জাহিদ হায়দার

  • মোহন আলী বেলুন হাউজ

    মোহন আলী বেলুন হাউজ

    হাউজের সামনে শিশু দাঁড়ায়। চোখেমুখে আনন্দ এবং বিলাস। তার থেকে বড়ো সঙ্গী হাত ধরে টানে। শিশুর দুটো পা ফুটপাতকে খামচে ধরে। জিদে পা আছড়ায়। জুতো বা স্যান্ডেল শু মিউজিকঅলা হলে বাজতে থাকে। সঙ্গী বেলুন কিনে দেবে না। শিশুর চোখ ছলছল। কষ্টতাড়িত। সঙ্গী কিনে দেয়। শিশুর হাতে গ্যাসবেলুনের দড়ি, ছুটে গেলে রঙিন পৃথিবী শূন্য। দড়ি মুঠোতে।…