একটা ফড়িং উড়তে উড়তে
বসল এসে শেষে
গোরস্তানের সবুজ ঘাসের ডগায়
রুপোর শিশির কাঁপতে কাঁপতে
গড়িয়ে পড়ে পাতা থেকে পাতায়
ঝরল যখন পচা গলা লাশের
চোখের গর্ত ঘেঁষে
মাথার ঝড়ের ভিতর থেকে
বেরিয়ে এসে একটা স্বপ্ন তখন
ঘুরে বেড়াচ্ছিল একা বগলে ক্রাচ দিয়ে
হাসপাতালের বেডে বেডে বন্ধ কেবিনে
ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে
পেরিয়ে গেল শীতের বারান্দা
মৃত্যু যখন 888sport alternative linkের পাতা খুলে
বসেছিল হাত পা মেলে ক্লান্ত রোগীর মাথার পাশের চেয়ারে
ওগো ফড়িং উড়ে এসে বসো এবার আমার ফুসফুসে অনেক রাত হলো

Leave a Reply
You must be logged in to post a comment.