নীহার মোশারফ

  • উত্তাপ বাড়ে

    তুমি বাউল হলে ফাঁকা থাকে চৌকাঠ, সুখেনের ঘর বড় একা একা লাগে। সবাই পর পর ভাবে। উৎসুক মুখ মলিন হলে – হেমন্তের হাওয়ায় আরো উত্তাপ বাড়ে মনের ভেতর কেমন ধুকপুক করে                  তুমি বাউল হলে সন্ধানে নামে কেউ কোথায় একতারা, বাউলানির ধ্যান যা কিছু দেখি নতুন লাগে                       আরো নতুন লাগে অচেনা রাত মাঠঘাট, হাটবাজার,…

  • অথচ নিরামিষ

    আকাশ কখনো কখনো মেঘে ঢাকে গুড়ুম গুড়ুম শব্দ হয় ভয় হয় বজ্রাঘাতে যদি ভেঙে যায়                       অনাগত স্বপ্ন। কোথায় রোদের চাতাল? পাখিডাকা ভোর প্রতীক্ষায় থাকি তার যদি স্নান শেষে জলে ঢাকে প্রেম আঁধারে লুকোবে না মুখ। অথচ সুদখোর চর্বি খেতে খেতে নিরামিষের ডালা রাখে                     চরায় ঠেলে …

  • ঘ্রাণ

    এখানে গন্ধম ছিটাবেন না যুবতীর আসা-যাওয়া হয় রঙের জমিনে সভ্যতার হামাগুড়ি           যতিন মাঝির ঘরে নয় সন্তান           অতঃপর মন্দিরা হাঁটে হাজার ইতিহাস তুলে রাখে শিকায় আমি মাতাল হই ফাগুনের ঘ্রাণে                    প্রাণে জাগে কথা, একটু একটু ব্যথা                     সে ছাড়া কেমন লাগে? দূরে গাছগাছালি, ভাটিয়ালি গানে হাওয়া অচেনা সুর বয় 888sport sign up bonusর পাতায়                    তবুও…