জলের আয়না

  • জলের আয়না

    পারভেজ আহসান ডানা ভাঙে প্রবল বাতাসে পাখিটি লুটিয়ে পড়ে শস্যের গভীরে শিশুদল এসে দেখে বাদামি ও হলুদ রঙের পাখি পড়ে আছে মটরের ক্ষেতে তাদের কোমল শুশ্রƒষায় পখিটি বাড়ি ফেরার স্বপ্ন দেখে সেই সময়ে ক’জন অন্ধ লোক ছুটে আসে তারা বলে, এটি সোনাই, এটির ডানায় আছে সোনার কারুকাজ ঠোঁট দুটো কাঁচা হলুদ, রোদের রং ছড়ানো সারাদেহে…