কবির চান্দ

  • বৃষ্টির ঘ্রাণ

    বৃষ্টির ঘ্রাণ

    ‘ওয়েটার’, আমি জোরে ডাক দিই। রেস্টুরেন্টে অন্য কেউ থাকলে নিশ্চয়ই মুখ ঘুরিয়ে এদিকে তাকাত। প্যান্টের এক পায়ের সঙ্গে অন্য পা ঘষা খাওয়ার শব্দ পেলাম। কেউ দ্রুত আসছে। গায়ে সস্তা পারফিউম।                 ‘ইয়েস স্যার, কী করতে পারি আপনার জন্য?’                 ‘এটা কী ওমলেট বানিয়েছে? পাচক জানে না, আমি দেশি ধনেপাতা খাই?’                 ‘ধনেপাতা দিয়েছে তো স্যার,…