অদ্বৈত মারুত
-
শূন্যতা
ভালোবাসা চেতনার মতো অস্থির – তাকে ধরা যায় না; ছোঁয়া যায় অনুভবে প্রতিটি নিশ্বাসে দীর্ঘ আকাঙ্ক্ষার ঘ্রাণ। চলে গিয়েছ বলেই হয়তো প্রথম অনুভূত হলো অনুপস্থিতি কীভাবে ঢেকে ফেলে পূর্ণতা – ভাঙন থেকে ভাঙন। হয়তোবা কেউ ভালোবাসিনি – পরস্পর শূন্য হয়েছিলাম মাঝখানে আকাক্সক্ষার আগুন। আয়নার দিকে তাকাই মুখের বদলে ভেসে ওঠে কিছু মুহূর্ত তাতে আমি’র অস্তিত্ব…
-
সম্ভোগ
এমন গভীর হয়ে হঠাৎ রোদ হারিয়ে যায় এত চমৎকার মেঘ ভেলা ভাসে আকাশে আগুনে তাতিয়ে জমে ওঠা ঘাম কারো না কারো কাছে তুচ্ছ কিছু অথবা হারাবার কিছু নেই তার আর এমন বাতাবিলেবুর রসালো দেহ-সম্ভোগে। নীল হয়ে ওঠে মুখ বৃষ্টি বাতাস হলে উগড়ানো বমিকম্পিতচোখ, যে সংসারী ঢেউ খেলে মিলিয়ে যায় সেও কোথাও অজানায় মন বেঁধে ডুবে…
-
মাছ
উতলা ঢেউ তুলে মিলিয়ে গিয়েছ জলে অতলে প্রবেশ করে কোনো একদিন; একটি মাছ হবার যুক্তি দিয়ে এ হৃদয়ে খুঁজেছিলে প্রবল আস্থা; সুস্থির যাপন। আকাশের শরীরে সঞ্চারিত বেদনা আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভেঙে পড়ে আছে ডানা অথচ জলে প্রতিটি মুহূর্ত অসীম আনন্দদায়ক তবু তেতে ওঠো; ঠোঁটে রাখো নিরর্গল কাঁপন। অমন গলাকাটা লাশ হয়ে ভেসে যেতে থাকি…
