sport live chatীর প্রচ্ছদপট।
চুম্বন, কামপিপাসা
তৃপ্তির মোলায়েম ছোঁয়া
ছোট ছোট আশা-নিরাশা
এও স্বপ্ন।
ছিনতাই, রাহাজানি, বলাৎকার – খুন
তাও স্বপ্ন, জাগরিত স্বপ্ন।
নষ্ট বেকারের অন্ধকার আকাশ,
বিশ্বাসী প্রেমিকের আলোকদ্বীপ,
সেও স্বপ্ন, কিংবা দুঃস্বপ্ন।
স্বপ্ন, আকাঙ্ক্ষা বোধ করি এক নয়
অভিধানে রয়েছে ভিন্ন মানে, মনে হয়
তবু, একই মস্তিষ্কজাত, সমশব্দ
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া কঙ্কাল অস্তিত্ব –
স্বপ্ন, তবু স্বপ্নেই অবগাহন।

Leave a Reply
You must be logged in to post a comment.