একটি সাদা গোলাপ ফুটেছিল নিসর্গ নিয়মে
দেখলাম তার দেহরশ্মি,
শিশিরভেজা পাপড়ি দুলছে ভোরের বাতাসে।
তার আহ্বানে মুগ্ধ দু-চোখ, তবুও বলিনি
আমিই তোমার কাক্সিক্ষত নীল প্রজাপতি।
শুদ্ধ মননে স্বপ্ন বুনেছি বলে মনকে বলেছি,
দেখে তৃপ্ত হও, স্পর্শ করো না, ওই মাধবীবুকে
আপন গৌরবে পুষ্ট হোক দল বৃত্ত গর্ভকেশর।
না-বলা অভিমানে গোলাপটি পাখি হলো
পাখা নেড়ে চলে গেল অন্য আঙিনায়
আহ্বানে সাড়া দিইনি, হয়তো সেটাই ভুল ছিল!
তবু ভালো, তবু আজ সগৌরবে বলতে পারি
কখনো আমি গোলাপের পাপড়ি ছিঁড়িনি।

Leave a Reply
You must be logged in to post a comment.