অজিতা মিত্র
-
অপরপ্রান্তে
এই পৃথিবীর অপর প্রান্তে তুমি, হয়তো সেখানে রোদ্দুর করে খেলা, রাত জেগে আঁকি আকাশের ক্যানভাসে তোমার চোখের তপ্ত সাগরবেলা! কন্যা তোমার কী নাম দিয়েছি জানো? জানবে না তুমি, জানবে না কোনোদিন! তোমার রয়েছে ছুটে চলবার তাড়া, একলা আমার শুধু হৃদয়ের ঋণ। তোমার শহরে আকাশ ভাসছে সুখে, বৃষ্টি নামছে হয়তোবা ঝিরিঝিরি … আমার এখানে কেবলই অন্ধকার, …
-
কালচক্র
বিলাসী দ্রোহ উৎসব শেষে মাতি অন্য কোনো উৎসবে! কালচক্রে উৎসব মুখরিত জীবনের সচিত্র 888sport sign up bonusরা ফিরে ফিরে আসে! সৌখিন দ্রোহ উৎসবের প্রবহমানতা ধরে রাখতে অজান্তেই এসে যায় নতুন উপলক্ষ! একঘেয়ে জীবননাট্যে বৈচিত্র্য আনতে আসে নজিরবিহীন অপরাধসূচি! আধুনিকতার ছোঁয়া লাগে দ্রোহ উদ্যাপনে। প্রযুক্তির ঝলকে জেল্লা ফোটে বিদ্রোহের মুখে! চটকদার বিদ্রোহের খণ্ডচিত্র প্রচারিত সম্প্রচারিত হতে থাকে দশ দিক…
-
কবির প্রতি
একদিন চলে যাবে তুমি, এ হৃদয় হবে মরুভূমি, ভেবে মনে জাগে বড় ভয়! সব 888sport sign up bonus পিছে পড়ে রবে, সব লেখা পুরাতন হবে, ভালোবাসা হবে না তো ক্ষয়! সেই দিন কেঁদে হবো সারা, বই হাতে হবো দিশেহারা, লেখা ছুঁয়ে খুঁজে পাব আলো! সেই দিন বৃথা যাবে বেলা, শেষ হবে ছন্দের খেলা, আকাশের…
