বহুবার অন্ধকার পেরিয়েছো তুমি
কিন্তু আলোর দিকে যে সেতুটা গড়ার কথা ছিল,
তার কী হলো?
এই প্রশ্নটার ওপরেই এক দীর্ঘ ছলাকলার বিমূর্ত 888sport live chat
দাঁড়িয়ে গেলো অনেক বছর;
অনেক বছর জুড়ে শুধু ঘাম, রক্ত আর অপেক্ষার ক্লান্তি বেয়ে
নামে নোনা জল;
তারপর দেখো এক হ্রদ, ওপরে ঝুলন্তসেতু তীরে বিনোদনকেন্দ্র;
কত পর্যটক এখন আমাদের খবর নেয়, সংবাদ পাঠায়,
বেসরকারি সেবাসদন ঘোরে শীতাতপ যন্ত্রযানে;
আমাদের কত শব হলো জমা,
কত সংগ্রাম ক্ষত-বিক্ষত দুর্গন্ধ ঘ্রাণে।
ওরা এক এক করে সাদা পায়রা ওড়ায় আর খেলা করে সময় কাটায়, খেলা করে।

Leave a Reply
You must be logged in to post a comment.