এস এম মনজুরুল হান্নান খান

  • প্রিয় ব্যালকনি

    ওই ব্যালকনি এখনো আমায় ডাকে রাগ, অনুরাগ, অভিমান, বিরহ কত প্রণয় রেখেছি তুলে মন উচাটন সন্ধ্যাগুলো ভালোবাসায় হয়েছে সুদীর্ঘ রাত আমাদের করতলে। ভালোবাসার বিমূর্ত আবেশে জড়িয়ে আছো হৃদয় অরণ্যভূমি তোমার আগমন আয়োজনে আলো-আঁধারির ধোঁয়াশায় কেটে গেছে কত বসন্তের রাত সঙ্গী হয়েছিল জল আর জোছনার গান।   কাচের দেয়ালের মতো ভেঙে গেছে সময় মহাকাল নীরবে দোলা…