আহমদ আজিজ
একদিন এই দেহেমনে কতটুকু প্রেম ছিল, সম্পর্কের
ভিতর কতটা আত্মজ্ঞান ছিল, কতটুকুই-বা ছিল
আত্মার ক্রন্দনধ্বনি – সেইসব ভাবনাসমূহ
আজ ভাঁজ করে পাশে রাখি পুরনো বস্ত্রের মতো;
এখনো কালের বিস্তার আছে, কঠোর সাধনা
আছে, আছে শ্রম, নব-নব আবিষ্কার; সেই হেতু
আত্মক্রীড় ভাবনাসমূহ একদিন ভাবা যাবে
ডুবে-আসা সূর্যপাড়ে বসে। আজ খোলা চোখ মেলে
দেখি ক্ষুধাতুর পিঁপড়ের সারি, বিচিত্র রঙিন
প্রজাপতি, উড়াল মিলন, দেখি চৈত্রের শেষের
মেহগনি গাছের প্রকৃত সবুজতা আর দেখি
পিষ্ট ঘাস ফিরে পায় প্রাণ জীবনের কলরোলে।
888sport sign up bonusর তর্পণ সুখকর জানি, তবে তার চেয়ে
মঙ্গলজনক আরো কল্পনার পাখার বিস্তার,
কেননা, কল্পনা সর্বদাই ভবিষ্যৎমুখী আর
আমাদের 888sport sign up bonusপুঞ্জ চিরকাল অতীতমুখীন।

Leave a Reply
You must be logged in to post a comment.