দেবাশিস বসাক শুভ্র

  • দেবী

    দেবী, চোখ মেলে দেখো, দেখো তোমার মন্দিরে কে! আমি, তোমার চণ্ডাল প্রেমিক। জানো তো ওই নেড়ি কুকুরের দল আমাকে স্পর্শ করতে দেয় না তোমায় তাই আজ গোপনে এসেছি, জানি তুমি ওদের পূজায় তুষ্ট নও তুমি তো প্রেম চাও – আকণ্ঠ নিমজ্জিত প্রেম, মুখস্থ কথায় মানুষই ভোলে না – আর তুমি তো দেবী। ওরা তোমাকে শুধু…