স্বর্গের সম্রাজ্ঞী

888sport appর আর্ট ইনস্টিটিউটের প্রথম প্রজন্মের অন্যতম 888sport live chatী রশিদ চৌধুরী। জন্ম ১৯৩২ সালে ফরিদপুরে, মৃত্যু 888sport appয় ১৯৮৬ সালে। পঞ্চাশের দশকে ছাত্রাবস্থায় ড্রইং ও জলরঙে সিদ্ধহস্ত ও খ্যাতিমান হয়ে ওঠেন। ১৯৫৬-৫৭ সালে মাদ্রিদে ভাস্কর্য এবং ১৯৬০-৬৪ সালে প্যারিসে ভাস্কর্য, ফ্রেস্কো ও ট্যাপেস্ট্রিতে শিক্ষা গ্রহণ করেন।

মাধ্যম হিসেবে ট্যাপেস্ট্রিকে এদেশে তিনিই জনপ্রিয়তা দেন। 888sport live chatকর্মে তিনি বাঙালির লোক-ঐতিহ্য ও পরম্পরা নিয়ে নানা ধরনের পরীক্ষা করেন এবং দেশীয় লৌকিক ছন্দের মধ্যে তাঁর সৃষ্টি নবীন মাত্রা অর্জন করে।

তাঁর সৃষ্টির উদ্যানে দেশের চিরকালীন রূপ ও সমকালীন মর্মযাতনা বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর চিত্রভাষা ও শৈলী খুব সহজেই শনাক্ত করা যায়। তেলরঙে, গোয়াশ ও ট্যাপেস্ট্রিতে তিনি স্বাতন্ত্র্যে চিহ্নিত হয়ে আছেন। তেলরঙে করা প্রচ্ছদের চিত্রটির সংগ্রাহক 888sport apps 888sport live chatকলা একাডেমী।