শাহানা মাহবুব

  • পরাবর্ত কাল

    শাহানা মাহবুব    কী আছে বৃষ্টিতে! কী আছে মেঘের ভেতরে তার শব্দের ইন্দ্রজাল তুলে আনে কত কী যে কথা! আমরাও একদিন ভিজেছি বৃষ্টিতে                  সেই রূপকথা হারায় না কখনো নক্ষত্রভরা কিছু আকাঙ্ক্ষার রাত যদিও চলে গেছে বহুদূরে সেই পরাবর্ত কাল তবু দেখো ফিরে আসে বেদনার ধূসর সকাল; অপেক্ষার দুঃসহ দিন গেছে কত – গেছে কত রাত দুই…