৮ই মার্চ

তরুণ সান্যাল

 

ক্যালেন্ডারে দেখা গেল 888sport promo codeদিবসটি ফাঁকা,

যতই সম্মান দিই টেলিফোনে মহিলাও হেসে ওঠেন বিদ্রূপে

তরুণীর ভুরু-পস্নাক বোল্ড লাল ঠোঁটে তখন অাঁকা

কোন নেত্রীরও ঠোঁট ভুরুতে রূপটান আছে নতুন রূপে

 

বাঘিনির অবয়ব দেওয়ালে দেওয়ালে দেখছো মুখ

মহিলাদের পঞ্চকন্যা অহল্যা তারায় হারানো সুখ

 

যে-মহিলারা হাত পা নাড়ান না বাইরে ঘরে কাজে,

প্রসাধনে চ-ী-ত্বকে রূপ দেয় সংবাদে আকর্ষণ গড়ে

৮ই মার্চ নাচ-গানে ওড়ায়, টান রাখে দশজনের মাঝে

বিশ্ব শ্রমজীবী 888sport promo codeসমাজ শ্রমমিছিলে কেউ কি মনে করে?

 

888sport promo codeশ্রমিকেরা খাটছে ঘর বানাতে বা কয়লা খাদানে,

ইট বানাচ্ছে ছাঁচে ফেলছে নদীর জমাট পলিমাটি

পোড়াচ্ছে; সাজিয়ে রাখছে অফিসের ফাইল রান্না জানে

নানা বর্গের শ্রম বিকিয়ে, দাবি রাখছে সন্ধ্যায় বিহানে

 

কবিরা তো 888sport promo code বোঝে ওষ্ঠাধর, শ্রোণি, স্তনপীঠ

দেখাও মাথায় ঝুড়ি, বয়ে নিচ্ছে দশটা পাঁচটা ইট।