কুমারপ্রসাদ মুখোপাধ্যায়

  • ‘হিন্দু-মুসলমানের সম্পূর্ণ একীকরণ সংগীতের ক্ষেত্রে যতটা হয়েছে, অন্যক্ষেত্রে ততটা হয়নি’

    ‘হিন্দু-মুসলমানের সম্পূর্ণ একীকরণ সংগীতের ক্ষেত্রে যতটা হয়েছে, অন্যক্ষেত্রে ততটা হয়নি’

    কুমারপ্রসাদ মুখোপাধ্যায় অর্থনীতি ও সমাজতত্ত্বে এম এ, ভারত সরকারের অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু তাঁর এক পরিচয় স্বনামধন্য ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়ের পুত্র বলে, অপর পরিচয় উঁচুদরের সংগীতজ্ঞ হিসেবে। তিনি একাধারে সংগীত888sport live chatী, সংগীতশিক্ষক, সংগীতসমালোচক এবং উত্তর-ভারতীয় ধ্রুপদী সংগীতসম্পর্কিত মূল্যবান গ্রন্থপ্রণেতা। তাঁর কুদ্রত্ রঙ্গিবিরঙ্গি যাঁরা পড়েছেন, তাঁরা মজলিশি ঢঙে লেখা সাংগীতিক ঘরানার চমৎকার ইতিবৃত্ত পেয়ে মুগ্ধ হয়েছেন। কুমারপ্রসাদের ম্যহ্ফিল,…